ফেসবুকে দুটি পেজের লাইক একটি পেজে আনুন [How to marge two facebook page ] Tunes71.com

ফেসবুকে দুটি পেজের লাইক একটি পেজে আনুন [How to marge two facebook page ]

সকল বন্ধুদের অগ্রিম ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন।  যদিও অনেকে হয়তো জানেন তবে যারা জানেন না তাদের জন্য। আমাদের অনেকের হয়তো একই নামে অনেক পেজ থাকে। আপনি চাইলে এই পেজ কে একসাথে (Merge) করতে পারেন। এতে দুই পেজের ফ্যান এক সাথে যোগ হবে।

 তবে দুইটি পেজকে এক সাথে যোগ করতে কিছু শর্ত আছে। অবশ্যই পেজের নাম একই হতে হবে অথবা নামের সাথে মিল থাকতে হবে। অবশ্যই একই নাম থাকতে হবে তবে নামের মধ্যে স্পেস থাকতে পারে অথবা একই নাম কিন্তু নামের শেষে ডট থাকতে পারে ইত্যাদি। যাই হোক এখন কাজের কথায় আসি।



প্রথমেই এই Link  এ যাওয়ার পর ফেসবুকে লগিন করতে বলবে যদি লগিন করা না থাকে। লগিন করার পর নিচের মত পেজ আসবে.. 

ফেসবুকে দুটি পেজের লাইক একটি পেজে আনুন [How to marge two facebook page ]


এখানে প্রথমে যে পেজে অ্যাড করতে চান বা যে পেজ রাখতে চান সেই পেজ সিলেক্ট করুন।

দ্বিতীয় অপশন এ আপনি যে পেজকে ভাংতে চান বা যে পেজকে merge করতে চান সেটি সিলেক্ট করুন।

সবশেষে Merge Pages এ ক্লিক করুন।

আপনার কাজ শেষ। যদি নাম একই হয় তাহলে Merge/মার্জ হয়ে যাবে।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url