E‑Passport online application । । কিভাবে ই-পাসপোর্ট এর জন্য আবেদন করবেন ? [Part -3/Last Part]
আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন। আজকের বিষয় : " E‑Passport online application । । কিভাবে ই-পাসপোর্ট এর জন্য আবেদন করবেন ? "
- এই পোস্টের 1st part এখানে দেখুন - E-passport নিয়ে বিস্তারিত A-Z.
- এই পোস্টের 2nd part এখানে দেখুন - E‑Passport Account ।। মাত্র ৫ মিনিটে ই‑পাসপোর্ট একাউন্ট খুলুন [Part -2]
So, Let's start now......
আপনার E-passport আইডিতে গিয়ে " apply for a new passport" এ ক্লিক করুন।
আপনার তথ্য দিয়ে "save & continue " এ ক্লিক করুন।
"Previous passport " এ No, I don't have any previous passport /handwrite passport" দিন।
এখানে আপনার পিতামাতার পরিচয় লিখুন...."save & continue" দিন।
এখানে "Spouse information" দিন। আমি অবিবাহিত তাই সিজ্ঞেল দিলাম ও "save & continue " দিন।
তারপর " Emergency contact" ইনফরমেশন দিন, "save and continue" দিন।
এখন " passport option " থেকে আপনি কোন ধরনের Passport নিবেন মানে কত পেজের,কত বছর মেয়াদের ইত্যাদি দিন।
এখনে " delivery option" Regular & Express যেকোন একটি সিলেক্ট করুন। Regular বলতে ১৫ কর্মদিবস /২১ দিনের মধ্যে আর Express হলো ৭ কর্মদিবস / ১০ দিনের মধ্যে জরুরী বিতরণ।
থেকে কবে আপনি এই অনলাইন আপ্লিকেশন কপিটি জমা দিবেন সেটা দিয়ে দিন।
তারপর ডাওনলোড অপশন থেকে এই আপ্লিকেশন টি ডাওনলোড, প্রিন্ট করে আপনার সিডিউলে দেওয়া তারিখে আপনার নিকটস্থ passport office এ গিয়ে জমা দিলে Passport delivery type অনুযায়ী ০৭/২৫ দিনের মধ্যো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার Passport পেয়ে যাবে।
বিদ্রঃ Passport office এ এপ্লিকেশন টি জমা দেওয়ার সময় এপ্লিকেশন এ উল্লেখিত ডকুমেন্ট, ছবি & পেমেন্ট এর তথ্য সব কিছু নিয়ে যাবেন।
( কি কি নিতে হবে খুব সুন্দর ভাবে এপ্লিকেশনে লিখা আছে)
কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন।
hm