দেখে নিন আপনার গুগল একাউন্ট অন্য ডিভাইসে ব্যবহার হচ্ছে কিনা এবং সেটি লগ-আউট করার উপায়। Tunes71.com

দেখে নিন আপনার গুগল একাউন্ট অন্য ডিভাইসে ব্যবহার হচ্ছে কিনা এবং সেটি লগ-আউট করার উপায়।

 আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই? 

আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন।
আমরা প্রায় ৮০% লোক  জিমেল একাউন্ট ব্যবহার করি। অনেকে একাই ৫-৬ টা একাউন্ট  ব্যবহার করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই gmail একাউন্ট যদি অন্য কারো হাতে চলে যার তাহলে আপনার কি অবস্থা হবে !! 



  আজকের বিষয়  :  আপনার Gmail যেটা আপনার ফোনে Play Store, YouTube, chrome browser, এ login করা আছে সেটা অন্য কেউ ব্যবহার করছে কিনা আর কোন ফোনে ব্যবহার করছে এবং সেটি কিভাবে রিমুভ করবেন..?

So, Let's start now......  

কাজটি করার জন্য যেকোন একটা Bowser  নিলেই হবে তবে আমার পারসোনাল সাজেশন জানতে চাইলে বলবো " গুগল ক্রম" এর কথা।

তো প্রথমে আপনার সেই মেইল টা লগিন অবস্থায় এই লিংক এ যাবেন এবং  নিচের দিকে একটু ক্রল করলেই  "Your Devices " অপশন দেখতে পারবেন। 

 

দেখুন আমার এই একাউন্ট টি ৩ টি ডিভাইসে ব্যবহার  করা হচ্ছে।লিস্টের প্রথমে Current Device টি দেখাচ্ছে, চাইলে এখন একটা রেখে বাকি দুইটা ডিভাইস থেকে রিমুভ করে দিতে পারবেন। 

কিভাবে রিমুভ করবেন?

 " Manage Devices" এ ক্লিক করুন.. 





এখন আমি Samsung  Galaxy J5 prime ডিভাইজটি লগ আউট করবো তারজন্য More details এ ক্লিক করলে Sing-Out অপশন পেয়ে যাবেন।



এখন Sing-Out এ ক্লিক করে ডিভাইস টি লগ আউট করতে পারবেন। 



Sing -Out দেওয়ার পর Ok দিন।



এখন দেখুন ২ টা Devices আছে।



আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন,সুস্থ থাকুন,টিউন৭১ এর সাথেই থাকুন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url