কিভাবে ব্লগারে নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে হয় Tunes71.com

কিভাবে ব্লগারে নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে হয়

 আসসালামু অলাইকুম, কেমন আছেন সবাই?

আজ আমি দেখাবো কিভাবে অনলাইন নিউজ পোর্টাল সাইট বানাতে হয়।


ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম কাজ হচ্ছে সাইটের নাম ঠিক করা। আর এই নামে ডোমেইন খালি আছে কি না তা দেখা। একটি সুন্দর ডোমেইন নাম নির্বাচন করা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান পরিচিতি পাবে এই নামেই। যদি পেশাদারত্বের সঙ্গে সাইট তৈরি করতে চান, তবে অবশ্যই নতুন নাম নির্বাচন করতে হবে।


  • আপনার পণ্য, সেবা বা ব্যবসার সঙ্গে মেলে এমন ডোমেইন নাম পছন্দ করুন।

  • নাম যত ছোট নেওয়া যায়, তত ভালো। এতে আপনার সাইট যাঁরা দেখবেন, তাঁদের নামটা মনে রাখা সহজ হবে।

  • সাধারণত ডোমেইন নিবন্ধন করা যায় ৭০০ থেকে ৯৫০ টাকার মধ্যে। ডোমেইন এক বা দুই বছরের জন্য নিবন্ধন করা যায়। মেয়াদ শেষে নবায়ন (রিনিউ) করতে হয়। এই কাজটা করে দেওয়ার জন্য অনেক পেশাদার প্রতিষ্ঠান রয়েছে।

  • ডোমেইনের নিয়ন্ত্রণ (কন্ট্রোল প্যানেল)নিজের হাতে নেবেন। কন্ট্রোল প্যানেল দিতে পারবে না এমন সেবাদাতা বা প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন কেনা যাবে না। বিশ্বস্ত একটি ডোমেইন সরবরাহকারী হলো godaddy  ও Namecheap


  • আপনি যদি নতুন হয়ে থাকেন বশ্যই বাংলাদেশি প্রতিষ্ঠান/রিসেলার এর মাধ্যমে ডোমেইন কিনতে হবে। সমস্যা হলে যেন সহজেই যোগাযোগ করা যায়।

  • আপনি যে নাম বা ডোমেইন ঠিক করলেন, সেটা ইন্টারনেটে খালি আছে কি না, তা উক্ত সাইট দুটি থেকে দেখে নিতে পারেন।

অনেক বকবক করলাম চলুন আজকের মূল বিষয় শুরু করা যাক। 


নোটঃকাজ গুলো Google Chrome দিয়ে করলে ভালো হবে  । 

  • প্রথমে আপনার  Email & Password দিয়ে Blogger.com এ Login করুন।।



  • বাম পাসের ডটগুলায় click  করে New Blog এ click করুন।


  • এখানে আপনার সাইটের নাম দিয়ে Next বাটন চাপুন।



  • এখানে সাইটের এড্রেস/ URL দিয়ে save দিন।



  • থ্রি ডট মেনুতে ক্লিক করুন।


  • তারপর Theme এ  click করুন


  • হলুদ বৃত্ত দিয়ে দেখানো যায়গা ক্লিক করুন।


  •  এখন   Restore এ ক্লিক  করুন। 


  • এরপর Upload এ ক্লিক করার পর আপনাকে ফোন থেকে সেই ডাওনলোড দেওয়া ফাইল টা আপলোড দিতে হবে।


  • দেখুন আমার ফোনে কিন্তু ওই থিমের ২ টা ফাইল ছিল, বাম পাসের টা txt & ডান পাসের টা zip ফাইল।

এখানে আপনাকে txt ফাইল অথবা xml ফাইল আপলোড দিতে হবে তাই যদি আপনার ডাওনলোডকৃত
ফাইল   zip থাকলে unzip করে আপলোড দিবেন।

আপলোড দেওয়ার পর নিচের মত একটু সময় নিবে 


  • দেখুন আপলোড নিচ্ছে,আপলোড শেষ হলে ব্যাক করে সাইটে গিয়ে দেখুন সাইট রেডি হয়ে গেছে।


  • সাইট দেখে হতাস হবেন না, এটি মূলত মোবাইল ভিউ চাইলে এটি বন্দ্ধ করে  শুধু ওয়েব ভিউ রাখতে পারবেন আমরা যেহেতু উপরে দেখানো web view এর উপর কাজ করবো তো চলুন ওয়েব ভিউ এ গিয়ে দেখি কেমন হয়েছে সাইট টি..

মোবাইল দিয়ে এমন দেখাবে

কিভাবে  ব্লগারে নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে হয়
কম্পিউটার থেকে দেখলে এমন দেখাবে



কিভাবে নিউজ সাইটে পোস্ট করবেন?

ওয়েবসাইট তো বানালেন এখন খবর কিভাবে পোস্ট করবেন?

এই নিয়ে বিস্তারিত জানতে নিচের পোস্ট টি পড়ুনঃ



কিভাবে  সাইট থেকে টাকা ইনকাম করবেন?

ওয়েবসাইট থেকে টাকা ইনকামের জন্য কতগুলো মাধ্যম রয়েছে যেমনঃ
  • গুগল এডসেন্স ( Google Adsense)
  • এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing)
  • Ad space sell
  • Sponsored 
  • Paid Review 
  • E-Book sell
  • Course sell
  • E-Commerce 
এগুলো ছাড়াও টাকা আয়ের আরো অনেক মাধ্যম রয়েছে।

বর্তমানে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স। এ মাধ্যমে গুগল আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাবে যার বিনিময়ে আপনি টাকা পাবেন।

এই টাকার পরিমান নির্ভর করে আপনার সাইটের CPC,CTR,RPM এর উপর,আপনি যদি CPC,CTR,RPM কি তা না জেনে থাকেন তবে নিচের পোস্ট টি পড়ুনঃ 

  • গুগল অ্যাডসেন্স এ CPC, Page RPM ও Page CTR কি?


আপনার সাইটে যত বেশি ভিজিটর আসবে, ইনকাম তত বাড়তে । তাই সাইটে  যত পারেন ভিজিটর আনুন।

চেস্টা করবেন ভালো CPC যুক্ত দেশ থেকে ভিজিটর নিতে কারণ বাংলা কন্টেন্টে CPC কম।তবে কিছু বুদ্ধি খাটিয়ে বাংলা কন্টেন্ট দিয়েও ভালো আয় করা যায়,এ সম্পর্কিত আমাদের নিচের পোস্ট টি পড়তে পারেনঃ

  • How to increase Bangladeshi Content's CPC or revenue ?

আশা করি  নিজেই  ওয়েবসাইট খুলে ইনকাম করতে পারবেন। 

এডসেন্স একাউন্ট খুলতে নিচের পোস্ট টি পড়ুনঃ 


Next Post Previous Post
4 Comments
  • Arman Hossain
    Arman Hossain 30 June 2021 at 06:37

    খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট

    • Admin
      Admin 18 September 2021 at 09:18

      ধন্যবাদ

  • Hm Monir Hossain
    Hm Monir Hossain 18 September 2021 at 06:35

    nice post

    • Admin
      Admin 18 September 2021 at 09:19

      সাথে থাকার জন্য ধন্যবাদ।

Add Comment
comment url