ইউটিউব থেকে আয়ঃ কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন?
একাবিংশ শতাব্দীতে ইন্টারনেট বিপ্লব এসেছে গোটা দুনিয়া জুড়ে।এরমধ্যে ইউটিউব একটা বড়ো ভূমিকা পালন করে।বর্তমান সময়ে জনপ্রিয় পাঁচটি ওয়েবসাইটের মধ্যে YouTube হচ্ছে একটি। বিনোদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কঠিন ও জঠিল সমস্যার সমাধান পাওয়ার ক্ষেত্রেও এখন YouTube এ ভিডিও খুজা হয়ে থাকে।
গুগলের নিজেস্ব সার্ভার হওয়ার কারনে ইউটিবার তাদের ভিডিওগুলো YouTube রাখতে স্বাচ্ছন্দবোধ করে। তাছাড়া ইউটিউব মোবাইল এ্যাপ্লিকেশন থাকার কারনে যে কেউ মুহুর্তে ভিডিও দেখতে পারেন বলে ভিডিও সাহট হিসেবেও YouTube জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নিয়েছে।
- এই পোস্ট টি অবশ্যই পড়বেনঃকিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করবেন ?
তারজন্য বহু লোকের YouTube এ চ্যানেল খুলে আয় করার রাস্তা খুলেছে।সেরকম আপনি যদি অনলাইন থেকে আয় পেতে চান তাহলে ইউটিউব চ্যানেল খোলা একটি লাভজনক আইডিয়া।তবে হয়তো অনেকেই জানেননা কিভাবে নতুন ইউটিউব চ্যানেল খুলবেন?
চিন্তানেই,এই পোস্টে শুধু ইউটিউব চ্যানেল খোলার নিয়ম গুলি নিয়েই কথা বলবো না,আপনি কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন সেটা স্টেপ বাই স্টেপ বুঝানোর চেষ্টা করবো।তার আগে,ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু তথ্য জেনেনিন।
YouTube চ্যানেল কি?
YouTube একাউন্ট তৈরি করা খুব কঠিন কিছু নয়। ইন্টারনেটে সার্চ করলে এ সম্পর্কে হাজার হাজার টিউটরিয়াল অনায়াসে পেয়ে যাবেন। অভিজ্ঞদের জন্য এই পোষ্ট হয়ত কোন অর্থ বহন করবে না। তবে যারা YouTube এ নতুন তারা আজকের পোষ্ট থেকে একাউন্ট তৈরির ধাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তারপরও যারা পূর্নাঙ্গ অভিজ্ঞ নয় তারাও ইউটিউব চ্যানেল Professional Look দেওয়ার কিছু বিষয় জানতে পারবেন।
ইউটউব হচ্ছে এমন প্লাটফর্ম যেখানে সারা বিশ্বে প্রত্যেকদিন ৫০০ কোটির বেশী ভিডিও দেখা হয়।প্রত্যেক মিনিটে প্রায় ৩০০ ঘন্টার ভিডিও আপলোড হয় এই প্লাটফর্মে।
এই বৃহৎ পরিমান ভিডিও আমার-আপনার মতো সাধারণ লোকেরা আপলোড করেছেন।এবং তারা লক্ষ্য লক্ষ্য টাকা আয় করছেন সেখান থেকে।
ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট সার্ভিস যেমন গুগল ম্যাপস,জিমেইল,গুগল ড্রাইভ এই গুলি সব গুগলের প্রোডাক্ট। গুগল youtube কে ২০০৬ সালে কিনে নেই এবং পাবলিকের জন্য ফ্রিতে ওপেন করেদেই।
আস্তে আস্তে সাধারণ মানুষ সেখানে ভিডিও আপলোড করতে থাকে।এইভাবে ধীরে ধীরে youtube এর নাম ছড়িয়ে পড়লে content creator দেড় ফেভারিট প্লাটফর্ম হয়ে দাঁড়ায় ইউটিউব।
youtube হচ্ছে দুনিয়ার সবথেকে বড়ো ভিডিও প্লাটফর্ম।
আজ আমরা ইউটিউব থেকে নিউস,গান,কমেডী,শিক্ষা,ফ্লিম, প্রায় সব ধরণের ভিডিও দেখি।সেইসব ভিডিও কেউ না কেউ আপলোড করছে।
যেমন t-series, zeenews, এরা গান, নিউস ইত্যাদি ভিডিও আপলোড করে।এবং সেই ভিডিও আপনি/আমি দেখি তার সঙ্গে এড ও দেখছি আর তাথেকে ওরা আয় করছে।
