কিভাবে ওয়েবসাইটে করোনা ভাইরাসের আপডেট দেখাবো? [Covid-19 Update ]
আজকে দেখাবো কিভাবে আপনার নিজের ওয়েবসাইটে করোনা ভাইরাসের আপডেট যোগ করবেন।
যাতে করে ভিজিটরগন আপনার সাইটে Covid-19 আপডেট দেখার জন্য এসে আপনার সাইটের অনান্য লেখাগুলো ও পড়বে। এতে আপনার ভিউ বাড়বে।
তার আগে বলে রাখি আমি আপনাদের মাঝে ফ্রি ভার্সন সেয়ার করতে যাচ্ছি আর ফ্রি জিনিসের কিছু সীমাবদ্ধতা থাকে যেমনঃ প্রথমত যে Widget টি যুক্ত করবেন তার নিচে লেখা থাকবে Free Coronavirus status widget.
২য় হচ্ছে, ১০০০ ভিউ পর্যন্ত ফ্রিতে আপডেট দেখাতে পারবেন এর বেশি হলে টাকা দিয়ে প্যাক কিনতে হবে তবে এটি আমি পুরাপুরি সিউর না। [কেও জানলে বলবেন আপডেট করে দিব]
ওয়েবসাইট বা ব্লগে ভিজিটর বাড়ানোর ১০ টি কার্যকরী উপায়।alert-success
কিভাবে ওয়েবসাইটের জন্য Coronavirus status widget বানাবেন?
প্রথমেই Elfsight/link/button থেকে একটা একাউন্ট খুলে নিবেন নিচের মত করে।
এখানে Email & Password দিয়ে Sing up করবেন।
আপনার মেইল চেক করলে নিচের মত একটা মেইল পাবেন, এখানে Confirm Email এ ক্লিক করে একাউন্ট টি Active করে নিন।
এখন আবার হোম মেনুতে আসুন এবং নিচে দেখানো অপশনে ক্লিক করুন।
বিঃদ্রঃ বলে রাখা ভালো এই সাইট থেকে আপনি Covid-19 আপডেট ছাড়াও উক্ত সেবাগুলো নিতে পারবেন।
আমি যেহেতু Footer এ এই Widget টি বাসাবো তাই Dark সিলেক্ট করছি কারণ আমার সাইটের ফুটার ব্লাক কালারের। আপনি আপনার সাইটের জন্য অন্য টাইপের টেম্পলেট ব্যাবহার করতে পারবেন।
টেম্পলেট সিলেক্ট করা পর Continue with this template এ ক্লিক করুন।
যেকোন ১ টি Layout সিলেক্ট করুন, Country to Display তে আপনি যেসব দেশের আপডেট দেখাতে চান সেগুলা সিলেক্ট করুন, টোটাল হিসাব দেখাতে চাইলে Show total info ব্যাবহার করতে পারেন,Featured Country তে আপনি যে দেশের আপডেট সবার উপরে দেখাতে চান সেটি দিন আর হেডিং এ লেখাই থাকে Coronavirus Statistics চাইলে অন্যকিছু লিখতে পারবেন।
এখন Add to website এ ক্লিক করার পর আপনাকে পেইড ভার্সন কেনার জন্য বলবে skip করুন।
বিদ্রঃ যদি কেও পেইড নিতে চান নিতে পারবেন, পেইড নিলে কোন লিমিট থাকবেনা এবং Widget এর নিচে ওই লেখাটাও থাকবেন।
কিভাবে ব্লগারে নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাতে হয়.alert-success
কিভাবে Covid-19 Widget আপনার ওয়েবসাইটে যোগ করবেন?
হোম মেনু থেকে নিচের মত একটু আগে যে টেম্পলেট টি বানালেন সেটির Add to website বাটনে ক্লিক করুন।
এরপর নিচের কোড গুলো কপি করে নিন।
আপনার থিমের যেখানে Covid-19 widget টি দেখাবেন ওইখানে Paste করে থিমটি সেভ করে নিবেন।
আমি ফুটারে Widget টি add করবো তাই </body> ট্যাগের আগে বসিয়ে দিলাম।
এখন আপনার সাইটি ভিজিট করলে Widget টি দেখতে পাবেন যদি আপনি সব কিছু ঠিকঠাক করতে পারেন।
Unofficial Phone Registration BTRC - আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়াল করুন অনলাইনেই।alert-success