মোবাইলের ফ্রেমে কিভাবে স্কিনসট নিবেন? Screenshots with a device frame.
এটি খুবি সহজ কাজ, একটি মাত্র অ্যাপ এর মাধ্যমে আপনি যেকোন ডিভাইসের ফ্রেমে স্কিনসট নিতে পারবেন।
প্রথমেই Playstore থেকে Snapmod অ্যাপ টি ডাওনলোড দিয়ে ওপেন করুন,তাহলে নিচের মত দেখতে পাবেন....
এখানে কিছু নিদর্শনা রয়েছে চাইলে পড়ে নিতে পারেন,না পড়তে চাইলে ডান থেকে বামে স্কল করুন কয়েকবার তাহলে নিচের মত Done বাটন পাবেন।
এখানে Letter মার্ক করা অপশন গুলো হলোঃ
A - Setting অপশন, এখানে অনেকগুলো সেটিং পাবেন নিচের মত।
প্রথমেই থাকছে প্রিমিয়াম ভার্সন ফিচার Unlocked Advanced Features যেটা টাকায় বিনিময়ে কিনতে হবে।
Model- এখানে থেকে যেকোন ফোনের ফ্রেম দিতে পারেন।
Custom Model - এখানে আপনার ইচ্ছা অনুযায়ী ফ্রেম বানিয়ে যোগ করতে পারবেন।
তারপর রয়েছে ব্যাসিক & এডভান্স সেটিং।
B - save বাটন,এখানে ক্লিক করে Edit করা ছবিটি সেভ করতে পারবেন।
C - এটি হচ্ছে Background কালার, ফ্রেমের বাহিরের বাড়তি অংশের Background চেঞ্জ করতে পারবেন।
D - এটি হচ্ছে ফ্রেমের কালার, অনেক সময় একই মডেলের ফোনের কালার অনেকগুলো থাকে এই অপশন ব্যাবহার করে ফোনের কালার মানে ফ্রেমের কালার চেঞ্জ করতে পারবেন।
E - এটি সেয়ার অপশন।
F - এখান থেকেই আপনি আপনার স্কিনসট গ্যালারি থেকে Edit করার জন্য নিয়ে আসবেন।
আরো পড়ুনঃ
- Download Opera mini Latest ভার্সন।
- IMO Premium Ads free app ডাউনলোড করুন
- Snaptube Pro লেটেস্ট ভার্সন + VIP Unlocked + Night Mode + Ads ফ্রেএ
- [Phone Anti-Theft Alram] অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তার জন্য দারুন একটি অ্যাপ। -
- অপরিচিত নাম্বার থেকে কল আসলে ছবি সহ নাম জানতে ডাওনলোড করুন Eyecon: Caller ID, Calls, Phone Book & Contacts