২২তম ব্যাচ (পুরুষ) ব্যাটালিয়ন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি -২০২১
বাংলাদেশ বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন - ২২তম ব্যাচ (পুরুষ) ব্যাটালিয়ন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি -২০২১
যেকোন প্রকার সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের সাইট টি অবশ্যই ভিজিট করবেন কারন আমরা প্রতিনিয়ত সরকারি চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।
কোন চাকুরীতে আবেদনের পূর্বে অবশ্যই ওই চাকরির খুটিনাটি সব যাচাই বাছাই করে নিবেন।
চলিত সপ্তাহের এটাই ছিল সরকারি চাকরির বড়সড় বিজ্ঞপ্তি।সুতরাং আপনার যদি এই চাকরি করার ইচ্ছা থাকে তবে এই লেখাটি পড়ুন তারপর যদি আপনি নিজেমে যোগ্য মনে করে থাকেন তবে যেই পদটি আপনার ভালো হবে সেটাই উপর আবেদন করুন।
আরো পড়ুনঃ বিমান বাহিনীর বিজ্ঞপ্তিঃ বিমানসেনা নিয়োগ ২০২১।
বিদ্রঃ আমি নিজেও ডিফেন্সে চাকরি করি তাই অভিজ্ঞতার আলোকে আবারো বলছি আবেদনের আগে অবশ্যই সব যেনেশুনে আবেদন করবেন।
চলুন যেনে নেই আনসার ও ভিডিপি বাহিনী সম্পর্কে।
আনসার ও ভিডিপি বাহিনী
বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি আধা-সামরিক বাহিনী। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী।
এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। আনসার মুলত একটি আরবি শব্দ যার অর্থ যে ব্যক্তি সাহায্য করে এবং বিশেষ করে তাদের বুঝায় যারা মুহাম্মদ (সা.) এর সাথে মক্কা থেকে মদীনায় হিজরত করে আসা মুহাজিরদেকে সাহায্য করেন। বর্তমানে এই বাহিনী তিনটি শাখার সমন্বয়ে গঠিত। সেগুলি যথাক্রমে- ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
সম্প্রতি বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল গার্ড করার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।
মহাপরিচালকঃ মেজর জেনারেল মিজানুর রহমান শামীম
সরঞ্জামাদিঃ লি এনফিল্ড রাইফেল (রিটায়ার্ড), টাইপ-৫৬ এসল্ট রাইফেল, টাইপ-৫৬ কার্বাইন, এম৪ শটগান
আকারঃ প্রায় ৫,৮৪০,০০০
সক্রিয়ঃ ১৯৪৮–বর্তমান
ধরনঃ অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ
নীতিবাক্যঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা
গ্যারিসন/সদরদপ্তরঃ ঢাকা,বাংলাদেশ
ওয়েবসাইটঃ বাংলাদেশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
অবশ্যই মনে রাখবেনঃ
- রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার শেষ সময় ২৬/০৮/২০২১ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ০৬ টা পর্যন্ত।
- আবেদন করার শেষ সময় ২৬/০৮/২০২১ খ্রিষ্টাব্দ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
যার আবেদন গ্রহণযোগ্য হবে নাঃ
১. ভুল তথ্য প্রদান করলে।
২. নির্বাচিত হওয়ার জন্য তদবির করলে বা নির্বাচিত হওয়ার উদ্দেশ্যে কারও সাথে আর্থিক লেন দেন করলে।
৩. প্রতারণার আশ্রয় নিলে।
আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৬ই আগস্ট সন্ধ্যা ০৬ টা পর্যন্ত।
২২তম ব্যাচ (পুরুষ) ব্যাটালিয়ন আনসার নিয়োগ -২০২১-এর আবেদন
যারা আবেদন করতে পারবেন:
১। লিঙ্গঃ পুরুষ
২। বয়স 26-August-2021 খ্রি. তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 22 বছর
৩ । ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাশ
৪। উচ্চতা ৫’-৬”( অধিক উচ্চতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে )। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫'-৪"।
৫। ওজন ন্যূনতম ৪৯ কেজি। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ কেজি।
৬। বুকের মাপ ন্যূনতম ৩২/৩৪। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০/৩২।
নোটঃ রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অন-লাইনে প্রদর্শিত বিকাশ/ রকেট/মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ সংক্রান্ত কোনাে সমস্যা হলে পরামর্শের জন্য ০১৬২৯৪৬৪২৮৯,০১৫৩৪৭২৬৫৩৫ এবং ০১৮৪০১৯৭২০৭ নম্বরে যোগাযােগ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।
আবেদন করার পূর্বে অবশ্যই 200 টাকা ফি প্রদান করতে হবে।
* ওয়েবসাইটে প্রদর্শিত বাছাইয়ের স্থান, তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্মানিত আবেদনকারী, আপনারা আবেদন করার পূর্বে যে টাকা পেমেন্ট করবেন তা অবশ্যই ওয়েবসাইট এর লিংক নির্দেশনা অনুসারে "আবেদন কারীর মোবাইল নম্বর" প্রথমে দিয়ে এরপর "Pay with ShurjoPay" সিলেক্ট করে ShurjoPay নির্দেশনা অনুসারে টাকা পেমেন্ট করবেন।
আপনার কাংখিত পদে আবেদনের পূর্বে দৈনিক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ুন। আবেদনকারী হিসেবে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা, প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।আবেদনের শুরুতেই আপনাকে প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে তাই জেনে বুঝে আবেদনের জন্য অগ্রসর হউন।আবেদন করার এক পর্যায়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তাই যে কম্পিউটার থেকে আবেদন করছেন সেখানে আপনার ছবিগুলো আছে কিনা নিশ্চিত হউন।
আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এস.এম.এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রবেশপত্রটির একটি রঙিন কপি প্রিন্ট করে নিতে হবে। প্রবেশ পত্রে আপনার রোল নম্বর, ছবি ইত্যাদিসহ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং প্রবেশপত্র ছাড়া আপনি লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
- আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে দেখুনঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর Recruitment Portal এ।
পেমেন্ট সংক্রান্ত যেকোন সমস্যার জন্য নিচের নম্বর গুলোতে যোগাযোগ করুন -
আরো পড়ুনঃ
- জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করার নতুন নিয়ম ২০২১ – Birth Certificate Download From Online [New system ]
- কিউআর কোড , কোডবার কোড কি? | QR Code, Bar Code |এটি কীভাবে কাজ করে?
- Youtubing Guide -Rafiul Ahsan-ইউটিউবিং শেখার শ্রেষ্ঠ একটি বই।
- ইজি এন্ড স্মার্ট স্পোকেন ইংলিশ - আহমেদ রাসেল PDF Book Free Download
- গ্রাফিক্স ডিজাইনের আসল ফান্ডা || Graphics Designer Asol Fanda pdf free download