Google Find My Phone সার্ভিস ব্যবহার করে হারানো ফোনের অবস্থান যেভাবে খুঁজে বের করবেন । Tunes71.com

Google Find My Phone সার্ভিস ব্যবহার করে হারানো ফোনের অবস্থান যেভাবে খুঁজে বের করবেন ।

 

Google Find My Phone সার্ভিস ব্যবহার করে হারানো ফোনের অবস্থান যেভাবে খুঁজে বের করবেন ।
Find my phone  

সাধের ফোনখানা হারিয়ে যাবার ভয় কার না আছে! কিন্তু পাঠকরা জানেন কি, আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে খুঁজে বের করার অনেকগুলো সহজ উপায়ও রয়েছে? 

Google Find My Phone সার্ভিস ব্যবহার করে হারানো ফোনের অবস্থান যেভাবে খুঁজে বের করবেন ।
I Lost  my phone 😂  


অবহেলার কারণে হয়ত সেগুলো ঘেঁটে দেখার সুযোগ হয় না অনেকেরই। কিন্তু একটু সচেতন হলে হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া ফোনটিকেও ট্র্যাক করতে পারবেন নিজে নিজেই। এমনকি ফোনে থাকা নিজের ব্যক্তিগত ডাটা বেহাত হওয়ার হাত থেকেও পারবেন বাঁচাতে!

আমরা মূলত গুগলের সার্ভিস ব্যবহার করে ফোন ট্র্যাক করার পদ্ধতি সম্পর্কে জানবো। 


এজন্য অবশ্য কিছু শর্ত মানতে হবে, শর্তগুলোঃ

  • ফোন চালু থাকতে হবে।
  • গুগল একাউন্টে সাইন ইন করা থাকা লাগবে।
  • ওয়াইফাই অথবা মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করা থাকা লাগবে।
  • লোকেশন সার্ভিস চালু থাকা লাগবে ( Location জানার জন্য)।  
  • Find My Device চালু থাকা লাগবে।

গুগলের সার্ভিস ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের অবস্থান যেভাবে খুঁজে বের করবেনঃ-

বর্তমানে অধিকাংশ অ্যান্ড্রয়েড মোবাইলে Find My Device (যা আগে Android Device Manager নামে পরিচিত ছিল) ফিচারটি Built in হিসাবেই দেওয়া থাকে। এই সার্ভিস চালু করা থাকলে এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের অবস্থান ট্র্যাক করা থাকবে, যাতে কোনো কারণে আপনার ফোন হারিয়ে গেলে আপনি অন্য আরেকটি ডিভাইস থেকে আপনার গুগল একাউন্টে প্রবেশ করে ফোনের অবস্থান জানতে পারেন, চাইলে আপনার ফোনটিকে লক করে দিতে পারেন, এমনকি আপনার ফোনের সকল তথ্য মুছেও দিতে পারেন দূরে বসে থেকেই।কিন্তু এই সব কিছুই বৃথা হবে যদি আপনার ফোনে এই সার্ভিসটি চালু না করা থাকে। তাই প্রথমে আমাদেরকে এই সার্ভিস চালু করার পদ্ধতি সম্পর্কে জানা প্রয়োজন।

যেভাবে ফোনে Find My Device সার্ভিসটি চালু করবেন

নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে Find My Device সার্ভিসটি Settings এপ্লিকেশনে আগে থেকেই দেয়া থাকে। তবে আপনি যদি সেটা খুঁজে না পান তাহলেও চিন্তার কোনো কারণ নেই। Google Play Store থেকে আপনি যেকোনো সময় এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। এই সার্ভিসটি সক্রিয় করার জন্য যা করতে হবে:

১. ফোনের Settings এ প্রবেশ করুন।

২. Security অপশনে যান।

৩. Device Administration অপশনে প্রবেশ করুন।

৪. Find My Device নামে যে অপশনটি আছে সেটিতে টিক মার্ক করুন অর্থাৎ চালু করুন।


Google Find My Phone সার্ভিস ব্যবহার করে হারানো ফোনের অবস্থান যেভাবে খুঁজে বের করবেন ।

শুধুমাত্র এই অপশনটি সক্রিয় করে ফেললেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। একই সাথে ফোনের Location যাতে নিখুঁতভাবে ট্র্যাক করা যায় সেই ব্যবস্থাও তো করতে হবে! Location Accuracy এর জন্য যা করতে হবে:

