ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন ও ভুলে গেলে যেভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন।
আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন। আজকের বিষয় : " ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন ও ভুলে গেলে যেভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন।
So, Let's start now......
ফেসবুকে লগিন করা অবস্থায় ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে এই পদ্ধতি আপনার জন্য। উদারহন: আপনার বন্ধু আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড জেনে গেছে। এখন আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন। তবে আপনার বর্তমান ফেসবুকের পাসওয়ার্ড মনে আছে।
- ফেসবুকে লগিন থাকা অবস্থান ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে প্রথমে এই লিংকে যান।
তিনটি ফাকা ঘর পাবেন। তিনটি ঘর সঠিক ভাবে পূরন করতে হবে আপনাকে। প্রথম ঘরে আপনার ফেসবুক একাউন্টের বর্তমান পাসওয়ার্ড টি দিতে হবে। দ্বিতীয় ঘরে আপনার নতুন পাসওয়ার্ড টি দিন। ৩য় ঘরে নতুন পাসওয়ার্ড টি দিয়ে দিন। ২য় ও ৩য় ঘরে একই পাসওয়ার্ড দিতে হবে। অবশেষে Save changes লেখায় প্রেস করুন। সঠিকভাবে পূরন করতে পারলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।
ফেসবুকের পাসওয়ার্ড ভূলে গেলে পরিবর্তন করবেন যেভাবে।
ধরুন: কোনো কারনে আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন। এখন আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড টি পরিবর্তন করতে চাচ্ছেন।
- ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে প্রথমে এই লিংকে যান।
- একটি ফাকা ঘর দেখতে পারবেন, ফাকা ঘরে আপনার ফেসবুকে যে নাম্বার অথবা ইমেইল দিয়েছিলেন সেই নাম্বার অথবা ইমেইল দিয়ে সার্চ করুন।
- সার্চ করলে আপনার আইডি পেয়ে যাবেন। তারপর Continue লেখায় ক্লিক করুন।
- এবার নাম্বারে অথবা ইমেইল এ একটি মেসেজ যাবে। মেসেজ এ একটি কোড দেয়া হবে। কোডটি ফাকা ঘরে দিয়ে Continue তে প্রেস করুন।
- এবার আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড টি অবশ্যই ৬ সংখ্যার হতে হবে। সহজ পাসওয়ার্ড দেয়া যাবে না তাই একটি কঠিন পাসওয়ার্ড দিন। অবশেষে Continue তে ক্লিক করলেই আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।