বাংলাদেশের বাজারের জন্য ‘গ্যালাক্সি এম৫১’ আনলো স্যামসাং [ Bdnews24] Tunes71.com

বাংলাদেশের বাজারের জন্য ‘গ্যালাক্সি এম৫১’ আনলো স্যামসাং [ Bdnews24]

 বাংলাদেশের বাজারের জন্য নতুন স্মার্টফোন গ্যালাক্সি এম৫১ নিয়ে এসেছে স্যামসাং। সম্প্রতি হ্যান্ডসেটটির প্রি অর্ডার শুরু হয়েছে।

বাংলাদেশের বাজারের জন্য ‘গ্যালাক্সি এম৫১’ আনলো স্যামসাং [ Bdnews24]


স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০জি অক্টাকোর ডুয়াল ২.২ গিগাহার্টজ + হেক্সা ১.৮ গিগাহার্টজ প্রসেসর এবং অ্যাডরেনো ৬১৮ জিপিইউ।

এ ছাড়াও ডিভাইসটিতে রয়েছে আট গিগাবাইট র‌্যাম, সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ২৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন ফাস্ট চার্জার।

বাংলাদেশের বাজারের জন্য ‘গ্যালাক্সি এম৫১’ আনলো স্যামসাং [ Bdnews24]


গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে দেখা মিলবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের। স্মার্টফোনটির মূল ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড), পাঁচ মেগাপিক্সেল (ম্যাক্রো) এবং পাঁচ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। সামনের ক্যামেরা হিসেবে ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন (এফ২.২) ক্যামেরা।

বাংলাদেশের বাজারের জন্য ‘গ্যালাক্সি এম৫১’ আনলো স্যামসাং [ Bdnews24]


ডিভাইসটিতে আরও রয়েছে ১২৮ গিগাবাইট স্টোরেজ এবং ৫১২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। অন্যদিকে, পর্দা হিসেবে দেখা মিলবে ৬.৭ ইঞ্চি আকারের এফএইচডি+ (২৪০০ x ১০৮০) ও এসঅ্যামোলেড প্লাস ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের। এ ছাড়াও থাকছে স্টেরিও স্পিকারসহ ডলবি অ্যাটমস অডিও সিস্টেম।    

২ ডিসেম্বর বা স্টক থাকাকালীন অর্ডার করা যাবে ডিভাইসটি। গ্যালাক্সি এম৫১-এর দাম পড়বে ৩৫ হাজার নয়শ’ ৯৯ টাকা।


সূত্রঃ বিডিনিউজ২৪ 

Next Post Previous Post
1 Comments
  • Admin
    Admin 5 December 2020 at 11:03

    Addurl.nu

Add Comment
comment url