(সরাসরি শিক্ষামন্ত্রীর এর ভাষণ)আগামী ০৫ এ অক্টোবর বা ০৬ এ অক্টোবরে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হতে চলছে বিস্তারিত জেনে নিন Tunes71.com

(সরাসরি শিক্ষামন্ত্রীর এর ভাষণ)আগামী ০৫ এ অক্টোবর বা ০৬ এ অক্টোবরে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হতে চলছে বিস্তারিত জেনে নিন

 


আগামী ০৫-০৬ এ অক্টোবরে (সোম বা মঙ্গলবার) মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিপূর্ণ পরিকল্পনাসহ তারিখ ঘোষণা করতে চলেছে শিক্ষামন্ত্রী। (ডা. দীপু মনি)

চার সপ্তাহের সময় দিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করবে শিক্ষামন্ত্রী। (ডা. দীপু মনি) কোন পদ্ধতিতে পরীক্ষা নেবে কতটুকু পরীক্ষা হবে তা আগামী ০৫-০৬ এ অক্টোবরে (সোম মঙ্গলবার) এর মধ্যে জানিয়ে দিবে শিক্ষামন্ত্রী। (ডা. দীপু মনি) এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ডা. দীপু মনি।





শিক্ষামন্ত্রী (ডা. দীপু মনি) আরও বলেন, যদি কোনভাবেই পরীক্ষা না নেয়া যায় তাহলে শিক্ষার্থীদের আগের ফলের ওপর মূল্যয়ন করার বিষয়টিও একটা অপশন, সেই অপশন নাকচ করছি না। তাছাড়া আরও কিছু অপশন আমাদের হাতে আছে।

আমরা চাই আমাদের পরীক্ষার্থীরা যেন ভবিষ্যতে কোনভাবেই ক্ষতিগ্রস্থ না হয়। তাই, সার্বিক দিক পর্যালোচনা করা হচ্ছে।



Video Player
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url