Structured Data Errors || কিভাবে ব্লগারের Structured Data Errors গুলি Fix করবেন?
আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আজ আমরা Blogspot Structured Data Errors গুলি Fix করবো চলুন তার আগে জেনে নেই Structured Data কি?
Structured Data কি?
এ বিষয়টি সম্পর্কে সবাই কম বেশী অবগত আছেন বিধায় নতুন করে কিছু বলার নেই। সাধারণত সার্চ ইঞ্জিন বট যখন একটি ব্লগ Crawl করে তখন ব্লগের সকল বিষয়গুলি ভালভাবে পড়ে নেয়। এ ক্ষেত্রে একটি সুন্দর ও পরিপূর্ণভাবে Data Structured করা ব্লগকে যে কোন সার্চ ইঞ্জিন অন্য কোন নরমাল ব্লগের চাইতে অধিক গুরুত্ব দেবে। কারণ এই Structured Data সার্চ ইঞ্জিন বটদের হাতে কলমে বলে দেবে ব্লগের কোথায় কি রয়েছে এবং কোন অংশগুলি অধিক গুরুত্বপূর্ণ। ফলে সার্চ ইঞ্জিন ব্লগের পোষ্টগুলি সহজে সুন্দরভাবে সার্চ রেজাল্টে প্রদর্শণ করবে।
কিভাবে Structured Data Errors গুলি Fix করবেন?
সাধারণত একটি ডিফল্ট ব্লগার টেমপ্লেটে PostId, DatePublished, Author, Headline, Image, Publisher, DateModified এবং MainEntityOfPage ভূলগুলি থাকে। একজন ওয়েবমাষ্টার তার ব্লগের এই সবগুলি পার্ট সংশোধন করে নিতে পারলেই তার ব্লগটি পরিপূর্ণ Healthy থাকে।
- প্রথমে ব্লগে লগইন করুন।
- ব্লগার ড্যাশবোর্ডে হতে Template > Edit Html এ ক্লিক করুন।
- তারপর কিবোর্ড হতে Ctrl+F চেপে নিচের লাইনটি সার্চ করুন।
- আপনি যদি পুরাতন বা কাষ্টম টেমপ্লেট ব্যবহার করে থাকেন, তাহলে কোডটি নিচের মত হবে।
class='post hentry' itemprop='blogPost' itemscope='itemscope' itemtype='https://schema.org/BlogPosting'>
</div>code-box- আপনার ব্লগে যদি উক্ত কোড গুলা খুজে না পান সুধু
itemtype='https://schema.org/BlogPosting এই কোড টুকু খুজে পেলেও হবে। কারন আমাদের মূল কাজটি হলো "https://scheme.org/ " এই অংশ পরিবর্তন করা।
আপনার সাইটে যতবার"
https://scheme.org/" কোড টি পাবেন সব গুলো রিপ্লেস করে scheme.org এর জায়গা আপনার সাইটের URL দিতে হবে, যেমন"https://www.tunes71.com/Blogposting।
- এই কোড গুলা আপনার ব্লগে একাধিক জায়গায় পাবেন, সবগুলোই চেঞ্জ করতে হবে।আর প্রতিটি Scheme.org এর পরে Blogposting মানে (https://scheme.org/Blogposting) নাও থাকতে পারে, অন্য কিছুও (https://scheme.org/xxxxxx ) থাকতে পারে তাতে সমস্যা নেই আমরা সুধু Scheme.org এত টুকু চেঞ্জ করবে, এর পরে কি আছে সেটা দেখতে হবেনা।
- সবশেষে Template টি Save করুন।
এখন Structure data Testing tools এ গিয়ে নিচের মত সাইটের URL বসিয়ে দেখুন সব Error গুলো Fix হয়ে গেছে মানে আর কোন Error নেই।
সর্বশেষঃ আমরা ব্লগের Structured Data Errors গুলি Fix করার সবচাইতে সহজ উপায়গুলি শেয়ার করেছি। আমার মনেহয় এই জটিল বিষয় নিয়ে এ যাবত কেউ এত সহজভাবে উপস্থাপন করেনি। আসলে আমরা চাইছি ব্লগের এই গুরুত্বপূর্ণ বিষয়টি যাতে সকল স্তরের ব্লগাররা সহজে সমাধান করতে পারে। পোষ্টের কোন অংশ বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। উল্লেখ্য যে, যারা ব্লগের ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে এই পোষ্টের মাধ্যমে Data Errors গুলি Fix করতে কোন সমস্যা হবে না। তবে যারা কাষ্টম টেমপ্লেট ব্যবহার করছেন তাদের জন্য কিছুটা ব্যতীক্রম হতে পারে।