মেন্কথা হচ্ছে ইউটিউব এ যদি ভিডিও আপলোড করতে চান তাহেল আপনার একটা একাউন্ট এর প্রয়োজন পড়বে, তবেই আপনি ভিডিও আপলোড করতে পারবেন।
- যারা ওয়েবসাইট বানিয়ে আয় করতে চান এই পোস্ট টি পড়ুনঃ কিভাবে ব্লগারে নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে হয়।
একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনার একটা একাউন্ট এর দরকার পড়বে।যেমন ফেসবুকে পোস্ট করতে হলে আপনার একটা প্রোফাইল প্রয়োজন পরে,সেইরকম ইউটিউব এ ভিডিও পাবলিক এরসঙ্গে শেয়ার করতে চান তাহলে একটি প্রোফাইল বা একাউন্ট থাকা বাধতামুলুক।
আজকের পোষ্ট ইউটিবের বেসিক একটি বিষয় হওয়া সত্বেও ব্লগে শেয়ার করছি। বেসিক বিষয়টি শেয়ার করার পেছনে একটি মূখ্য উদ্দেশ্য রয়েছে। অনেকে YouTube নিয়ে আমাদের ব্লগে একটি পোষ্ট করার জন্য প্রায় সময় অনুরোধ জানিয়েছেন। সেই প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, YouTube নিয়ে পর্যাক্রমে কয়েকটি সিরিজ পোষ্ট শেয়ার করব।
আমার বিশ্বাস আপনি সবগুলো পোষ্ট পড়লে একটি ভালমানের ইউটিউব চ্যালেন তৈরি করে Google AdSense হতে নূন্যতম স্মার্ট এমাউন্ট ইনকাম করতে পারবেন।
কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন?
আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমে কম্পিউটারের ব্রাউজার অপেন করে ইউটিউব এ ভিজিট করতে হবে।
নিচের চিত্র হতে আপনার একটি ইউটিউব চ্যানেল খোলার কাজ শুরু করতে হবে।
এখানে আপনার ইউটিউব চ্যানেল এর প্রোফাইল পিকচার আপলোড করে দিতে পারবেন। এ ছবিটি আপনার ইউটিউব চ্যানেলের নামের পাশে সবাই দেখতে পাবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে গেলে নিচের চিত্রের অপশন দেখতে পাবেন।
কিভাবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করবেন?
আপনার যদি পূর্বে কোন ইউটিউব চ্যানেল থাকে তাহলে আরেকটি ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে Brand Account ব্যবহার করে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। একাধিক ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে লগইন করুন।তারপর উপরের চিত্রের Add or Manage Your Channel এ ক্লিক করতে হবে। Add or Manage Your Channel ক্লিক করার পর আপনার যতটি ইউটিউব চ্যানেল আছে সবগুলো শো হবে।
একাউন্ট তৈরী হয়ে গেলে আপনি চ্যানেল ড্যাসবোর্ড পেজে চলে আসবেন। যেখানে আপনি দুটো options দেখতে পাবেন Customize Channel & Youtube Studio.
আপনার চ্যানেলকে সাজিয়ে নেওয়ার জন্য “Customize channel“এ ক্লিক করুন।
এবার আপনি একটা নতুন পেজে চলে যাবেন এখানে আপনার চ্যানেল এর বেসিক সেটিং যথা চ্যানেল এর লোগো ব্যানার ওই গুলো চেঞ্জ করে নিতে পারবেন।
কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন?
তবে ভিডিও তৈরির আগে একটি বিষয় মনে রাখতে হবে যে, আপনার ভিডিওটি অবশ্যই মজাদার বা শিক্ষনীয় ও ভালোমানের হতে হবে। অন্যের ভিডিও নকল করে কিংবা সামান্য পরিবর্তন করে কাজটি করা যাবে না। তাহলে আপনি YouTube এর কাছে কপিরাইটের দায়ে ফেসে যেতে পারেন।