Dark Web/Deep Web-কি?
আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন। আজকের বিষয় : " Dark Web/Deep Web-কি "
So, Let's start now......
Dark Web হচ্ছে ইন্টারনেটের সেই অংশ,যাতে সাধারণ মানুষের এক্সেস নাই বললেই চলে।আমরা যদি ইন্টারনেটের বিভিন্ন স্তরকে ভাগ করি,তাহলে প্রধানত তিনটি ভাগ পাবো-
- Surface Web
- Deep Web
- Dark Web
এই Dark Web এর একটা অংশ হচ্ছে Deep Web।বিভিন্ন রিসার্চারের মতে সমগ্র ইন্টারনেটের মাত্র ৪ শতাংশ হচ্ছে Surface Web,অর্থাৎ বাকি ৯৬ শতাংশ হচ্ছে Dark Web এবং Deep Web এর অন্তর্ভুক্ত।বাইটের হিসেবে যদি আনা যায়,তাহলে বলা যায় যে Deep Web ৭.৯ জেটাবাইট জায়গা দখল করে রেখেছে।যারা বাইটের হিসাব বুঝতে পারছেন না,তারা এই ছবিটি দেখলে কিছুটা ধারণা পাবেন-
Dark Web/Deep Web এ কি আছে?
Dark Web এ মূলত তথ্য পাওয়া যায়,যা সাধারণভাবে পাওয়া সম্ভব না।অর্থাৎ,বিভিন্ন দেশ কিংবা প্রতিষ্ঠানের গোপন তথ্য,বিভিন্ন বিখ্যাত সাইটের ডাটাবেজ আপনি এখানে পাবেন।এখানে যা তথ্য আছে,সবই কারো না কারো নিজস্ব ডিভাইস থেকে কালেক্ট করা।আপাতদৃষ্টিতে এটা অসম্ভব মনে হলেও তারা এটি করতে সক্ষম।বিভিন্ন দেশীয় সংস্থায় অনেক অভিজ্ঞ আইটি এক্সপার্ট রয়েছেন,কিন্তু সবক্ষেত্রে তারাও এ ধরণের ডাটা চুরি ঠেকাতে পারেন না।এ থেকেই বোঝা যায় Deep Web এর হ্যাকাররা কতটা বিপজ্জনক।
Dark Web এ সাধারণত বিভিন্ন অবৈধ পণ্যের কেনাবেচা হয়।এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন তথ্য থেকে শুরু করে ড্রাগ কেনাবেচা,ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসীদের ভাড়া করা পর্যন্ত সবই করা সম্ভব।এছাড়া এখানে পেইড/ক্র্যাকড বিভিন্ন অ্যাপ অথবা টিউটোরিয়াল পাওয়া সম্ভব,যা Surface Web এ কখনোই পাওয়া যাবে না।তাই Deep Web এ প্রবেশ করা অবৈধ এবং কেউ Deep Web এ প্রবেশ করছেন জানতে পারলে পুলিশ বা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাকে ক্রিমিনাল হিসেবে ধরে নিয়ে যাওয়া হবে।
Deep/Dark Web এ কিভাবে এক্সেস করা যায়?
Deep/Dark Web সাধারণ Surface Web এর মত না।অর্থাৎ এখানে গুগলের মত কোন সার্চ ইঞ্জিন নাই,যাতে সার্চ করলে সব তথ্য দেখাবে।এখানে সব ওয়েবসাইটের ডোমেইন হচ্ছে .onion।সবচাইতে মজার ব্যাপার হলো,আপনার কাছে কোন ওয়েবসাইটের লিঙ্ক না থাকলে আপনি Deep/Dark Web এ ঢুকেও কিছু করতে পারবেন না।সাধারণ ব্রাউজার দিয়ে কখনোই Deep/Dark Web এ এক্সেস করা যায় না,এজন্য বিশেষ ব্রাউজার প্রয়োজন।সাধারণত Tor Browser দিয়ে Deep/Dark Web এ এক্সেস করা হয়।কিন্তু এখানে নিজস্ব তথ্য ফাঁস হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে।কারণ সাধারণ Surface Web এর সাহায্যেই যে কোন ব্যবহারকারীর আইপি ট্র্যাক করা যায়,সুতরাং সেখানে কারো আইপি ট্র্যাক করে সেখান থেকে তথ্য বের করা খুব কঠিন কিছু না।অনেকেই মনে করেন ভিপিএন ব্যবহার করা মানেই নিশ্চিন্ত হওয়া।কিন্তু সব ভিপিএন কখনোই আইপি হাইড করে না।অধিকাংশ ভিপিএনই আপনার আইপি অ্যাড্রেসকে আরেকটি আইপি অ্যাড্রেসের পেছনে লুকিয়ে ফেলে,যেটা অভিজ্ঞ যে কেউই বাইপাস করে ফেলতে পারবে।এ কারণেই সাধারণ জনগণের থেকে হাজার গুণে অভিজ্ঞ বিশেষজ্ঞদের থেকেও ডাটা চুরি হয়।তাহলে কিভাবে এক্সেস করা যাবে Deep Web এ?
সাধারণত পেইড কিছু ভিপিএন আইপি অ্যাড্রেসকে সত্যিকার অর্থে লুকাতে পারে,অর্থাৎ সেক্ষেত্রে কারো পক্ষে আপনার আইপি ট্র্যাক করা সম্ভব হবে না।কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই সার্ভিস পেতে হলে টাকা দিয় ভিপিএনটা কিনে নিতে হবে।অনেকক্ষেত্রে ক্র্যাকড ভার্সন দিয়েও কাজ হয়,কিন্তু কে চাবে তার নিজস্ব তথ্য বা ছবিগুলো অন্যের হাতে তুলে দিতে?
Deep Web এ এক্সেস পাওয়ার জন্য কম্পিউটার ব্যবহার করাই ভালো,তবে অ্যান্ড্রয়েডে Tor Browser ব্যবহার করে এক্সেস করা যেতে পারে।তবে অবশ্যই সতর্ক থাকতে হবে আইপি হাইড এবং সিকিউরিটির ব্যাপারে।
VPN- (যেকোনটি নামাতে পারেন,তবে OpenVPN সবচাইতে ভালো কাজ করে)
বি.দ্র.: আপনার কোন ধরণের ডাটা চুরি বা ক্ষতির জন্য TipTopTips দায়ী থাকবে না।
পরবর্তী পর্বে থাকবে কিছু .onion অ্যাড্রেস লিস্ট।আপডেট পেতে আমাদের সাথেই থাকুন