আপনার ফেসবুক পেজ মেসেজের উত্তর চলে যাবে অটোমেটি [ ফেসবুক চ্যাটবট Chatfuel] Tunes71.com

আপনার ফেসবুক পেজ মেসেজের উত্তর চলে যাবে অটোমেটি [ ফেসবুক চ্যাটবট Chatfuel]

টাইটেলে তো দেখেছেনই পোস্টের মূল বিষয়.. আপনারা সবাই নিশ্চয় জানেন Messenger Chatbot কি?? Bot হলো একটি Auto reply system.. যেখানে আপনার পেজে কেউ মেসেজ দিলে Automatically তার কাছে reply চলে যাবে..একে Personal ভার্চুয়াল রোবট ও বলতে পারেন।
আপনার ফেসবুক পেজ মেসেজের উত্তর চলে যাবে অটোমেটি [ ফেসবুক  চ্যাটবট]

Messenger Bot কিভাবে তৈরি করতে হয়?

Messenger Bot তৈরি করার জন্য বিভিন্ন Platform/Website রয়েছে.. যেমনঃ Chatfuel, Diagflow, Manychat etc… এই প্লাটফর্মগুলোতে আপনি Bot বানানোর কাজ করতে পারবেন.. বিভিন্ন AI, Options, Menu, Photos, Text ইত্যাদি Add করে Bot টি তৈরি করতে পারবেন..

 আমি আপনাদের “Chatfuel” দিয়ে Bot বানানো শিখাবো..
আমি আপনাদের পর্ব পর্ব করে Chatfuel দিয়ে Bot বানানো শেখাবো..এটা Beginners দের জন্য সবচেয়ে ভালো.. আজকের প্রথম পর্বে Bot Create করা, Welcome Mesaage এবং Default Answer Add করা শেখাবো..

তো চলুন শুরু করা যাকঃ



সবার প্রথম  CHATFUEL এর ওয়েবসাইটে প্রবেশ করুন ।


আপনার ফেসবুক পেজ মেসেজের উত্তর চলে যাবে অটোমেটি [ ফেসবুক  চ্যাটবট]


Get started for free তে ক্লিক করে আপনার ফেসবুক আইডি দিয়ে লগিন করে নিন


 Add blank bot এ ক্লিক করে নতুন একটি বট তৈরী করুন ।


আপনার ফেসবুক পেজ মেসেজের উত্তর চলে যাবে অটোমেটি [ ফেসবুক  চ্যাটবট]

আপনার ফেসবুক পেজ মেসেজের উত্তর চলে যাবে অটোমেটি [ ফেসবুক  চ্যাটবট]

তারপর তৈরী করা বট টার পাশে থাকা Connect এ ক্লিক করে দিন ।




এরপর নতুন একটি পেজে আসবেন সেখানে একটু নিচে এসে আপনার আইডিতে থাকা সকল পেজের লিস্ট দেখতে পাবেন সেখান থেকে যেই পেজে অটো মেসেজ সিস্টেম করতে চান সেটির পাশে থাকা 


আপনার ফেসবুক পেজ মেসেজের উত্তর চলে যাবে অটোমেটি [ ফেসবুক  চ্যাটবট]


এবং এই পেজ থেকে আপনি সকল অটো মেসেজ সেট আপ করে নিন, আশা করি সকলেই বট-টি সেট আপ করে নিতে পারবেন ? পোস্টের মাধ্যমে যতটুকু সম্ভব হলো বুঝিয়ে দিলাম তারপর ও কোথাও কারো সমস্যা হলে কমেন্টে জানাবেন।



আপনার ফেসবুক পেজ মেসেজের উত্তর চলে যাবে অটোমেটি [ ফেসবুক  চ্যাটবট]




না বুঝলে ভিডিও দেখুন....ভিডিও  



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url