লকডাউনে সময় বাড়ির বাহিরে বের হওয়ার জন্য যেভাবে পাবেন পুলিশের ‘মুভমেন্ট পাস’।
Movement Pass |
করোনা সংক্রমণ রোধে (১৪) বুধবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
এই সময় চলাচল নিয়ন্ত্রণে রাস্তায় টহল দেবে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে কাউকে রাস্তায় নামতে দেবে না পুলিশ।
বিশেষ বা জরুরি প্রয়োজনের কিছু বিষয় এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। এসব বিষয়ও যাচাই করবে টহলরত পুলিশ। এই সময়ে চলাচলের জন্য পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। ‘মুভমেন্ট পাস’ ছাড়া বাড়ির বাহিরে বের হতে পারবেন না।
লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি বিষয়ে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ।
যেমনঃ
মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি ক্যাটাগরিতে দেওয়া হবে এই ‘মুভমেন্ট পাস’।
চেকপোস্টে পুলিশ ধরলে মুভমেন্ট পাস দেখালে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আবেদনকারীর তথ্য ও যাত্রার কারণ নিশ্চিত করে ছেড়ে দিবে!
প্রতিটি পাস একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ যাওয়া-আসার জন্য আলাদা আলাদা পাস সংগ্রহ করতে হবে।
তো দেখে নিয়া যাক মুভমেন্ট পাস নিতে কি কি লাগবেঃ
১) ব্যক্তির নাম।
২) মোবাইল ফোন নম্বর।
৩) জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স।
৪) যে স্থানে যাচ্ছেন সে জায়গার নাম।
৫) যেখান থেকে যাবেন সেই স্থানের নাম।
৬) আপনার যাত্রার কারণ।
মুভমেন্ট পাস কি ভাবে নিবেন?
প্রথমে Movement Pass - Police এখানে ক্লিক করুন।
Apply For Movement Pass এ ক্লিক করুন।
উক্ত বক্স এ ফোন নাম্বার দিয়ে "I'am Not a Robot" এ টিক দিন।
এখানে আপনি একটি রোবট নয় সেটি নিশ্চিত করুন।
কিভাবে ভেরিফাই করবেন?
উপরে যে লেখাটি থাকবে সেই ফটোগুলোতে টিক দিতে হবে,উপরে যেহেতু "A Fire Hydrant" লিখা আছে তাই চিত্রে দেখানো ৩ টি Fire Hydrant এ টিক দিলাম এবং Verify এ ক্লিক করুন।এখানে A Fire Hydrant এর জায়গা অন্যকিছুও থাকতে পারে। যেমনঃনিচে " Parking Meters" লেখা ছিল তাই ৩ টি Meters সিলেক্ট করেছি।
"I'm Not a Robot" ভেরিফাই করার পর নিচের মত সাবমিট এ ক্লিক করুন।
সাবমিট করার পর নিচের মত আসবে...
এখানে দুটি বক্স এই আপনার জন্ম তারিখ দিতে হবে।
Example: ধরুন আমার জন্ম তারিখ পহেলা জুন ২০০১। তাহলে বক্স এ লিখবেন 01062001, যদি ২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি হয় তাহলে লিখবেন 23022012 তারপর নিচে সাবমিট করুন।
সাবমিট করার পর উপরের র্ফমটি পূরন করুন।
Example :
1- আপনার অবস্থানকৃত জায়গার নাম।
২- আপনার অবস্থানকৃত থানার নাম।
৩- আপনার গন্তব্য স্থান।
৪- যেখানে যাবেন সেই থানার নাম।
৫ -আপনার নাম।
৬- আপনি পূরুষ না মহিলা সেটি টিক দিন।
৭-আপনার বয়স।
৮-আপনার উক্ত যায়গায় যাওয়ার কারন।
৯- পাস ব্যাবহারের তারিখ & সময়।
১০ - মাসের মেয়ার শেষ হওয়ার তারিখ & সময়।
১১- আপনার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর মধ্যো যেকোন একটি সিলেক্ট করুন।
১২- আপনার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর নাম্বার টি প্রদান করুন।
১৩-আপনি কি সাথে গাড়ি নিয়ে বের হবেন? তাহলে টিক দিন।
১৪- আপনার ফটো আপলোড দিন।
১৫- সব ডকুমেন্ট জমা দিন।
জমা দেওয়ার পর নিচের মত আসবে।
এখন ডাওনলোড করে প্রিন্ট করে নিন।
- Movement Pass এ যে QR কোড টি আছে সেটি দেখার জন্য এই পোস্ট টি পড়ুনঃকিউআর কোড , কোডবার কোড কি? | QR Code, Bar Code |এটি কীভাবে কাজ করে?
ভালো থাকুন,সুস্থ থাকুন, অযথা বাহিয়া যাওয়া থেকে বিরত থাকুন।