বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং কোম্পানি
ওয়েবসাইট বানানোর জন্য ওয়েবসাইটের সমস্ত ডাটা যেখানে জমা রাখা সেটিকে হোস্টিং বলা হয়ে থাকে। কোন ওয়েবসাইটের সমস্ত টেক্সট,অডিও, ভিডিও, ইমেজ, ডকুমেন্টস এই সব ধরনের ডাটা নির্দিষ্ট ওয়েবসাইট বা হোস্টিং সার্ভারে জমা হয়।
গুগলে ডোমেইন নেম লিখে সার্চ দিলে ওই ওয়েবসাইট এর সমস্ত ডাটা ইউজারের সামনে চলে আসে। মানে হচ্ছে ডোমেইন নেমের সাহায্যে যে সমস্ত ডাটা আমরা ইন্টারনেটে থেকে পাই,সে সমস্ত ডাটা কোন ওয়েব সার্ভার বা ওয়েব হোস্টিং এ জমা করা থাকে।
হোস্টিং কাকে বলে?
এখন সহজেই বলতে পারি,হোস্টিং হল এক ধরনের ওয়েব সার্ভার। যেখানে কোন ওয়েবসাইট সমস্ত ডাটা জমা থাকে। কোনো যখন ব্যবহারকারী নির্দিষ্ট ডোমেন নেম ইন্টারনেটে সার্চ করে, হোস্টিং এর মাধ্যমে ওই ওয়েবসাইটের সমস্ত ডাটা গুলি সে দেখতে পারে। মূলত ডোমেইন এবং হোস্টিং এর কানেকশনের মাধ্যমে কোন ওয়েবসাইট ইউজারের সামনে ফুটে ওঠে।
হোস্টিং কত প্রকারঃ
হোস্টিং সাধারণ ৬ প্রকার হয়ে থাকে, যেগুলো হলোঃ
- Dedicated hosting
- VPS Hosting
- Shared hosting
- Managed Hosting
- Cloud Hosting
- Reseller Hosting