গুগল নিয়ে মজার ৪ টি ট্রিকস! Tunes71.com

গুগল নিয়ে মজার ৪ টি ট্রিকস!

গুগল নিয়ে মজার ৪ টি ট্রিকস!

বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং সমৃদ্ধ সার্চ ইঞ্জিনের নাম যদি কাউকে জিজ্ঞেস করা হয় তবে নিঃসন্দেহে তার উত্তর হবে গুগল। কোনো তথ্য বা কোনো প্রশ্নের উত্তর দরকার? চিন্তা কি গুগলে সার্চ করলেই তো হয়। কিন্তু সার্চ করা তো মামুলি জিনিস। গুগলের বেশ কিছু মজার ট্রিক আছে যার সাহায্যে চাইলেই নিজের বন্ধু বা অন্যদের চমকে দেয়া যায়। গুগলের “Do a barrel roll” ট্রিকটি বহুল জনপ্রিয়। কিন্তু এর চেয়েও আরো মজার মজার ট্রিক আছে যা আপনার হোমপেজকে আমুল পালটে দিতে পারে। আজ তারই কিছু শেয়ার করছি। সবগুলি লিখলে লেখা বেশি বড় হয়ে যেতে পারে। তাই এই সম্পর্কিত একটি ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দেয়া হবে।

১. Google in space

গুগল নিয়ে মজার ৪ টি ট্রিকস!


গুগলে যেয়ে যদি আপনি লিখেন “Google in space” এবং ” I am feeling lucky” বাটনে প্রেস করেন তাহলে আপনার সাথে ঘটবে অবাক করার মত ঘটনা। গুগলের হোম পেজটি হয়ে যাবে মধ্যাকর্ষণ শুন্য! হোমপেজে থাকা বিভিন্ন অপশন গুলি ভাসতে থাকবে বিভিন্ন স্থানে। মহাকাশ চারীরা যেমন মহাকাশে ভাসতে থাকে আপনার হোমপেজের অপশন গুলিও তেমনি স্ক্রিনে ভাসতে থাকবে।!


২. Googoth

গুগল নিয়ে মজার ৪ টি ট্রিকস!


এই ট্রিকটি অনেকের কাছেই সম্পূর্ণ অপিরিচিত। কিন্তু অন্যান্য ট্রিকগুলির মতো এটিও অনেক মজার। ২০ শতকের শেষ দিকে ইংল্যান্ডের সংগীত জগতে নতুন একটি জনরার আবির্ভাব ঘটে ।এর নাম ছিলো Goth music এটি মূলত রক মিউজিকেরই একটি প্রকার। অন্ধকার, রহস্যময়, অলৌকিক বিষয় গুলোই Goth এর অংশ। তাদেরকে উৎসর্গ করে গুগল তৈরি করে Googoth। গুগলে “Googoth” লিখে সার্চ করার পর ” I am feeling lucky” বাটনে প্রেস করলে আপনার হোমপেজটি হয়ে উঠবে ভৌতিক। সেই সার্চ ইঞ্জিনটিকে আপনি চাইলে সাধারণ সার্চ ইঞ্জিনের মতো ব্যবহার করতে পারবেন।


গুগল নিয়ে মজার ৪ টি ট্রিকস!


এই ট্রিকটি আসলে সবচেয়ে মজার। আপনি গুগলে সার্চ এ গিয়ে যদি লিখেন Epic google এবং I am feeling lucky তে প্রেস করেন তবে আপনার হোমপেজটি ধীরে ধীরে বড় হতে থাকবে। এই সহজ ট্রিকটির সাহায্যে আপনি চাইলেই আপনা বন্ধু বান্ধবদের চমকে দিতে পারেন।


গুগল নিয়ে মজার ৪ টি ট্রিকস!

গুগলে গিয়ে লিখুন Google underwater এবং প্রেস করুন I am feeling lucky. টুপ করে আপনি অর্থাৎ আপনার হোম্পেজটি তলিয়ে যাবে পানির তলায়। সেখানে ঘুরা ফেরা করবে হরেক প্রজাতির মাছ। পানির তলা থেকেও চাইলে আপনি সার্চ করতে পারবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url