How to open Brilliant connect account :- Brilliant এ্যাপ দিয়ে ৩৪ পয়সা প্রতি মিনিটে (ভ্যাট সহ) আনলিমিটেড কথা বলুন।
About Brilliant Connect mobile application .
ব্রিলিয়ান্ট অ্যাপ হলো একটি ইন্টারনেট ভিত্তিক কথা বলার অ্যাপ।
আমাদের দেশে একটা সময় ছিল যখন কথা বলতে গেলে মিনিটে ০৭ (সাত) টাকার বেশি খরচ হতো।
কিন্তু বর্তমানে কিছু আইটি প্রতিষ্ঠান ও বিভিন্ন মোবাইল অ্যাপস কম খরচে কথা বলার এক দারুন সুবিধা দিয়ে যাচ্ছে।
যা দিয়ে আপনি অনেক কম খরচে দেশ-বিদেশে যে কোনো যায়গায় অডিও বা ভিডিও কলে কথা বলতে পারেন।
আজ আমরা এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো যা নিয়ে আপনি ৩৪ পয়সা প্রতি মিনিটে (ভ্যাট সহ) আনলিমিটেড কথা বলতে পারবেন
ডাউনলোড করতে: ক্লিক করুন
তারপর অ্যাপটি ডাউনলোড করার পর ইনস্টল করে চালু করতে হবে।
এরপর আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করার জন্য সেটিংস অপশনে যেতে হবে।
এরজন্য আমাদের একটি মোবাইল নম্বর লাগবে এবং সেটা অবশ্যই সাথে থাকতে হবে কারণ রেজিষ্ট্রেশন করার সময় একটি ভেরিফিকেশন কোড যাবে সেটি দিতে হবে।
একাউন্ট খুলতে নিচের স্ক্রিনশট গুলা ফলো করুন...
- APP এ ঢুকে প্রথমে নিচের মত দেখতে পারবেন এখন নিচে ডান পাসে কোনায় যে স্ক্রল বাটন আছে সেটায় ৪ বার ট্যাব করার...
- এখন start বাটনে ট্যাব করুন
- এমন একটি পেজ আসবে এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরন করুন এবং Continue বাটন চাপুন।
- Confirm বাটন চাপুন....
- উক্ত নাম্বারে একটি কোড যাবে সেটি এখানে বসান।
- এমন আসবে এখন continue বাটন চাপুন এবং কোন permission চাইলে allow করে দিবেন।
- তারপর এমন আসবে এখানে আপনার তথ্য এবং প্রফাইল পিকচার দিয়ে Continue বাটন চাপুন।
- ব্যাস হয়ে গেল আপনার একাউন্ট ....
এখন আপনার একাউন্ট টি চালু করতে হলে জাতীয় পরিচয়পত্র লাগবে। সেখানে যেভাবে তথ্যগুলো আছে ঠিক সেভাবে পূরণ করতে হবে।
পূরণ করার পর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে অ্যাপটি সচল হয়ে যাবে
- আপনার প্রোফাইল পিকচার এ ক্লিক করুন ।
- এরপরে Add Document এ ক্লিক করুন।
- এরপর ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন এর তথ্যের নির্দেশনা অনুসরন করুন।
- কিভাবে টাকা Recharge করবেন এখানে দেখুনঃ Brilliant Connect mobile Recharge :-কিভাবে ব্রিলিয়ান্ট এ টাকা রিচার্জ করতে হয়?
Nid নেই,, তাহলে কিভাবে রেজিস্ট্রার করব???
যেকোন IP Calling apps একাউন্ট ভেরিফাইড করতে অবশ্যই NID লাগবে।
আপনার না থাকলে অন্যকারোটি দিয়ে করতে পারেন।