ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায় Tunes71.com

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

 

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

ইজোইক(Ezoic) হলো গুগল এডসেন্স এর মত একটি এডস নেটওয়ার্ক। যেটি এডস অপ্টিমাইজড বিজ্ঞাপন প্রদান করে বিধায় অনেকের কাছে এখন ইজোইক বেশ জনপ্রিয়তা অর্জন করছে।


গুগল যেখানে ইপ্রেশন,পেজ সিটিআর,সিপিসি ইত্যাদি বিষয় গুলো এনালাইসিস করে টাকা দিয়ে থাকে ইজোইক শুধুমাত্র প্রতি হাজার পেজ ভিউ এর উপর ভিত্তি করেই টাকা দেয়।

গুগল এডসেন্স পাওয়ার জন্য আপনাকে অনেক নিয়মনীতি মেনে চলতে হয় এবং কখনো কখনো বিনা নোটিশে একাউন্ট ব্যান করে দেয় অন্যদিকে ইজোয়িক ব্যবহার করার জন্য আপনার ওয়েবসাইটে প্রতি মাসে অন্তত ১০ হাজার এর মতো ইউনিক ট্রাফিক বা ভিজিটর থাকতে হবে। এখানে কোন ফল্ট করলে আপনাকে ইমেলের মাধ্যমে নোটিশ পাঠানো হবে এরপর একাউন্ট ব্যান করা হবে।


ইজোয়িক(Ezoic) কি ?

পূর্বেই বলেছি ইজোইক একটি এডস নেটওয়ার্ক প্লাটফর্ম সেটি ওয়েসাইটে এডস দেখিয়ে অর্থ প্রদান করে থাকে। গুগল যেমন ওয়েবসাইট বা ইউটিউবে বিজ্ঞান দেখায় ইজোইক তেমন এডস অপ্টিমাইজড বিজ্ঞাপন দেখায়। 

এখন প্রশ্ন হতে পারে এডস অপ্টিমাইজড কি? উত্তর হচ্ছে, আমরা যখন অটো এডস ব্যাবহার করে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাই তখন গুগল যেখানেই স্পেস পায় সেখানেই এডস বসিয়ে দেয় যায় কারনে ওয়েবসাইট স্পিড কমে ফলে ভিউ এবং ক্লিক কমে যায়।
এই সমস্যার সমাধান দিতে ইজোইক বিজ্ঞাপন গুলোকে অপটিমাইজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



গুগল এডসেন্স এবং ইজোয়িক এর মধ্যে পার্থক্য কি ?

 গুগল এডসেন্স ও ইজোয়িক দুটিই হলো ফ্রি এডস প্লাটফর্ম।

 গুগল এডসেন্স ওয়েবসাইটে যুক্ত করতে চাইলে ট্রাফিকের উপর সেখানে কোন বিধিনিষেধ নেই।

অন্যদিকে ইজোয়িক এর সাথে সংযুক্ত করতে অনেক নিয়মনীতি অনুসরণ করতে হবে।

যেমন- ইজোয়িক এর এডস ব্যবহার করার জন্য  ওয়েবসাইটে প্রতি মাসে অন্তত ১০ হাজার এর মতো ইউনিক ট্রাফিক থাকতে হবে।

এডসেন্স এর ড্যাশবোর্ডে ক্লিক অন এডস, কস্ট পার ক্লিক সিপিসি, ক্লিক থ্রু রেড সিটিআর এর মাধ্যমে যে কোন এডসেন্স ড্যাশবোর্ড মনিটরিং করা হয়।

অন্যদিকে ইজোয়িক ব্যবহার করল এইসব কোন কিছু ড্যাশবোর্ডে দেখতে পারবেন না।  শুধু মাত্র প্রতি ১ হাজার ভিউতে কত টাকা আয় করছেন সেই বিষয়ে জানতে পারবেন। 

গুগল এডসেন্স একাউন্ট থেকে পেমেন্ট নিতে হলে  এডসেন্স ব্যালেন্স যখন ১০০ ডলার হবে তখন আপনি পেমেন্ট নিতে পারবেন।অন্যদিকে ইজোইক একাউন্টে ২০ ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন। 


 গুগল এডসেন্স একাউন্ট সেফটি রাখাটা একটি বড় সমস্যা। একাউন্টে কোন ধরণের ইনভিলিট ক্লিক পরার জন্য সাইট ডাউন বা সাস্পেন্ড, ব্যান হওয়ার সমস্যা থাকে।  সামান্য ভুলের কারণে বিনা নোটিশে  একাউন্ট ব্যান করে দিতে পারে। অন্যদিকে ইজোয়িক টার্মস এন্ড কন্ডিশন মেনে না কাজ করেন তবে তারা আপনার ইজোয়িক একাউন্ট সরাসরি ব্যান করবে না।


