Trust bank ibanking - ট্রাস্ট ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং খুলুন। Tunes71.com

Trust bank ibanking - ট্রাস্ট ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং খুলুন।

 আসসলামু আলাইকুম, কেমন আছেন সবাই?




আজ আমি Trust bank ইন্টারনেট    banking চালু করতে হয়। আসুন শুরু করি...


 



1. প্রথমে এখানে ক্লিক করুন। 

Trust bank ibanking  - ট্রাস্ট ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং খুলুন।

 Email & Challenge Key টাইপ করে সাবমিট করলে ইমেলে উপরের মত একটা মেইল আসবে, [ step-2]সেখানে একটা লিংক থাকবে সেটার উপর ক্লিক করুন। 

Trust bank ibanking  - ট্রাস্ট ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং খুলুন।

ক্লিক করার পর উপরের মত আসবে[step-3] Next এ ক্লিক করুন তাহলে পরের  উপরের মত একটা from আসবে যেটা আপনার একাউন্ট [step-4]এর তথ্য অনুযায়ী পূরন করতে হবে।  


Name : Account holder name

 Email:  কে কোন একটি দিলেই হবে।

Mobile number : একাউন্ট খোলায় সময় যেটা দিছিলেন।

NID/birth regestation : যেটা দিয়ে একাউন্ট খুলছিলেন সেটা সিলেক্ট করে পাসের ঘরে নাম্বারটা বসিয়ে   বাকি তথ্য গুলো দিয়ে Save information এ ক্লিক করুন। 



Trust bank ibanking  - ট্রাস্ট ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং খুলুন।

[Step-5] Save দেওয়ার পর উপরের মত সেই নাম্বারে একটা ভেরিফাই করার জন্য কোড যাদে সেটি বক্সে বসিয়ে  Verify এ ক্লিক করুন। 

[ step-6] সব ঠিক থাকলে Next step এ যান 


Trust bank ibanking  - ট্রাস্ট ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং খুলুন।

[step-7] এখানে  একাউন্ট নাম্বার  & Found transfer allowed এ টিক দিয়ে Add Account  এ ক্লিক করুন।

Add accoun দেওয়ার পর উপরের মত Found transfer is allowed to   : own account only/others bank

যে কোন একটি দিতে হবে আমি সাজেস্ট করবো Others bank সিলেক্ট করতে। 

  OTP for found transaction  will go Through : Email/number 

যেকোন একটি দিতে হবে আমি সাজেস্ট করবো Number দিতে কারন ফান্ড ট্রান্সফার করার সময় verification মেসেজ যাবে।

     এখন Next step এ যান....

Trust bank ibanking  - ট্রাস্ট ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং খুলুন।

 

   [Step-8] Submit all  Request.  

[Step-9] Download as pdf or print 

ডাওনলোড দিয়ে রাখতে পারে অথবা প্রিন্ট দিয়ে ও নিতে পারেন।

Note:  আপনার ইমেইলএ একটি মেল পাঠিয়ে দেওয়া হয়েছে যেখাএ এই Fourm টার ডাওনলোড link রয়েছে।

Trust bank ibanking  - ট্রাস্ট ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং খুলুন।


এমন একটা fourm পাবেন যেখানে আপনার সাক্ষর ( একাউন্ট খুলার সময় যেটি দিয়েছিলেন) আর এক কপি NID/birth registration নিয়ে ট্রাস্ট ব্যাংকের যেকোন ব্রান্সে দিয়ে আসলে ওরা আপনাকে ৩ দিনের ভেতর  Passward দিয়ে দিবে।(ঢাকা,চট্রগ্রাম হলে ১ দিনেই পেয়ে যাবেন) যেটা দিয়ে লগিন করে passward চেঞ্জ করে নিবেন।     


আজ এখানে শেষ তবে একটা কথা অনেক সময় দিয়ে কষ্ট করে পোস্ট টা লিখছি আপনাদের উপকারের জন্য ভালো লাগলে সেয়ার করবেন কপি করলে ক্রেডিট দিবেন,কোন সমস্যা থাকলে কমেন্ট বক্স তো আছেই।


More post about Trust bank  





   

    

Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown 10 July 2021 at 03:31

    আমি কি ট্রাষ্ট মানি এপ্স থেকে অন্য ব্যাংকের একাউন্ট নাম্বারে দুই লক্ষ বা তিন লক্ষ টাকা টাকা পাঠাতে পারব???? সেটা একটু জানাবেন প্লিজ

    • Admin
      Admin 15 July 2021 at 10:47

      হ্যাঁ,আপনি ট্রাস্টমানি থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।

Add Comment
comment url