FAQ পেজ কি? FAQ পেজ তৈরি করার সঠিক নিয়ম
FAQ এর পূর্ণরূপ হলো Frequently Asked Question. কোন একটি প্রোডাক্ট, সফটওয়্যার অথবা কোনো টপিক এর ব্যপারে মানুষ কিছু কমন প্রশ্ন করে থাকে এবং বারবার সাইটের এডমিনকে কমেন্ট বক্স অথবা মেইলে এসবের উত্তর দিতে হয়। এসব কিছুর সমাধান হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে FAQ সেকশন থাকে।
উপরের ছবিটি দেখুন, এখানে গুগলে cat লিখে Search দেওয়ার পর যেসব সাইটে cat নিয়ে FAQ আছে গুগল তার search Result এ সেখান থেকে দেখাচ্ছে।
এই FAQ সেকশনে আপনি ওই প্রোডাক্ট, সফটওয়্যার এর সম্পর্কে করা মানুষের যাবতীয় প্রশ্ন ও উত্তর দেখতে পাবেন।
আপনি যদি আপনার সাইটে FAQ সংযুক্ত করেন তাহলে গুগোলে তাড়াতাড়ি র্যাংক করার ও একটা সুযোগ থাকে।
আরো পড়ুনঃ
- On Page SEO - Submit Your website in Yandex webmaster tools.
- Udemy এর ১৯৯ ডলারের SEO কোর্স ফ্রি নিয়ে নিন।
- এসইও কি?এসইও কত প্রকার ও কি কি? কিভাবে এসইও করতে হয়?
- মিলিয়ন ডলার এর এসইও এর সম্পূর্ণ পেইড কোর্স ফ্রিতে নিয়ে নিন।
- মোঃ মিজানুর রহমান এর ৪৫০৳ মূল্যের "সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন" কোর্স Version: 2.0 ফ্রিতে নিয়ে নিন।
FAQ পেজ তৈরী করার উপায়?
FAQ পেজ তৈরী করার জন্য প্রথমেই গুগলে গিয়ে সার্চ করুন Technicalseo -
অথবা এখানে গিয়ে নিচের মত FAQ Page বেছে নিন।
এখন FAQ পেজ তৈরী করার জন্য Question box এ আপনার পোস্ট রিলেটেড প্রশ্ন এবং Answer box এ তার উত্তর লিখুন-
সব প্রশ্ন যোগ করা শেষ হলে কোডগুলো ঠিক আছে নাকি সেটা যাচাই করার জন্য উপরে দেখানো যায়গা ক্লিক করি-
এখন থেকে Rich result test এ ক্লিক করি -
চাইলে কপি অপশন থেকে কোড কপি করে রাখতে পারেন।
Test Code এ ক্লিক করি-
দেখted দেখাচ্ছে মানে কোড ঠিক আছে।
এখন কোডগুলো কপি করে নিন।
কপিকৃত কোডগুলো আপনার লেখা পোস্টের নিচে পেস্ট করুন ( অবশ্যই পোস্ট HTML view এ থাকতে হবে Text ভিউ তে নয়)
আরো পড়ুনঃ
- কিভাবে ব্লগ পোস্ট কপি (Copy paste ) হওয়া থেকে রক্ষা করবো?
- কিভাবে ব্লগ পোস্টের ফিচার ফটো বানাতে হয়?
- কিভাবে ব্লগার সাইটে একাধিক অথর বা এডমিন যোগ করবেন?
- কিভাবে ব্লগারে Sitemap Page তৈরি করতে হয়।
- বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট সমূহের তালিকা
- ব্লগ পোস্টে কিভাবে টেবিল যুক্ত করতে হয়?
- ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায়