D-ID দিয়ে কিভাবে ভিডিও তৈরী করতে হয়?
আসসালামু আলাইকুম, আপরার জানেন D-ID কি? এটি কিভাবে কাজ করে? যদি জেনে না থাকেন তবে এই পোস্টটি পড়তে পারেন।
D-ID হচ্ছে AI টেকনোলজির ভিত্তিতে তৈরী একটি AI ওয়েবসাইট। যেটি ইমেজ থেকে হাইকোয়ালিটি’র ফটোরিয়্যালিস্টিক ভিডিও তৈরী করতে সক্ষম। D-ID ওয়েবসাইটের AI টেকনোলজি ইমেজ ও অডিওকে কম্বাইন বা সংযুক্ত করে দেয় এবং অডিও বা স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজে এক্সপ্রেসন যুক্ত করে,সেটা দেখতে খুবি রিয়েলস্টিক মনে হয়। এদের API নিউরাল নেটওয়ার্কস যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা অংশ যার মাধ্যমে কম্পিউটারকে মানুষের মস্তিষ্কের মতো ডাটা বা তথ্য প্রসেস করার শিক্ষা দেওয়া হয় অন্যদিকে এটাকে মেশিন লার্নিং/ডিপ লার্নিং ও বলা যায়।
এটির মাধ্যমে তৈরী করা ভিডিও আপনি যেকোন প্লাটফর্মে ব্যাবহার করতে পারবেন কোন কপিরাইট আসবেনা।
তো চলুন কিভাবে ইমেজ থেকে ভিডিও তৈরী করবেন সেটি দেখে আশা যাক।
প্রথমেই গুগলে গিয়ে সার্চ করুন "D-ID" এরপর সার্চ রেজাল্ট থেকে নিচের দেখানো "Studio D-ID" ওপেন করুন।
এখানে আপনার একাউন্ট এর ধরন নির্ধারণ করতে হবে আমি নিজের জন্য করতে চাই তাই "Individual " সিলেক্ট করে নিলাম।
নিচে থেকে সর্বনিম্ন ২টি অপশন বেছে নিন এবং "I am Done! Take me in" এ ক্লিক করুন।