FAQ পেজ কি? FAQ পেজ তৈরি করার সঠিক নিয়ম Tunes71.com

FAQ পেজ কি? FAQ পেজ তৈরি করার সঠিক নিয়ম

FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম

FAQ এর পূর্ণরূপ হলো Frequently Asked Question. কোন একটি প্রোডাক্ট, সফটওয়্যার অথবা কোনো টপিক এর ব্যপারে মানুষ কিছু কমন প্রশ্ন করে থাকে এবং বারবার সাইটের এডমিনকে কমেন্ট বক্স অথবা মেইলে এসবের উত্তর দিতে হয়। এসব কিছুর সমাধান হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে FAQ সেকশন থাকে।


FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম



উপরের  ছবিটি দেখুন, এখানে গুগলে cat লিখে Search দেওয়ার পর  যেসব সাইটে cat নিয়ে  FAQ আছে  গুগল তার search Result এ সেখান থেকে দেখাচ্ছে।

এই FAQ সেকশনে আপনি ওই প্রোডাক্ট, সফটওয়্যার এর সম্পর্কে করা মানুষের যাবতীয় প্রশ্ন ও উত্তর দেখতে পাবেন।

আপনি যদি আপনার সাইটে FAQ সংযুক্ত করেন তাহলে গুগোলে তাড়াতাড়ি র‌্যাংক করার ও একটা সুযোগ থাকে।


আরো পড়ুনঃ 

 



FAQ পেজ তৈরী করার উপায়?

FAQ পেজ তৈরী করার জন্য প্রথমেই গুগলে গিয়ে সার্চ করুন Technicalseo -

FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম


অথবা এখানে গিয়ে নিচের মত FAQ Page বেছে নিন।

FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম



FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম


এখন FAQ পেজ তৈরী করার জন্য Question box এ আপনার পোস্ট রিলেটেড প্রশ্ন এবং Answer box এ তার উত্তর লিখুন-


FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম


এভবে +Add question ব্যবহার করে একাধিক প্রশ্নত্তর যোগ করতে পারবেন।

FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম


সব প্রশ্ন যোগ করা শেষ  হলে কোডগুলো ঠিক আছে নাকি সেটা যাচাই করার জন্য উপরে দেখানো যায়গা ক্লিক করি-


FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম

এখন থেকে Rich result test এ ক্লিক করি -

FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম


চাইলে কপি অপশন থেকে কোড কপি করে রাখতে পারেন।


Test Code এ ক্লিক করি-


FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম


দেখted দেখাচ্ছে মানে কোড ঠিক আছে।



এখন  কোডগুলো কপি করে নিন।


FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম


কপিকৃত কোডগুলো আপনার লেখা পোস্টের নিচে পেস্ট করুন ( অবশ্যই পোস্ট HTML view এ থাকতে হবে Text ভিউ তে নয়) 



FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম


এখন পাবলিস/আপডেট এ ক্লিক করুন


FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম


উদাহরণঃ নিচে Technicalseo নিয়ে  search দেওয়ার পর FAQ পেজগুলো দেখাচ্ছে। 


FAQ পেজ কি? FAQ পেজ তৈরী করার সঠিক নিয়ম


FAQ পেজের উপকারিতা কি?
আপনি যদি কোন পোস্টে FAQ যোগ করেন তবে ওই পোস্টটি সহজেই গুগলে র‍্যাংক করবে এবং গুগল থেকে প্রচুরসংখ্যক ভিজিটর নিতে পারবেন। এছাড়াও FAQ করা থাকলে গুগল থেকেই মানুষ তার searching keyword সম্পর্কে FAQ করা  যাবতীয় প্রশ্ন ও উত্তর দেখতে পাবেন। এতে করে ওই link এ ক্লিক করার একটা সম্ভানা থেকে যায়।



আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url