বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং কোম্পানি Tunes71.com

বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং কোম্পানি

বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং কোম্পানি

ওয়েবসাইট বানানোর জন্য ওয়েবসাইটের সমস্ত ডাটা যেখানে জমা রাখা সেটিকে হোস্টিং বলা হয়ে থাকে।  কোন ওয়েবসাইটের সমস্ত টেক্সট,অডিও, ভিডিও, ইমেজ, ডকুমেন্টস এই সব ধরনের ডাটা নির্দিষ্ট ওয়েবসাইট বা হোস্টিং সার্ভারে জমা হয়।


গুগলে ডোমেইন নেম লিখে সার্চ দিলে ওই ওয়েবসাইট এর সমস্ত ডাটা ইউজারের সামনে চলে আসে। মানে হচ্ছে ডোমেইন নেমের সাহায্যে যে সমস্ত ডাটা আমরা ইন্টারনেটে থেকে পাই,সে সমস্ত ডাটা কোন ওয়েব সার্ভার বা ওয়েব হোস্টিং এ জমা করা থাকে।

হোস্টিং কাকে বলে?

এখন সহজেই বলতে পারি,হোস্টিং হল এক ধরনের ওয়েব সার্ভার। যেখানে কোন ওয়েবসাইট  সমস্ত ডাটা জমা থাকে। কোনো যখন ব্যবহারকারী নির্দিষ্ট ডোমেন নেম ইন্টারনেটে সার্চ করে, হোস্টিং এর মাধ্যমে ওই ওয়েবসাইটের সমস্ত ডাটা গুলি সে দেখতে পারে। মূলত ডোমেইন এবং হোস্টিং এর কানেকশনের মাধ্যমে কোন ওয়েবসাইট ইউজারের সামনে ফুটে ওঠে।


হোস্টিং কত প্রকারঃ

হোস্টিং সাধারণ ৬ প্রকার হয়ে থাকে, যেগুলো হলোঃ

  • Dedicated hosting
  • VPS Hosting
  • Shared hosting
  • Managed Hosting
  • Cloud Hosting
  • Reseller Hosting

বিভিন্ন হোস্টিং এর দাম (Hosting Price):

আপনারে জানেন যে, বিভিন্ন প্রকার পোস্টিং এর দাম বিভিন্ন ধরনের হয়। আমি এখানে নির্দিষ্ট হোস্টিং এর জন্য মাসিক আনুমানিক কত টাকা থেকে কত টাকা পর্যন্ত দাম হতে পারে তার একটি তালিখা দিয়ে দিচ্ছিঃ

  • Shared hosting – ৪০ টাকা থেকে ৩০০ টাকা
  • VPS hosting – ২০০০ টাকা থেকে ১০০০০ টাকা
  • Dedicated hosting – ৬০০০ টাকা থেকে ২০০০০ টাকা
  • Cloud hosting – ৪০০ টাকা থেকে ১০০০ টাকা
  • Reseller hosting – ৩০০০ টাকা থেকে ৮০০০০ টাকা
বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং কোম্পানির নামঃ
নিচে বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং প্রভাইডার কোম্পানির নাম এবং সর্বনিম্ন প্যাকেজের মুল্য সহ দেওয়া হলোঃ

CompanyLowest shared storagePrice/Y

Cyber Developer BD

5GB
৳2300

Exon Host

5GB
৳2250

IT Nut Hosting 

5GB
৳1900

Hostever

5GB
৳1500

Webhost BD

2GB
৳1500

ZHost Bangladesh

1GB
৳1500

Hostmight

5GB
৳1000

Dinahost

500MB
৳999

Hosting Bangladesh 

5GB
৳950

HostSeba

আ5GB
৳802

শেষকথা,আপনি যদি উপরোক্ত কোন কোম্পানি থেকে হোস্টি নিতে চান তবে অবশ্যই আপনার ওয়েবসাটের উপর ভিত্তি করে উপযুক্ত একটি Hosting প্যাকেজ বেছে নিবেন। 

অবশ্যই মানিব্যাক গ্যারান্টি দেয় এধরনের প্রতিষ্ঠান থেকে হোস্টিং কিনুন। ফলে কোন সমস্যা হলে আপনি সহজেই আপনার টাকা ফেরত নিয়ে অন্য কোন হোস্টিং প্রোভাইডার কোম্পানিতে আপনার ওয়েবসাইটটি ট্রানস্ফার করে নিতে পারবেন।



Also Read:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url