সৌদি আরবের ভিসার মেয়াদ চেক করুন অনলাইনে। [[ Check soudi arob visa date]]
প্রিয় টিউন্স৭১ বাসি কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।
এখন ভিসার মেয়াদ আছে নাকি জানবেন কিভাবে? নিশ্চয় আশাপাশের কোন কম্পিউটারের দোকানে গিয়ে চেক করাতে হবে! আর সেখানে আপনাকে ১০০ থেকে ২০০ টাকা দিয়ে চেক করাতে হবে। কিন্তু এই ছোট্ট কাজটা নিজেরাই করতে পারি, আমাদের ফোন থেকে।
তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই……
আপনার ফোনের যেকোন ব্রাউজারে ঢুকুন এবং টাইপ করুন https://muqeem.sa/ বা এখানে ক্লীক করুন।
ক্লীক করার পরে ছবির মত এরকম আসবে।
প্রথম বক্সে আপনার যদি ভিসা নাম্বার জানা থাকে তাহলে ভিসা নাম্বার সিলেক্ট করে ভিসা নাম্বার দিন, আর যদি ভিসা নাম্বার না জানা থাকে তাহলে ইকামার নাম্বার দিন। (দুটোর যেকোন একটা লাগবেই)
দ্বিতীয় বক্সে আপনার পাসপোর্ট নাম্বার/ভিসা নামাবার/আপনার নাম/আপনার জন্মতারিখ/ ইত্যাদি ওখানে লিখা আছে! যেকোন একটা সিলেক্ট করে সেটা টাইপ করে দেবেন। আমি পাসপোর্ট নাম্বার দিয়েছি। দেবার পর চেক বাটনটিতে চাপ দিন।
এরকম আসবে ছবির মত! খেয়াল করুন ওখানে লিখা আছে Active. তারমানে ভিসার মেয়াদ আছে, আর যদি না থাকতো তাহলে Active লিখা আসত না।
আর ওখানে বিস্তারিত পাবেন কবে ছুটিতে গেছিলেন, কত দিন ভিসার মেয়াদ আছে, কত তারিখের আগে সৌদিআরবে ফেরত আসতে হবে।