কিভাবে ফেসবুকে ডোমেইন ভেরিফাই/আনব্লক করতে হয়?
বর্তমানে ওয়েবসাইটের এডমিনদের জন্য একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফেসবুকে ডোমেইন ব্লক কিন্তু যদি আগে থেকে ফেসবুকে ডোমেইন ভেরিফাই করা থাকে থাহলে আর ব্লক হওয়ার সম্ভাবনা থাকেনা তাই আজ আমরা জানবো কিভাবে ফেসবুকে ডোমেইন ভেরিফাই করতে হয়?
যদিও ডোমেইন ব্লক করার পিছনে কিছু কারন রয়েছে কিন্তু কখনো কখনো সেই কারন গুলো ছাড়াও ফেসবুক কতৃপক্ষ ডোমেইন ব্লক করে দিচ্ছে।যার কারনে ফেসবুকে ওয়েবসাইটের URL বা ডোমেইন নেম সেয়ার করা যাচ্ছেনা।
যার ফলে সোস্যাল মিডিয়া থেকে যে ভিজিটর গুলো ওয়েবসাইটে আসতো সেটা আর হচ্ছেনা।আর ফেসবুকে ডোমেইন ব্লক করলে ইন্সটাগ্রামেও অটোমেটিক ব্লক হয়ে যায়।
তাহলে বুঝতেই পারছেন ডোমেইন ব্লক হলে সোস্যাল মিডিয়া থেকে আশা ভিজিটর কমে যাবে যার ফলে আপনার ইনকাম ও কমে যাবে।
ফেসবুকে ডোমেইন ব্লক কেন হয়?
ডোমেইন ব্লকের কারণ গুলো নিয়ে তুলে ধরা হলোঃ
- ফেসবুকে নিজের ওয়েবসাইটের লিংক বেশি সেয়ার করলে,
- ফেসবুক কমিনিউটি গাইডলাইন পরিপন্থী কোন কাজ করলে,
- স্পামিং করলে,
- রাজনৈতিক অপপ্রচার অথবা কাউকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো তথ্য সেয়ার করলে,
- ডোমেইন এর বিরুদ্ধে কেও রিপোর্ট করলে,
- ওয়েবসাইটে ইলিগ্যাল কিছু থাকলে (ফেসবুক হ্যাকিং রিলেটেড পোস্ট, ১৮+, কপিরাইট ইত্যাদি),
- ওয়েবসাইটে ম্যালওয়্যার যুক্ত থিম বা স্ক্রিপ্ট ব্যাবহার করলে,
- ক্রিপ্টো অনলাইন মানি,গ্যাম্বলিং,ডেটিং নিয়ে সাইটের লিংক ফেসবুকে সেয়ার করলে,
- মিথ্যা কোনো তথ্য সত্য বলে বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে প্রচার বা প্রসার করলে,
- সমাজ রাষ্ট্র বা কোন ধর্মকে আঘাত করে কোন তথ্য দিয়ে সেটি ফেসবুকে শেয়ার করলে।
অনেক সময় দেখা যায় ডোমেইন কেনার আগেই ব্লক হয়ে আছে তারমানে হচ্ছে ডোমেইন টি আগে কোথাও ব্যাবহার হয়েছে তখনা স্পামিং এর কারনে হয়তো ফেসবুক ডোমেইন টি ব্লক করে দিয়েছে।
কিন্তু authorized ডোমেইন ফেসবুক ব্লক করে না যেমনঃ প্রথম আলো,ইভ্যালি, নেটফ্লিক্স ইত্যাদি।
আপনার ডোমেইনটি ফেসবুকে ব্লক কিনা চেক করতে নিচের লিঙ্কে প্রবেশ করুন।
অথবা আপনার সাইটের লিংক ফেসবুকে সেয়ার করলেও ব্লক কিনা দেখতে পারবেন কারন ব্লক হলে সেয়ার করতে পারবেন না।
আপনার ডোমেইনের হিস্টোরি চেক করতে নিচের
লিঙ্ক এ দেখুনঃ
- https://developers.facebook.com/tools/debug/
Hello Dear,
My name is “Your Name” from “your country”. I would like to let you know that my website “your domain name” have been blocked on Facebook. Facebook and prohibited me to share my website links over my pages, timeline and message. I firmly believe that my website was blocked mistakenly.I didn’t any activities against Facebook Publication policies and community guidelines. I apologize if I have broken any Facebook policy by mistake. Therefore, I would like to humbly request you to unblock my website and enable sharing.
Thanks By
“Your Name”
Domain: “Website Link“
ডোমেইন আনব্লক করার পর করনীয়ঃ
- অতিরিক্ত লিংক সেয়ার করা থেকে বিরত থাকুন,
- মিথ্যা বা ভুয়া নিউজ প্রচার থেকে বিরত থাকুন,
- কোন ধর্ম, কোন দেশ বা কোন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকুন,
- ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এর বাহিরে পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকুন,
- যোন হয়রানী মূলক তথ্য প্রচার থেকে বিরত থাকুন,
- সর্বপরি এমন কিছু সেয়ার করবেন না যেটির কারনে কেও রিপোর্ট দিতে বাধ্য হয়।
- আপনার ওয়েবসাইটের Link কপি করুন এবং google Doc এ পেস্ট করে ফাইল নেম দিয়ে করে সেভ করুন এরপর সেই ফাইল লিংক টি কপি সেয়ার করুন।
- আপনার ওয়েব সাইটের Link টি গুগোল ড্রাইভ অথবা গুগল সাইট এর যে কোন এক জায়গায় লিংক করুন এবং সেই ড্রাইভ বা সাইটের লিংক সেয়ার করুন।
sohidr786@gmail.com