How to open a Islami Bank account by a Mobile phone [[ ঘরে বসে মোবাইল দিয়ে ইসলামি ব্যাংক একাউন্ট ৫ মিনিটে]]
আসসলামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ৫ মিনিটেই ঘরে বসে মোবাইল দিয়ে ইসলামি ব্যাংক একাউন্ট খোলা যায়।
যারা Part 1 দেখেন নাই তারা এখান থেকে দেখে নিতে পারেন-
যেসব প্রয়োজন হবেঃ-
- নমীনির ভোটার আইডি কার্ড
- নমীনির ছবি
[নমীনি হলো আপনার নির্বাচিত ব্যাক্তি যে আপনার অবর্তমানে আপনার একাউন্ট এর মালিকানা দাবি করতে পারবে]
কিভাবে ইসলামি ব্যাংক একাউন্ট খুলবেন?
- প্রথমে অ্যাপস টি ওপেন করে Open A/C তে চাপুন।
- নিচের তথ্য গুলা দিয়ে "Next" এ যান....
- সব ঠিক থাকলে " Confirm" করুন..
- এখান থেকে " Account type" সিলেক্ট করুন।
- " Student account" ও খুলতে পারবেন( SMSA)
- এখানে নমীনির তথ্য দিয়ে পূরন করুন...
- নমীনির NID card & ছবি দিন
- "Confirme" করুন।
- Done! Account open successful.
আপনার account নাম্বার দেখতে পাবেন।
এখন Account টি এখন চালু, টাকা deposit সহ সকল লেনদেন করতে পারবেন ।
আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন , টিউইস৭১ এর সাথেই থাকবেন, ধন্যবাদ।
Tnx for the post
আপনাকেও ধন্যবাদ
This is really a nice and informative, containing all information and also has a great impact on the new technology. Check it out here:ajker mobile
সাথে থাকার জন্য ধন্যবাদ