কিভাবে ব্রাউজারের লুকানো পাসওয়ার্ড দেখবেন, ডট বা স্টার দেখার বদলে?
আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন। আজকের বিষয় : " এই কুইক টেক পর্বে আমি দেখাবো, কিভাবে সহজেই ব্রাউজার থেকে ডট বা স্টার দেখার বদলে আপনি আসল পাসওয়ার্ডটি দেখতে পাবেন! "
তো চলুন, কুইক করে শুরু করা যাক…
ডেভেলপার অপশন ইউজ করে লুকানো পাসওয়ার্ড দেখা
যেকোনো তৃতীয়পক্ষ ইউটিলিটি ইউজ না করেই যদি ব্রাউজার থেকে পাসওয়ার্ড রিভিল করতে চান, সেক্ষেত্রে ব্রাউজারের বিল্ডইন ডেভেলপার অপশন কাজে লাগিয়ে এক ঝটকায় কাজ শেষ করতে পারেন। আপনার জাস্ট ওয়েব পেজের স্ক্রিপটে হালকা এডিট করতে হবে, আর পাসওয়ার্ড গুহা থেকে এমনি বেরিয়ে আসবে নিজের আসল রুপ নিয়ে।
তো যেখানে পাসওয়ার্ড ডট ডট হয়ে রয়েছে সেই ফিল্ডে সরাসরি রাইট ক্লিক করুন, তারপরে “Inspect” অপশনটি নির্বাচন করুন!
<input type="password."
এই লাইনটি খুঁজে বের করতে হবে, আর খুঁজে পেয়ে গেলে type="password"
এর উপরে ডাবল-ক্লিক করতে হবে, এবার এডিট করে “password” এর জায়গায় “text” লিখে রিপ্লেস করে দিতে হবে! এডিট করার পরে লাইনটি দেখতে এমন লাগবে; <input type="Text."
ব্যাস, আপনার কাজ শেষ, এবার ইন্সপেক্ট ডেভেলপার টুল কেটে দিলেও চলবে, ব্রাউজারে দেখতে পাবেন আপনার পাসওয়ার্ডটি আসল টেক্সটে ফেরত এসেছে। আপনি ইচ্ছা মতো কপি বা এডিট করতে পারবেন এই পাসওয়ার্ড, কিন্তু পেজটি রিলোড করলেই আবার আগের অবস্থানে ফেরত যাবে।
আর হ্যাঁ, এই কাজের জন্য কিছু তৃতীয়পক্ষ এক্সটেনশন ও রয়েছে, যেগুলো ব্রাউজারে ইন্সটল করে অন-দ্যা-গো কাজটি সেরে ফেলতে পারেন! যদি আপনার প্রায়ই এমন পাসওয়ার্ড শো করার দরকার পরে তাহলে এই এক্সটেনশন গুলো ইউজ করতে পারেন, আপনাকে কিছুই করতে হবে না জাস্ট দুই এক ক্লিকেই পাসওয়ার্ড বের হয়ে আসবে!
গুগল ক্রোমের জন্য ShowPassword এক্সটেনশনটি ইউজ করতে পারেন, জাস্ট পাসওয়ার্ড এর উপর দিয়ে মাউস নিয়ে গেলেই পাসওয়ার্ড দেখা যাবে! এই একই এক্সটনেশনটি ফায়ারফক্স ও আলাদা ক্রোমিয়াম নির্ভর ব্রাউজারে ও কাজ করবে!
লুকানো পাসওয়ার্ড কে টেনে আসলে রুপে বের করা সিকিউরিটি রিস্ক, তাই অবশ্যই এই কাজ করার পূর্বে আপনার আশেপাশে কেউ বাইনোকুলার নিয়ে বসে আছে কিনা চেক করে নেবেন! আর হ্যাঁ, আরেকটি কাজ বাকি আছে এখনো, উপকারে লাগলে পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন! ফিরছি আগামি পর্বে!