[Hot] ইউটিউব ও ফেসবুক ভিডিওর এডস ব্লক করার উপায়।
ফেসবুক& ইউটিউব আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার করি ৷ ইউটিউবে যেকোন গান শোনার সময় আমরা ভিডিও আকারে এড পাই ৷ এটা প্রতিদিন হয় যেকোনো ধরনের ভিডিও দেখার সময় এরকম পাওয়া যায় ৷
তখন মনে হয় মোবাইলটা ছুড়ে ফেলে দেই ৷
ফেসবুক চালানোর সময় ওই রকম ভিডিও এড পাওয়া যায় ৷
তাহলে এগুলো হাত থেকে বাঁচার উপায় নাই ? অবশ্যই আছে আপনার যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য নিচের অ্যাপস গুলো অতি জরুরী ৷
নিচে থেকে যে কোন একটি অ্যাপস আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন ৷ এগুলো চালু করে রাখলেই আপনার ইউটিউব ও ফেসবুক ভিডিওর বিজ্ঞাপন অটোমেটিক ব্লক হয়ে যাবে ৷
গুগোলে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
- Adblock Plus (এটি আমার পছন্দের )
- Adblock
- Adblocker for chrome
- AdGuard
- uBlock Origin
🇺Youtube Add Remove:
আপনি যদি এন্ড্রয়েড ব্যবহারকারী হোন এবং ইউটিউব এপসটি কোনো বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করতে চান তাহলে ইন্সটল করুন, YouTube Vanced apk যেহেতু এটি গুগোলের ট্রামস & কন্ডিশন বিরোধী, তাই এটি আপনি প্লে স্টোরে পাবেন না। YouTube Vanced লিখে গুগোলে সার্চ করুন এবং ডাউনলোড করে ইন্সটল করুন।
- আরো পড়ুনঃ [YouTube Vanched - No Ads ] এখন থেকে ইউটিউবে ভিডিও দেখুন বিরক্তিকর Ads ছাড়া - premium version ।
Apps ইউটিউব প্রিমিয়ার ব্যবহার করতে পারেন ইউটিউব প্রিমিয়ার চালু করলে আপনাকে মাসিক অর্থ ইউটিউবকে দিতে হবে যার বিনিময়ে আপনি এডের ঝামেলা থেকে চিরতরে মুক্তি পাবেন ৷
Facebook Add Remove.
ফেসবুকের বিজ্ঞাপন রিমোভ করতে আপনার প্রোফাইল সেটিংস-এ যান তারপর Ads-এ যান
এরপর Ad Preferences অপশন থেকে যাবতীয় সকল কিছু Not Allowed করে দিন।
আশা করছি এইবার আপনি ইউটিউব ফেসবুকের ভিডিওতে এডস এর প্যারা থেকে মুক্তি পাবেন।