কিভাবে tap ( ট্যাপ) একাউন্ট খুলতে হয়?
আসসালামু আলাইকুম, আজ দেখাবো কিভাবে tap একাউন্ট খুলতে হয়? তার আগে জেনে নেই tap কি? tap হলো ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ।
ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু করেছে,যার নাম হলো " ট্যাপ"। এটির লক্ষ্য হল আধুনিক ডিজিটাল লাইফস্টাইল পরিষেবাগুলি অফার করে আজকের ক্রমবর্ধমান ডিজিটাল এবং মোবাইল বিশ্বে গ্রাহকদের লেনদেনের পদ্ধতিতে বিপ্লব ঘটানো।
কিভাবে tap ( ট্যাপ) একাউন্ট খুলতে হয়?
tap একাউন্ট খুলতে প্রথমেই এখান থেকে বা playstore এ সার্চ দিয়ে tap অ্যাপ টি আপনার ফোনে ইন্সটল করে নিন।
এখন অ্যাপটি open করুন এবং পারমিশন চাইলে "Allow" করে দিন।
এরপর Get started এ ক্লিক করুন....
এরপর মোবাইল নাম্বার এবং অপারেটর সিলেক্ট করে "Next" চাপুন।
নিচের ধাপে আপনার নাম,লিজ্ঞ,পেশা এবং ৪ সংখ্যার একটি পিন দিয়ে "Next" বাটন চাপুন।
এরপর NID এর পিছনের অংশের ছবি তুলুন.....
Next এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল আপনার ট্যাপ একাউন্ট।
Tap account Daily & Monthly Limit:
Helpline & Address:
Call: 16733
Trust Axiata Digital Limited
57 & 57/A, Uday Tower (17th floor)
Gulshan Avenue, Gulshan - 1,
Dhaka - 1212
57 & 57/A, Uday Tower (17th floor)
Gulshan Avenue, Gulshan - 1,
Dhaka - 1212