জিহ্বার রং দেখে শারিরীক সমস্যা জানুন
ডাক্তারের কাছে গেলে কেন জিহ্বা দেখে জানেন কি? জিহ্বার রং দেখে আপনার শারিরীক সমস্যা জানা যায়।
তাই আমরাও আজকে জিহ্বার রং দেখে শারীরিক সমস্যা নির্ণয় করা শিখবো।
- আরো পড়ুনঃ মুখের দাগ দূর করার উপায় 2022
বেগুনীঃ ফুসফুস এবং হার্টের সমস্যা।
ধুসর ছোপ ছোপঃ গ্যাস্ট্রিক, পেপটিক আলসার।
বাদামি ছোপ ছোপ দাগঃ ফুসফুসের সমস্যা।
মোটা সাদা ছোপ ছোপ দাগঃ নেশার প্রভাব,ইনফেকশন জনিত সমস্যা।
সাদাঃ পানি শূন্যতা,ফাজ্ঞাল, ইনফেকশন ও ফ্লু।
ফ্যাকাশেঃ ভিটামিন ও পুষ্টির অভাবজনিত সমস্যা।
নীলঃ কিডনীর সমস্যা।
উজ্জল লালঃ হার্টের ও রক্তের সমস্যা।