Facebook id to page redirection।। ফেসবুক আইডিতে ক্লিক করলে পেজে নিয়ে যাবে। Tunes71.com

Facebook id to page redirection।। ফেসবুক আইডিতে ক্লিক করলে পেজে নিয়ে যাবে।

আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই? 

আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন।  আজকের বিষয়  : Facebook id to page  redirection।। ফেসবুক  আইডিতে ক্লিক করলে পেজে নিয়ে যাবে।  

 Facebook ID to page redirection মানে আপনার আইডির লিংকে কেউ ডুকলে সে আপনার আইডির পরিবর্তে আপনার পেজে চলে যাবে। 

প্রয়োজনীয় Apps গুলো ডাওনলোড দিয়ে নিন। 

1. Google Chrome [ প্লেস্টোরে পাবেন]
2.Messenger app [ প্লেস্টোরে পাবেন]  
3.Floating app   

Tutorial Start now...
  • প্রথমে Floating app টি অপেন করুন & Apps এ ক্লিক করুন। [APPS => APPLICATION => BROWSER]



  • এখন আবার Application  এ ক্লিক করুন।



  • browser এ ক্লিক করুন,  Address bar এ   m.facebook.com লিখে  এন্টার প্রেস করার পর ফেসবুক লগিন পেজ আসবে, যেখানে আপনার আইডি লগিন করুন।



  • Login করার পর আবার Address bar এ m.facebook.com/username লিখে এন্টার প্রেস করুন



  • যদি আপনার প্রফাইলে আগে কোন Username সেট করা না থাকে তাহলে উপরের মত আসবে, আর যদি username সেট করা থাকে তবে Messenger app অপেন করুন।



  • সেটিং থেকে Username এর পর একটা ডট/ফুলস্টপ  (.)     দিয়ে কয়েকবার সেভ বাটন চাপুন উপরের ফটোটির মত।এখন আবার Floating app এর browser  এ m.facebook.com/username এ গেলে দেখবেন নিচের মত পেজ আসছে....



  • এখানে আপনার পছন্দমত Username লিখে Search করুন  , আমি farhanaxyz লিখে search  করলাম, সেটি available ছিল তাই ডানপাসে টিক চিহ্ন আসছে।
  • যে Username টি available পেয়েছেন সেটির উপর একটা Click করে রেখে দিন, Yes দিবেন না




  • এখন আপনার পেজের Username এ গিয়ে ওই Username টি search করে দেখুন available আছে।PAGE এর USERNAME সেট করার জন্য [ SETTINGS => EDIT PAGE => TABS => ABOUT EDIT =username] 





  • এখন Facebook App & Floating App Browser দু জাগাইতেই সেম টাইমে একসাথে Yes/Create username    ক্লিক করে সেব করে দিবেন।
  • প্রথমবার না হলে ২/৩বার ট্রাই করুন। তাও না হলে আবার ৩/৪ঘন্ঠা পর ট্রাই করুন।





দেখুন আপনার পেজ এবং আইডির  username সেম হয়ে গেছে।  




NOTE: ইউজারনেম সেম হবার কারনে, কেউ যদি আপনার আইডির লিংক কপি করে কাউকে সেন্ড করে সেক্ষেত্রে সে যখন এই লিংকে ক্লিক করবে তখন সে আপনার আইডির পরিবর্তে আপনার পেজে চলে যাবে। তবে প্রথমবারেই যে এটা হয়ে যাবে এমন না।হয়তোবা প্রথমবার সেব হবার পর আপনার পেজে রিডাইরেক্ট হবেনা বাট সেম ইউজারনেম থাকবে, যদি এমন হয় তাহলে আবার কয়েকঘন্ঠা পর ট্রাই করবেন হয়ে যাবে। 

Warning 

এটা প্রথমবারেই কার্যকর হবেনা। অবশ্যই কয়েকবার ট্রাই করার পর কাজ করবে।
এইটা করলে আপনার আইডি ডিজেবল হলেও হতে পারে, যদিওবা আমার হয়নি। বাট আপনার আইডি ডিজেবল হলে আমি দায়ি থাকবোনা 
এই ট্রিক কতোদিন কাজ করবে তারও কোনো গ্যারান্টি নাই, আজ করবে, কাল নাও করতে পারে, সো কারো যদি পরবর্তীতে কাজ না করে তাহলে চুপচাপ চলে যাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url