আসসলামু-অলাইকুম,আমার ব্লগের আজকের বিষয়টি নির্ধারণ করেছি আপনি কিভাবে USA verified Google play point account খুলবেন এবং ফ্রি প্লে পয়েন্ট নিবেন।
Google play point কি কাজে ব্যাবহার করা যায়?
প্লে-স্টোরে বিভিন্ন এপ্লিকেশন ডাওনলোড এবং গেম খেলার মাধ্যমে আপনারা প্লে পয়েন্ট ইনকাম করতে পারবেন যা পরবর্তিতে ডলারে কনভার্ট করে নিতে পারবেন।
বিকাশে যেমন ব্যালেন্স থাকে,PayPal এ যেমন ডলার থাকে, ঠিক সেরকম গুগল প্লে (Google Play) স্টোরে ও ব্যালেন্স (ডলার) থাকে।প্লে ব্যালেন্স দিয়ে আপনি সবকিছু করতে পারেন।গেমের ডায়মন্ড টপ আপ-ভালো ও দামী দামী এপ্স ডাউনলোড করতে পারেন।এমনকি টাকাতে কনভার্ট করতে পারেন।
কিন্তু বাংলাদেশ থেকে আপনি এই সুবিধাটি পাবেন না কারন এটি বাংলাদেশে Available না।
এজন্য আপনাকে একটি USA Verified Google play account থাকতে হবে।
কিভাবে USA verified Google play account খুলতে হয়?
কাজ গুলো করার জন্য প্রয়জনীয় Apps দুটি ডাওনলোড করে নিন।
প্রথমেই নিচের মত করে Turbo VPN এ USA কানেক্ট করে নিন।
চিত্র দেখে সহজেই VPN কানেক্ট করতে পারবেন তাই বিস্তারিত বলার দরকার নেই।
এখন প্রথমেই আমাদের একটা USA Verified Gmail account খুলতে হবে তারজন্য Google play store ওপেন করুন।
উপরে দেখানো জায়গা ক্লিক করলে নিচের মত পেজ দেখতে পাবেন।
এখানে "Add another account "এ ক্লিক করার পর আপনাকে Gmail account খুলার জন্য নিচের মত পেজ আসবে।
এখানে Create Account থেকে For Myself সিলেক্ট করুন।
উপরে আপনার First Name & Last Name দিয়ে Next চাপুন।
নামটা USA এর দেওয়ার চেস্টা করবেন, Google এ USA Name List লিখে Search দিলে অনেক নাম পাবেন সেখান থেকে যেকোন একটা দিয়ে দিন।
এখানে জন্মতারিখ ও জেন্ডার সিলেক্ট করুন।
উপরে Gmail Address টাইপ করুন।
এখানে password দিয়ে Next বাটনে ক্লিক করুন।
এখানে নাম্বার টাইপ করে Next চাপুন।
দেখুন উক্ত নাম্বারে " Verification" কোড আসছে এবং অটো Verify On থাকায় Verify হয়ে গেল।
Next চাপুন ব্যাস হয়ে গেল USA Gmail Account.
এখন আমাদের Google opinion Reward app টি অপেন করতে হবে।
Google opinion Reward ওপেন করে সদ্য খোলা Gmail account টি সিলেক্ট করুন।
সব Terms & Service গুলো Accept করে দিন।
নিচের মত সদ্য খোলা Gamil টি সিলেক্ট করে Ok চাপুন।
Terms & Condition গুলা Accept করে নিন।
এবার Account SetUp Page এ First+Last Name, ZipCode 10080 এবং Country United States Select করে
Continue Press করুন।
পরের স্টেপ গুলোতে আপনার Age, Gender, Language Select করুন।
Turn on Location history তে No Thanks Click করুন।
এবার Opinion Rewards এর Full Page Load হলে Play Store এ Click করুন।
এখন Play Store এর 3dot menu Check করে দেখুন Play Points option Add হয়ে গিয়েছে।
কিভাবে USA verified চেক করবেন?
Google play store open করে থ্রি ডট মেনু থেকে
"Account " এ ক্লিক করুন।
তারপর নিচের দিকে একটু ক্রল করলেই USA Green verified দেখতে পাবেন।
কিভাবে ফ্রি Google play point নিবেন?
Google play store ওপেন করে থ্রি ডট মেনু থেকে Play point অপশন এ প্রবেশ করুন।
দেখুন এই app গুলো ডাওনলোড দিয়ে Point নিতে পারবেন।
এখান থেকে Game খেলে আরো বেশি পয়েন্ট
ফ্রিতেই নিতে পারবেন।
শেষ কথাঃ আপনার প্রশ্ন থাকতে পারে যে Old Gmail এ এই Process করলে হবে কী?? উওরে আমি বলব হবে, কিন্তু VPN Connect রাখতে হবে Always। যখনই VPN Disconnect করবেন তখন PlayPoints Vanish হয়ে যাবে। তাই New gmail এ এই processগুলা করবেন তখন VPN Disconnect করলেও Play Points থেকে যাবে।
আমি অত্যান্ত সহজভাবে বুঝানোর চেস্টা করেছি তারপরেও কারো কোন সমস্যা হলে কমেন্ট করবেন।