প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি Tunes71.com

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর অধিনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।


বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। 







দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তাঃ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট উপবৃত্তির পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ২০২২ এর ভিত্তিতে মাধ্যমিক পর্যায়ে ৫ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ ও স্নাতক পর্যায়ে ১০ হাজার টাকা প্রদান করে হচ্ছে।



 

অর্থবছরশিক্ষার পর্যায়ছাত্র সংখ্যা (জন)ছাত্রী সংখ্যা (জন)শিক্ষার্থীর সংখ্যা (জন)ভর্তি সহায়তা (টাকায়)সর্বমোট (টাকায়)
২০১৪-২০১৫মাধ্যমিক৩৫৩৫৭০ ১,৪০,০০০২,৪১,০০০
উচ্চ মাধ্যমিক১৬০৬২২৬৬,০০০
স্নাতক০২০৫০৭৩৫,০০০
২০১৫-২০১৬মাধ্যমিক১৫২৮৪৩৮৬,০০০২,২৭,০০০
উচ্চ মাধ্যমিক১০১৭২৭৮১,০০০
স্নাতক০৪০৮১২৬০,০০০
২০১৬-২০১৭মাধ্যমিক৪৭৫৫১০২২,০৪,০০০৩,৫৮,০০০
উচ্চ মাধ্যমিক১১২৭৩৮১,১৪,০০০
স্নাতক০৫০৩০৮৪০,০০০
২০১৭-২০১৮মাধ্যমিক৪৬৮৮১৩৪১,৬৮,০০০৪,৫৭,০০০
উচ্চ মাধ্যমিক২৭২৬৫৩১,৫৯,০০০
স্নাতক০৪০২০৬৩০,০০০
২০১৮-২০১৯মাধ্যমিক৩৮৪৮৮৬২,৯৮,০০০৫,৩৭,০০০
উচ্চ মাধ্যমিক২৪১৯৪৩১,৫৪,০০০
স্নাতক০৩০৭১০৮৫,০০০
২০১৯-২০২০মাধ্যমিক৩০৪৬৭৬৩,৮০,০০০১৩,২৬,০০০
উচ্চ মাধ্যমিক৪৪৬৩১০৭৮,৫৬,০০০
স্নাতক০৫০৪০৯৯০,০০০
২০২০-২০২১মাধ্যমিক১০৭১৬৭২৭৪১৩,৭০,০০০৩৩,৮৮,০০০
উচ্চ মাধ্যমিক৫৬৮০১৩৬১০,৮৮,০০০
স্নাতক৪৩৫০৯৩৯,৩০,০০০
২০২১-২০২২মাধ্যমিক১৪২২৭৮৪২০২১,০০,০০০৪৩,৭৬,০০০
উচ্চ মাধ্যমিক৭৫১৬৭২৪২১৯,৩৬,০০০
স্নাতক১৯১৫৩৪৩,৪০,০০০

 

আবেদনের পূর্বে যা যা করতে হবেঃ

সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
১। প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে) 

২। মোবাইল ভেরিফিকেশন করুন 

৩। লগইন করুন

৪। আবেদন করুন 

৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন



শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্ম) ডাওনলোড করার উপায়ঃ


  • শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্ম): Download/download/button

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি


কিভাবে ফর্ম পূরন এবং  স্বাক্ষর করবোঃ এই প্রশ্নের উত্তর জানার জন্য নিচের ফর্ম টি দেখে নিন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি


এখানে আরো একটি ফর্ম রয়েছে তবে এটি সবার ক্ষেত্রে প্রয়োজন নেই "পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) " 



ভর্তি সহায়তা কখন পাবো?

আবেদন প্রাপ্তির ৪-৬ মাসের মধ্যো সহায়তা প্রেরণ করা হয়।শিক্ষার্থী ভর্তি সহায়তায় নির্বাচিত হলে তার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।


ভর্তি সহায়তার জন্য রেজিষ্ট্রেশন করার উপায়ঃ
  ভর্তি সহায়তার জন্য প্রথমেই এই লিংকে গিয়ে তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি

এখানে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে আমি রোবট নই এ টিক দিয়ে  নিবন্ধন করুন।



তথ্য দেওয়ার সময় কিছু তথ্য নাও নিতে পারে, এমন হলে রিফ্রেস দিয়ে আবার ট্রাই করুন। (সরকারি ওয়েবসাইট বলে কথা)


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি


নিন্ধন নিশ্চিত করার জন্য আপনার দেওয়া নাম্বারে যাচাইকরন কোড যাবে-


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি
নিচের ধাপে সেই কোড জমা দিয়ে রেজিষ্ট্রেশনটি সম্পর্ন করুন।


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি


রেজিষ্ট্রেশন তো হলো এখন হচ্ছে মূল কাজ আবেদন করা, তো চলুন শুরু করি।





ভর্তি সহায়তার জন্য আবেদন করার উপায়ঃ

প্রথমেই এই লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন এর সময় ব্যাবহারকৃত ইমেল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি

আবেদন করুন লেখাটি খুলুন-

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি


এখানে আপনার ছবি,সাক্ষর,জন্ম নিবন্ধন এবং অভিভাবকের জাতীয় পরিচয় পত্র দিয়ে সংরক্ষন করুন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি

সব ডকুমেন্টস ঠিকঠাক জমা নিলে Success দেখাবে। 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি


এর পরের ধাপে সাধারণ তথ্য,অভিভাবকের তথ্য,ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য ও ব্যাংক/মোবাইল ব্যাংকিং একাউন্টের তথ্য নিচের মত করে পূরন করুন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি

সব তথ্য দিয়ে সংরক্ষন করুন।


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি



সব কিছু ঠিক থাকলে প্রথম ধাপে চূরান্ত দাখিল করুন।

নোটঃ চূরান্ত দাখিল করার পর তথ্য সংশোধন করার কোন সুযোগ নেই বিধান চূড়ান্ত দাখিল করার আগেই সব চেক করে নিতে হবে।



এরপর ড্যাসবোর্ড ওপেন করুন-


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি

এখানে একটি আবেদন নাম্বার দেখতে পারবেন, সেটির উপর ক্লিক করুন-


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি

নিচের পর্যায়ে সর্বশেষ পরিক্ষার নাম্বার/সনদ পত্র, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশকৃত (নির্ধারিত ফর্ম), এবং  পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য নয়) জমা দিতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি

এর পরে আপনাকে নিচের মত একটি ফর্ম দেওয়া হবে সেটি ডাওনলোড করে রাখবেন, কলেজ থেকে চাইলে জমা দিতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনলাইন আবেদন ২০২২ - ডিগ্রি ও স্নাতক বৃত্তি




 আবেদনের কাজ এখানেই শেষ, এখন যদি নির্বাচিত হয়ে থাকেন তবে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে।


জুরুরি প্রয়োজনেঃ

শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯:০০ - বিকাল ৫:০০

01778958356

01778964156



আবেদনের শেষ তারিখঃ ২৯/০৯/২২


 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url