কিভাবে ওয়েবসাইটে ইজোইক(Ezoic) এর জন্য আবেদন করবেন?
ওয়েবসাইটে ইজোইক এডস বসানোর জন্য সবার আগে একটি ইজোইক একাউন্ট খুলতে হবে এরজন্য ইজোইক এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে "Get Start" এ ক্লিক করুন।

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়



এখানে ইমেইল দিয়ে Continue এ ক্লিক করুন।


ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

সবগুলোই টিক মার্ক দিয়ে continue করুন

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

এখন Get start এ ক্লিক করুন-

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

এখানে Automate IT এ Get started এ ক্লিক করুন-

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

এখানে ৩ টি ধাপ রয়েছে, প্রথম ধাপে একাউন্ট সেটাপ করতে হবে। এজন্য Complete account setup এ ক্লিক করুন।

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

এখানে আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করুন-

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়


২য় ধাপে ইজোইক এর সাথে ওয়েবসাইট কানেক্ট করতে হবে এটা হলো মূলত ওয়েবসাইটের ওনারশীপ যাচাই করার একটি প্রক্রিয়া। এরজন্য আমরা Get Started এ ক্লিক করি।


এরপর এখানে লাল বক্সে যে Nameserver গুলো দেখা যাচ্ছে সেগুলার পরিবর্তে ডান পাসের সবুজ বক্সের Nameserver গুলো ওয়েবসাইটের ডোমেইন এডমিন প্যানেল হতে নিচের তথ্যের মতে  পরিবর্তন করে নিতে হবে।

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়


Nameserver চেঞ্জ করতে না পারলে এখানে দেখুন

ডোমেইন প্যানেলে নতুন Name server যোগ করার পরে Complete এ ক্লিক করুন।


এখানে ২য় ধাপে আরো একটি কাজ রয়েছে, তারজন্য পিছনে এসে নিচের মত Get started এ ক্লিক করুন।

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

এখানে আপনার ক্লাউডফায়ার একাউন্টের তথ্য দিন-

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

সেভ বাটনে ক্লিক করুন

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

ইজোইক এর সাথে ক্লাউডফায়ার একাউন্ট linked হলে উপরের মত একটা Confirmation ইমেল পাবেন।

এখন ৩য় ধাপে, এড মেনেজার একাউন্ট খুলতে হবে।

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

এজন্য উপরে দেখানো Apply for ad manager (MCM) এ ক্লিক করুন।

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়


এখানে প্রথমে আপনার কোন এডসেন্স একাউন্ট আছে কিনা সেটি সিলেক্ট করুন,তারপর কোন এডম্যানেজার একাউন্ট আছে কি না সেটি সিলেক্ট করুন

আমাদেত যেহেতু এডসেন্স আছে তাই Yes দিচ্ছি কিন্তু এড ম্যানেজার একাউন্ট নাই বিধায় এখানে No দিচ্ছি এবং নিজে এডসেন্স একাউন্টের তথ্য দিয়ে Send Invite এ ক্লিক করুন।

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

Invite ক্লিক করা পরে ইমেইলে একটা Invitation মেইল যাবে সেখানে View request এ ক্লিক করুন।


ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

উপরের মত Continue এ ক্লিক করুন।

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়


 এখানে কিছু Terms & Condition পাবেন, চাইলে পড়ে নিতে পারেন। পড়া শেষ হলে টিক মার্ক দিয়ে Set up account এ ক্লিক করুন-

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়
উপরে নাম,টাইম জোন এবং কারেন্সি দিয়ে সেভ করে নিন।



সবকিছু শেষ হলে নিচের মত দেখাবে।


ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়


একাউন্টটি সফলভাবে তৈরী হলে নিচের মত একটা মেইল পাবেন।

ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়

এখন এপ্রুভ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।


আমার সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়ার ৫ মিনিটের মধ্যোই এপ্রুভ করে দিছিল।

অনেকের ক্ষেত্রে বেশি টাইম নিতে পারে,সেটা আপনার ওয়েবসাইটের উপর নির্ভরশীল।



ইজোইক (Ezoic) কি ? ওয়েবসাইট ইজোইকে আবেদন করার উপায়




শেষ কথাঃ উপরের কোন বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন,আর ওয়েবসাইটে ইজোইক এ আবেদন করার আগে অবশ্যই ক্লাউডফায়ারে এড করে নিবেন অন্যথায় ইজোইকে আবেদন করতে পারবেন না। 


Also Read:
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url