জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার নতুন নিয়ম।
জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার নতুন নিয়মঃ
অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা তেমন কঠিন একটি কাজ নয়। মাত্র দুই মিনিটের ভিতরে আপনি অনলাইনে চেক করতে পারবেন।
স্টেপ ১ঃ প্রথমে আপনার জন্ম নিবন্ধন/ জন্ম সনদটি হাতে কাছে নিন। আপনি আপনার জন্ম নিবন্ধনে/ জন্ম সনদে ১৭ ডিজিটের একটি নাম্বার দেখতে পারবেন। এটি হলো আপনার রেজিস্টেশন নাম্বার (ইংরেজিতে Birth Registration Number) অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য এই নাম্বারটি আমাদের কাজে লাগবে। এটি ছাড়াও আপনার বার্থডে/ জন্ম তারিখও লাগবে।
স্টেপ ২ঃ এবার আপনি এই লিংকে ভিজিট করুন। এই ওয়েবসাইটটি জন্ম নিবন্ধন পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট।
স্টেপ ৩ঃ
এবার এখানে আপনি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ লিখে সাবমিট করুন। তথ্য দুইটি সঠিকভাবে দিয়ে সাবমিট করার পর আপনি আপনার জন্ম নিবন্ধন দেখতে পারবেন।
এভাবে অতি সহজেই আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। তবে আপনার জন্ম নিবন্ধন নাও আসতে পারে।
জন্ম নিবন্ধন অনলাইনে না আসার কারণ
অনলাইনে আপনার জন্ম নিবন্ধন না আসার তিনটি কারণ হতে পারে –
- আপনার জন্ম নিবন্ধন ডাটাবেইজে না থাকলে,
- রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিলে,
- জন্ম তারিখ ভুল দিলে,
- অনলাইনে করা না থাকলে।
এভাবে আপনি খুব সহজে আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। আশা করছি টিউনটি আপনার ভালো লেগেছে। যদি কোথাও কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সম্ভব হলে টিউনটি আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে।
নতুন জন্মনিবন্ধন আবেদকারীরা কিভাবে দেখবো?
যারা নতুন আবেদন করছেন তারা জন্মনিবন্ধনের স্টাটাস চেক করতে নিচের দেওয়া link এ নিবন্ধকরণ আবেদনের এপ্লিকেশন আইডি দিয়ে দেখে নিতে পারবেন।
এটি ছাড়াও আরো একটি পদ্ধতির মাধ্যমে আপনি জন্মনিবন্ধন ডাউনলোড করে নিতে পারবেন,এর জন্য নিচের পোস্ট টি পড়ুনঃ