করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration.  Tunes71.com

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration. 

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration
করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration 

করোনাভাইরাস(COVID-19) কি?

নভেল করোনাভাইরাস (সিওভি) হলো করোনাভাইরাসের এক নতুন প্রজাতি।

নভেল করোনাভাইরাসের মাধ্যমে সৃষ্ট এই রোগটি প্রথম চীনের উহানে চিহ্নিত হয়েছিল। তখন থেকেই রোগটির নাম করা হয়েছিল করোনাভাইরাস রোগ ২০১৯ (কোভিড-১৯)। করোনা থেকে ‘কো’ , ভাইরাস থেকে ‘ভি’, এবং ‘ডিজিজ’ বা ‘রোগ’ থেকে ‘ডি’ নিয়ে এর সংক্ষিপ্ত নামকরণ করা হয়। আগে, এই রোগকে ‘২০১৯ নভেল করোনাভাইরাস’ বা ‘২০১৯-এনসিওভি’ বলা হতো।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

কোভিড-১৯ হলো একটি নতুন ভাইরাস যা অতীতের সার্স ভাইরাস এবং কয়েক ধরনের সাধারণ সর্দি-জ্বর জাতীয় ভাইরাসের পরিবারভুক্ত।

তথ্য সূত্রঃ ইউনিসেফ-বাংলাদেশ

কোভিড-১৯ ভাইরাস কীভাবে ছড়ায়?

সংক্রমিত ব্যক্তির শ্বাসতন্ত্রের ফোঁটার (কাশি এবং হাঁচির মাধ্যমে তৈরী) সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে এবং এই ভাইরাস দ্বারা দূষিত অংশ স্পর্শ করার মাধ্যমে এটি সংক্রমিত হয়।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

কোভিড-১৯ ভাইরাস বেশ কয়েক ঘন্টা ভূপৃষ্ঠে বেঁচে থাকতে পারে, তবে সাধারণ জীবাণুনাশক এটিকে মেরে ফেলতে সক্ষম।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণঃ

  • জ্বর
  • অবসাদ
  • শুষ্ক কাশি
  • বমি হওয়া
  • শ্বাসকষ্ট
  • গলা ব্যাথা
  • অঙ্গ বিকল হওয়া
  • মাথা ব্যাথা
  • পেটের সমস্যা
  • মুখ ও নাকের স্বাধ হারিয়ে যাওয়া
  • পায়ের পাতায় র্যাস হওয়া
  • কিছু রোগীর ক্ষেত্রে উপরোক্ত সকল উপসর্গ দেখা গেলেও জ্বর থাকেনা।


করোনাভাইরাসের প্রাদুর্ভাব (২০১৯-২০২০)

২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের একটি প্রজাতির সংক্রামণ দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে ‘২০১৯-এনসিওভি’ নামকরণ করে। ২০২০ সালের ১৪ই মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের ২১৩টিরও বেশি দেশ ও অধীনস্থ অঞ্চলে ৪৪ লাখ ৮০ হাজার-এরও বেশি ব্যক্তি করোনাভাইরাস রোগ ২০১৯-এ আক্রান্ত হয়েছেন বলে সংবাদ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। বর্তমানে ৩ লাখের বেশী ব্যক্তির মৃত্যু ঘটেছে এবং ১৬ লাখ ৮৪ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছে।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

উহানে দেখা দেওয়া ভাইরাস প্রজাতিটি ‘এসএআরএস-সিওভি’ প্রজাতির সাথে ~৭০% জিনগত মিল পাওয়া যায়। অনেকেই অনুমান করছেন নতুন এ প্রজাতিটি সাপ অথবা বাদুড় থেকে এসেছে যদিও অনেক গবেষক এ মতের বিরোধীতা করেন।

তথ্য সূত্রঃইউকিপিডিয়া


27-01-2021 (বুধবার) থেকে বাংলাদেশে কর্মসূচির উদ্বোধন হয়। আগামি ৭ ফেব্রুয়ারি থেকে ৬৪ জেলায় ব্যাপকভিত্তিক টিকাদান শুরু হবে। করোনার টিকাদান কত দিন চলবে, তা এখন নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। ৩ টি ধাপে টিকা প্রদান করা হবে।

তো জেনে নিয়া যাক কে পাচ্ছে কোন ধাপে টিকা?

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration


তাহলে ভ্যাক্সিন নিবো কিভাবে?

ভ্যাক্সিন নেওয়ার পদ্ধতি একটু জটিল তবে আমি একটু সহজ করে নিচে পয়েন্ট আকারে বুুুঝানোর চেস্টা করছিঃ

  • প্রথমে আপনাকে NID কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে Registration করতে হবে।
  • তারপর আপনাকে একটা টিকা/ভ্যাক্সিন কার্ড দেওয়া হবে। এটি অনেকটা প্রবেশ পত্রের মতো। এটি প্রিন্ট করে রাখতে হবে।
  • ভ্যাক্সিন গ্রহণের তারিখ এবং স্থান আপনাকে মেসেজ করে দেওয়া হবে এবং এটি আপনার বাসার আশেপাশে কোথাও হবে।
  • ভ্যাক্সিন গ্রহণের সময় সাথে করে টিকা/ভ্যাক্সিন কার্ড এবং  NID কার্ড নিয়ে যেতে হবে।
  • প্রথম ডোজ দেওয়ার নির্দিষ্ট দিন পর পরবর্তী ডোজের জন্য ডাকা হবে।
  • ২টা ডোজ নেওয়ার পর আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।

 

এই কথাগুলো নিচের Flow Chart এ সংক্ষেপে দেখানো হলো :-

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

যেভাবে নিবন্ধন করবেন?