১. পুনরায় Settings এ যান। সেখান থেকে Location অপশনে প্রবেশ করুন। উপরে ডানে দেখুন এটি চালু করা আছে কিনা। চালু না করা থাকলে সেটিকে সক্রিয় করুন।

২. এখন Mode অপশনে ক্লিক করে High Accuracy নির্বাচন করুন।

Google Find My Phone সার্ভিস ব্যবহার করে হারানো ফোনের অবস্থান যেভাবে খুঁজে বের করবেন ।

৩. পুনরায় Location এ ফিরে যান এবং Google Location History নামের যে অপশন আছে সেটিতে প্রবেশ করুন। Use Location History নামে একটি অপশন পাবেন, সেটিকে চালু করে নিন।

Google Find My Phone সার্ভিস ব্যবহার করে হারানো ফোনের অবস্থান যেভাবে খুঁজে বের করবেন ।

এসব ধাপ একে একে শেষ করলে আপনার ফোন তার অবস্থান জানানোর জন্য প্রস্তুত। তবে একটি ব্যাপার মাথায় রাখবেন, এই সার্ভিসটি কাজ করার জন্য আপনার ফোনের Wifi কিংবা ডাটা কানেকশন সক্রিয় থাকতে হবে।

Find My Device এবং ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে যেভাবে হারানো ফোন বের করবেন

১. যেকোনো ল্যাপটপ/স্মার্টফোনের ইন্টারনেট ব্রাউজার থেকে এই ঠিকানায় প্রবেশ করুন।

২. আপনার গুগল একাউন্ট অর্থাৎ জিমেইল একাউন্ট দিয়ে লগ ইন করুন।

৩. যদি আপনি একই গুগল একাউন্ট কয়েকটি ডিভাইসে ব্যবহার করে থাকেন তাহলে আপনি ডিভাইসগুলোর একটি তালিকা দেখতে পাবেন। সেই তালিকা থেকে আপনাকে নির্বাচন করতে হবে সেই ডিভাইসটিকে, যে ডিভাইসটির অবস্থান আপনি জানতে চান।

Google Find My Phone সার্ভিস ব্যবহার করে হারানো ফোনের অবস্থান যেভাবে খুঁজে বের করবেন ।


আপনি যখন একটি ডিভাইস নির্বাচন করবেন তখনই গুগল ম্যাসের মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনের অবস্থান দেখতে পাবেন। একইসাথে আপনি ৩টি ভিন্ন অপশন দেখতে পাবেন।

  • Play Sound : নামের অপশনটি বাছাই করলে আপনার ফোন একটানা ৫ মিনিট মিউজিক বাজিয়ে যাবে। এমনকি Silent Mode এ থাকাকালীন সময়েও এই অপশন কাজ করবে। আপনার চুরি হয়ে যাওয়া ফোন খুঁজতে অবশ্য এই অপশনের কোনো কাজ নেই। কিন্তু আপনার নিজের বাড়িতে যদি ফোন হারিয়ে যায় তাহলে সেটি খুঁজে বের করার জন্য এই সার্ভিসটি মোক্ষম।
  • Lock : অপশন নির্বাচন করে আপনি ফোনকে লক করে দিতে পারবেন এবং তার সাথে ফোনের ডিসপ্লেতে একটি মেসেজও রেখে দিতে পারবেন। যদি আপনার ফোনে আগে থেকে কোনো সিকিউরিটি লক না দেওয়া থাকে তাহলে এই সার্ভিসটি খুব কাজে দেয়।
  • Erase: অপশনটি বাছাই করলে আপনার ফোনটির সকল ডাটা মুছে যাবে; যাকে আমরা সাধারণত Format  বলে থাকি। তবে মনে রাখবেন, এই অপশনটি বাছাই করলে একইসাথে আপনার গুগল একাউন্টের সমস্ত তথ্যও ঐ ফোন থেকে মুছে যাবে। যার ফলে আপনি সেটিকে আর ট্র্যাকও করতে পারবেন না। তবে আপনার কোনো গোপনীয় ডাটা যদি সেই ফোনে থেকে থাকে তাহলে এই অপশন নির্বাচন করার কোনো বিকল্প নেই।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url