কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়? Tunes71.com

কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়?

 আসসালামু অলাইকুম,আজকে আলোচনা করব Bip app নিয়ে।বিপ অ্যাপস কি করে ব্যবহার করবেন এবং এর সুবিধা  নিয়ে।

কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়?

প্রথমে আসি কেন বিপ অ্যাপস এত জনপ্রিয়তা পাচ্ছে।তার কিছু কারণ রয়েছে  :-

  •  বিপ অ্যাপসে ইমুর মত এড আসে না।
  • বিপ অ্যাপস একটি মুসলিম দেশ তৈরি করেছে।
  • বিপ অ্যাপসে রয়েছে ১০৬ টি ভাষা।
  • bip অ্যাপসে রয়েছে অটোমেটিক ট্রান্সলেট।
  • বিপ অ্যাপসে রয়েছে হোয়াটসঅ্যাপ থেকে দীর্ঘ ভিডিও ফাইল সেন্ডিং সুবিধা।
  • এই অ্যাপস টি তে পাবেন ভয়েস রেকর্ড কিংবা ভিডিও স্কিপ করার সুবিধা।
  • এতে আরো পাবেন সিকিউরিটি পাসওয়ার্ড লক।
  • আরো রয়েছে এক সাথে HD আকারে দশজনের সাথে ভিডিও কলিং সুবিধা ।

অন্যান্য Vedio & Voice Calling apps এর তুলনায়  অনেক সুবিধা  রয়েছে,  এক কথায় বিপ অ্যাপসের মত এখন আর ভালো কোনো অ্যাপস নেই।

কিভাবে Bip app এ একাউন্ট খুলতে হয়?

কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়?


Bip apps টি ওপেন করে Get Bip'n এ ক্লিক করুন এবং কোন পারমিশন চাইলে সব allow করে দিবেন।

কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়?

এবার Continue এ ক্লিক করার পর নাম্বার চাইবে, যে নাম্বারে একাউন্ট open করবেন সেটি দিন।

কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়?

নাম্বার সঠিক থাকলে Yes চাপুন।

কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়?


আপনার নাম & ফটো দিয়ে Done চাপুন।তাহলে আপনার একটি একাউন্ট খোলা হয়ে গেল।

বিপ অ্যাপসে পাবেন অটোমেটিক ট্রান্সলেট যেকোন ভাষা। শুধুমাত্র আপনাকে সেটিং করে নিতে হবে। যেমন বাইরের কেউ আপনাকে মেসেজ করতেছি। ইংলিশ আরাবিক যেকোনো ভাষায়।

কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়?


সেই প্রোফাইল থেকে উপরের থ্রি ডট এ ক্লিক করবেন। 

বিপ অ্যাপসে পাবেন অটোমেটিক ট্রান্সলেট যেকোন ভাষা। শুধুমাত্র আপনাকে সেটিং করে নিতে হবে। যেমন বাইরের কেউ আপনাকে মেসেজ করতেছি। ইংলিশ আরাবিক যেকোনো ভাষায়।

Go to setting option. 

কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়?


Open chat setting. 

কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়?

Click Default Received Translation. 


Selecte your current Language as you Like.

 কিভাবে bip অ্যাপসটি পাসওয়ার্ডের মাধ্যমে সুরক্ষিত করতে হয়?

তারপর দেখবেন অটো ট্রান্সলেট একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে অন্য একটি পেইজ নিয়ে যাবে।  সেখানে দেখবেন ট্রান্সলেট অপশন রয়েছে।অপশন গুলো চালু করে দিবেন এবং আপনার পছন্দের ভাষা সিলেক্ট করবেন।  আপনি যদি

মূল হোমপেইজ থেকে নিচের দিকের ডান পাশে 3 ডট রয়েছে। সেখানে ক্লিক করে সেটিং এ ক্লিক করবেন।

কিভাবে Bip App এ একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড সেট করতে হয়?

তারপর প্রাইভেসি নামে একটি অপশন পাবেন।সেখানে ক্লিক করলেই Passcode & touch ID আসবে ওটায় ক্লিক করুন।


এখন পাসওয়ার্ড লেখা একটি অপশন পাবেন,৬ সংখ্যার একটি  পাসওয়ার্ড সেট করবেন চ।

পাসওয়ার্ড

চাইলে Fingerprints চালু করতে পারেন।

পাসওয়ার্ড

এখানে আপনার Fingerprints দিয়ে সেট করে নিন।

আপনি চাইলে আপনি ইচ্ছামত প্রোফাইল এডিট করতে পারেন। এইজন্য আপনার নামে ক্লিক করলেই এডিট অপশন পেয়ে যাবেন।

আজকের এই আর্টিকেলটি এজন্যই শেয়ার করা। বর্তমানে ইমুতে যে খারাপ ব্যবহার হচ্ছে। তা থেকে যারা বাঁচতে চান তারা এই bip অ্যাপটি ব্যবহার করবে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্যা চলতেছে, তো এখন বাঁচার একটি উপায় bip অ্যাপস।

Bip অ্যাপস আমাদের যেভাবে ইন্টারনেট খরচ সাশ্রয় করবে। অন্যদিকে আমাদের সময় অপচয় থেকে রক্ষা করবে। তাই নিজে ব্যবহার করুন অন্যকে শেয়ার করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url