জেনে নিন Messenger Vanish Mode কি! Tunes71.com

জেনে নিন Messenger Vanish Mode কি!

 


এখন ইন্টারনেটের যুগে Facebook Messenger যেন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে গেছে।

প্রতিদিন আমরা বিভিন্ন প্রয়োজনে অথবা অপ্রয়োজনে বন্ধুদের সাথে আত্মীয়-স্বজনের সাথে কিংবা প্রেমিক – প্রেমিকার সাথে যোগাযোগ করার জন্য মেসেঞ্জার ব্যবহার করি।  যেটার যাত্রা শুরু হয়েছিল 9, August 2011. সময়ের সাথে সাথে মেসেঞ্জার ব্যবহারের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমন করেই এতে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার।  এখন পুরো পৃথিবী জুড়ে প্রাই 1.3 billion মেসেঞ্জার ইউজার রয়েছে। ম্যাসেঞ্জার এর নতুন আপডেট ভার্সনে (September 2020) যুক্ত হয়েছে Vanish Mode.  আজকে আমরা দেখবো মেসেঞ্জারে ভেনিস মোড কী এবং কিভাবে ব্যবহার করতে হয়।

Vanish Mode হল আরেকটা সিক্রেট কনভারসেশন যেটা আপনার এবং আপনার বন্ধুর পাঠানো মেসেজ ডিলিট করে দিবে অটোমেটিক। মানে হল আপনি যদি ভেনিস মুডে কোন মেসেজ পাঠান তাহলে যার কাছে পাঠাবেন সে মেসেজটা দেখার পর আপনার কনভারসেশন থেকে বের হবার সাথে সাথেই আপনার মেসেজগুলো Vanis হয়ে যাবে অর্থাৎ ডিলিট হয়ে যাবে।  একইভাবে আপনার বন্ধু যদি ভেনিস মুডে আপনার কাছে কোন মেসেজ পাঠায় তাহলে আপনি তার ম্যাসেজটা পড়ার পর তার কনভারসেশন থেকে যখন বের হবেন তার সাথে সাথেই তার মেসেজটা অথবা মেসেজগুলো ডিলিট হয়ে যাবে অর্থাৎ কনভারসেশন থেকে বের হবার সাথে সাথেই সকল কনভারসেশন মুছে যাবে। এতে করে আপনি যদি চান আপনার মেসেজ আপনার বন্ধুর কাছে হিস্টোরিতে না থাকুক তাহলে আপনারা ভ্যানিশ মোড ব্যবহার করে মেসেজ পাঠাতে পারবেন এবং আরো একটা মজার ব্যপার হলো ম্যাসেজ সিন হলেই কেবল ম্যাসেজ ডিলিট হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url