E‑Passport Account ।। মাত্র ৫ মিনিটে ই‑পাসপোর্ট একাউন্ট খুলুন [Part -2]
আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন। আজকের বিষয় : " E‑Passport Account ।। মাত্র ৫ মিনিটে ই‑পাসপোর্ট একাউন্ট খুলুন। "
- এই পোস্টের 1st part এখানে দেখুন - E-passport নিয়ে বিস্তারিত A-Z
So, Let's start now......
সবার প্রথমে E-passport ওয়েবসাইট এ যেতে হবে।
এখান থেকে "Apply online for e-passport /directly to online application" এ ক্লিক করুন।
যেহেতু আমরা বাংলাদেশ থেকে আবেদন করছি তাই Yes দিন,আপনার জেলা & থানা সিলেক্ট করুন(Present address) এবং Continue এ ক্লিক করুন।
এখন আপনার Email address দিয়ে " I'am not a robot" এ ক্লিক করে সঠিক ক্যাপচা সিলেক্ট করে নিচের মত ভেরিফাই করে Continue তে ক্লিক করুন।
এখন "Enter your account information "এখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে Continue এ ক্লিক করুন।
NOTE: সব তথ্য আপনার National ID card অনুযায়ী দিবেন।
এখন আপনার ইমেলে একটি মেল পাঠিয়ে দিবে..
উক্ত মেইল এ একটি লিংক থাকবে নিচের মত।
এখন লিংক এ ক্লিক করে আইডি Active করে নিন।
এখন " Sing In" এ ক্লিক করে লগিন করতে পারবেন।
Next part Coming soon→ E‑Passport online application । । কিভাবে ই-পাসপোর্ট এর জন্য আবেদন করবেন