জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ | Tunes71.com

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ |

 আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট admissions.nu.edu.bd প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি  বিজ্ঞপ্তি ২০২০-২০২১ |
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি  বিজ্ঞপ্তি ২০২০-২০২১ | 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ করে থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ-৩ এবং এইচএসসিতে জিপিএ-২.৫০ লাগবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতাঃ

এসএসসিমানবিক শাখাকমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।
এইচএসসি মানবিক শাখাকমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।

এসএসসিব্যবসা ও বিজ্ঞান শাখায়কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।
এইচএসসিব্যবসা ও বিজ্ঞান শাখায়কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।

এসএসসিশুধুমাত্র ২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এইচএসসি শুধুমাত্র ২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতাঃ

► শিক্ষার্থী যে কোন শিক্ষা বোর্ড এর  মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ করে থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ-৩ এবং এইচএসসিতে জিপিএ-২.৫০ লাগবে।
► অন্যান্য শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে SSC ও HSC সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রাথীরা উপরোক্ত শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের HSC সমমান কোর্সসমূহ থেকে
i) এইচ.এস.সি. (ভোকেশনাল) 
ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট)
iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।
► ২০১৭/২০১৮ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০৪ (চার) টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৯/২০২০ সালের A- Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে তবে প্রার্থীদের ভর্তি নির্দেশিকার অন্যান্য সকল শর্ত পূরণ করতে হবে। এ সকল প্রার্থীদের ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করতে হবে।

► বিদেশী সার্টিফিকেটধারী প্রার্থীদের ক্ষেত্রেও বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবে। বিদেশী সার্টিফিকেটধারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ভর্তি নির্দেশিকার সকল শর্ত পূরণ করতে হবে। এ সকল প্রার্থীদেরকে ডীন, স্নাতকপূর্ব  শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করতে হবে।

► আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর মানবিক শাখার আবেদন ফরম পূরণ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন শুরুর তারিখঃ 

এবছর করোনা ভাইরাস ভাইরাসের কারনে এইচএসসি পরীক্ষা আর রেজাল্ট  দিলো ৩০ জানুয়ারি । আমরা আশা করছি ফেব্রুআরি এর শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু হতে পারে। বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। 

জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন ফিঃ 

আবেদন ফি২৫০ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স বা সম্মান আসন সংখ্যাঃ

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স সিট সংখ্যা
৪ লাখ ৩৬ হাজার ১৩৫ টি
সূত্রঃ প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতিঃ

ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেওে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে

i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%  
ii) প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%
iii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি  ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত জরুরী লিংকসমূহঃ

➡অনলাইনে আবেদনের ওয়েবসাইট এর ঠিকানাঃ

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সমূহের তালিকাঃ

জাতীয় বিশ্ববিদ্যালয় Admission Guidelines:


আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হলে শিক্ষার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিঃদ্রঃ আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। ১ বারের বেশি Cancel করা যাবেনা। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না।
ভর্তি ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ
আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

উল্লেখ্য, প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না। কলেজে আবেদন পত্র  জমা দেয়ার পরে প্রার্থী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফলঃ মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে। ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে। যেমনঃ
  • ১ম মেধাতালিকা।
  • ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন।
  • কোটা ও ও মাইগ্রেসন এর মেধাতালিকা।
  • রিলিজ স্লিপ এর আবেদন
  •  এবং রিলিজ স্লিপ এর মেধাতালিকা।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফল এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে লিখতে হবেঃ


NU<space>ATHN<space>Roll No
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর।

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির ফলাফল জানার পদ্ধতিঃ


অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল জানতে নিচের লিংকে গিয়ে ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন…


রোল ও পিন নম্বর ভুলে গেলে এই লিঙ্ক থেকে পুনরুদ্ধার করে নিন।

ভর্তি পরিক্ষার আবেদন ফরমে শিক্ষার্থীর কোন তথ্য অসত্য, ভুল বা অসম্পুর্ণ বলে প্রমানিত হলে তার আবেদন ফরম/চুড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।এই ভর্তি কার্যক্রমের যে ধারা/নিয়মাবলীর সংশোধন, সংযোজন, পরিবর্তন বা বাতিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।একই শিক্ষাবর্ষের কোনপ্রার্থী দ্বৈত ভর্তি হলে তা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

NU Official Website Address List:

Jatiyo Bishwa Biddalay Bangladesh.
NU website Link: www.nu.ac.bd

NU Official Results website link:
www.nu.ac.bd/results/

NU BD All Admission website Link:
www.app1.nu.edu.bd

important phone numbers and Email of National University Bangladesh :

NU Contact Number List Given Below,

Vice-Chancellor
vc@nu.edu.bd 02-9291011

Pro-Vice-Chancellor (Admin)
pro-vc-admin@nu.edu.bd 02-9291012

Pro-Vice-Chancellor (Academic)
pro-vc-academic@nu.edu.bd 02- 9291013

Treasurer
treasurer@nu.edu.bd 02- 9291014

Dean (School of Under Graduate Studies)
dean-ugse@nu.edu.bd 02- 9291068

Dean (Centre for Post-Graduate Studies, Training & Research)
dean-pgse@nu.edu.bd 02- 9291074

Dean (Centre for Curriculum Development & Evaluation)
dean-cur@nu.edu.bd 02- 9291076

Registrar
registrar@nu.edu.bd 02- 9291016

Director (Public Relations, Information & Counseling)
pr@nu.edu.bd 02- 9291036

Inspector of Colleges
inspector@nu.edu.bd 02- 9291028

Director (Center for Curriculum Development & Evaluation) 0177 778 9040
Librarian
librarian@nu.edu.bd 0177 778 9041

Controller of Examinations
controller@nu.edu.bd 02- 9291017
Secretary, Vice-Chancellor Office
02 9291053

Director (Finance & Accounts)
0177 778 9043

Director (Planning & Development)
02-9291069

Director, ICT Department
director.ict.nu@gmail.com 02-9291071

Director (Physical Education)
02-9291054
Director(cc) RCMD director.rcmd.nu@gmail.com 02-9291015

Deputy Chief Medical Officer
0177 778 9044
Proctor 9291033

Deputy Registrar (Law) 0177 778 9046

Deputy Registrar (Admin) 02-9291026

Deputy Director (Information & Counseling Cell) icc@nu.edu.bd
icc.nubd@gmail.com 0177 778 9049

Personal Secretary (Vice-Chancellor) 0177 778 9050

Deputy Registrar (Engineering & Transport) 02-92910

Information and Counseling Cell
Room No-101, Academic Building


Telephone: +880 2 9291059, Fax: +880 2 9291050
Cellphone: 0177 778 9049
E-mail: icc@nu.edu.bd, icc.nubd@gmail.com




Next Post Previous Post
1 Comments
  • Administrative
    Administrative 14 July 2021 at 09:19

    This comment has been removed by a blog administrator.

Add Comment
comment url