 

১) প্রথমে Surokkha Official website  ভিজিট করুন।


করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

২) তারপর আপনার “পরিচয় যাচাই” ধরণ সিলেক্ট করুন। সাধারণ মানুষ হলে “নাগরিক নিবন্ধন” সিলেক্ট করুন। আর স্বাস্থ্য কর্মী, ব্যাংক কর্মকর্তা, খেলোয়াড় ইত্যাদি হলে তাদের জন্য অন্য অপশন রয়েছে।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

৩) এরপর জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্মতারিখ (জাতীয় পত্র অনুযায়ী) প্রদান করুন। এবং Captcha টা পূরণ করে “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

৪) এরপর আপনি স্ক্রিনে আপনার নাম দেখতে পাবেন। এখন আপনাকে নিজের মোবাইল নাম্বার দেওয়া লাগবে। এই নাম্বারে আপনাকে মেসেজ পাঠানো হবে।


করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

৫) আপনার যদি অন্য কোনো রোগ থাকে তাহলে তা সিলেক্ট করুন (জটিল রোগে আক্রান্তদের টিকা দেওয়া হবে না)তাই জেনে বুঝে এটি পূূূরন করবেন।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration 
৬) আপনার পেশা সিলেক্ট করুন। এবং আপনার পেশা Covid-19 এর সাথে যুক্ত কিনা তাও সিলেক্ট করুন (যুক্তদের তাড়াতাড়ি টিকা দেওয়া হবে)

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

৭) এবার আপনার ঠিকানা সঠিকভাবে পূরণ করুন।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

৮) টিকা গ্রহণের কেন্দ্র সিলেক্ট করুন (প্রত্যেক উপজেলায় আলাদা আলাদা কেন্দ্র রয়েছে)
করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

৯) সবশেষে “
সংরক্ষণ করুন” বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করুন।
করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration


কিভাবে জানবেন আপনার নিবন্ধন হয়েছে কিনা?

এর জন্য Surokkha - vaccine-status ভিজিট করুন। তারপর NID নাম্বার, জন্মতারিখ দিন।  তারপর “যাচাই করুন” এ ক্লিক করুন।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

তারপর আপনার মোবাইল নাম্বারে (৪ নং ধাপ) একটি OTP আসবে তা এখানে দিয়ে “স্ট্যাটাস যাচাই” তে ক্লিক করুন।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

যদি সবকিছু ঠিক থাকে তাহলে অভিনন্দন নামে একটা মেসেজ দেখবেন।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

কিভাবে টিকা কার্ড সংগ্রহ করবো ?

১.এর জন্য Surokkha -vaccine-card  ভিজিট করুন। তারপর NID নাম্বার, জন্মতারিখ দিন। তারপর “যাচাই করুন” এ ক্লিক করুন।

করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration

২.তারপর আপনার মোবাইল নাম্বারে (৪ নং ধাপ) একটি OTP আসবে তা এখানে দিয়ে “ডাউনলোড” এ ক্লিক করুন।


করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration


এই কার্ডটি দোকানে নিয়ে প্রিন্ট করে নিবেন এবং টিকা গ্রহণের দিন সাথে করে নিয়ে যাবেন।

 

কখন কোথায় টিকা দেওয়া হবে?

এটা আপনাকে মেসেজ করে বলে দেওয়া হবে তাই চিন্তা নেই। ভ্যাক্সিন গ্রহণের তারিখ এবং স্থান আপনাকে মেসেজ করে দেওয়া হবে এবং এটি আপনার বাসার আশেপাশে কোথাও হবে। ভ্যাক্সিন গ্রহণের সময় সাথে করে টিকা/ভ্যাক্সিন কার্ড এবং  NID কার্ড নিয়ে যেতে হবে।


করোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration


ভ্যাক্সিন সনদ কোথায় পাবো?

 
যারা যারা ভ্যাক্সিন নিবে তাদের সবাইকে Certificate প্রদান করা হবে  যা প্রমাণ করবে আপনার মাস্ক না পড়লেও চলবে।

সনদটি পাবেন এই লিংকে www.surokkha.gov.bd/certificate

 

দাম কতো করোনা ভ্যাক্সিনের ?

 দাম সম্পর্কে সঠিক কোন তথ্য জানাা যায়নি, এটা সরকারি জিনিস তাই দাম নিয়ে বলাটাও ঠিক হবেনা।

 

ভ্যাক্সিন নিলে কি বেঁচে যাবো?

 সেটা বলা সম্ভব না। এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আর মজার কথা হচ্ছে বর্তামানে ৫৫ বছরের নিচের কাউকে টিকা দেওয়া হবে না

 

আর যার টিকা তার NID দিয়ে রেজিষ্ট্রেশন করা লাগবে এবং নিজে এসে টিকা লাগাতে হবে। দাদা-দাদীর নামে টিকা নিয়ে নিজে লাগাতে পারবেন না।

 

ভ্যাক্সিনের কি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে ?

 
থাকার সম্ভাবনা রয়েছে তবে মাত্র টিকা দেওয়া শুরু হয়েছে তাই বলা সম্ভব ন পরে হয়তো জানা যাবে এই বিষয়ে।

 

তো এই ছোট্টো প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনি পেয়ে যাবেন মহান করোনা ভ্যাক্সিন। সবাই ইচ্ছেমতো ভ্যাক্সিন নিতে থাকুন। 

 

করোনাভাইরাসকরোনাভাইরাস(COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration COVID-19) কি ? ঘরে বসে যেভাবে নিবেন Corona Vaccine || Surokkha app registration


ভালো থাকুন,সুস্থ থাকুন, সাস্থবিধি মেনে চলুন, মাস্ক ব্যাবহার করুন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url