প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায় Tunes71.com

প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায়


প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায়

Pmoney হলো বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং অ্যাপ। এটি গ্রাহকদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে, অর্থ প্রদান করতে এবং তাদের স্মার্টফোন থেকে অন্যান্য ব্যাংকিং লেনদেন করতে দেয়।

Pmoney-এর কিছু বৈশিষ্ট্য হলো:

  • অ্যাকাউন্ট ব্যালেন্স এবং লেনদেনের স্টেস্টমেন্ট দেখা,
  • প্রিমিয়ার ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য ব্যাংকের মধ্যে অর্থ স্থানান্তর,
  • বিল পরিশোধ (ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড বিল ইত্যাদি),
  • মোবাইল রিচার্জ,
  • ব্যবসায়ী অর্থ প্রদান,
  • পরিষেবা অনুরোধ,
  • গ্রহীতা ব্যবস্থাপনা,
  • প্রিমিয়ার ব্যাংক শাখা এবং এটিএম-এর অবস্থান,
  • ইএমআই অংশীদার তথ্য,
  • ছাড় অংশীদার তথ্য,
Pmoney হলো একটি সুরক্ষিত এবং সুবিধাজনক ব্যাংকিং পদ্ধতি। এটি Google Play Store এবং App Store থেকে ডাউনলোড করা যায়।



প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায়ঃ
Pmoney একাউন্ট খোলার জন্য এই লিংকে গিয়ে Internet banking এ ক্লিক করুন -

প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায়

এখান থেকে নতুন একাউন্ট খোলার জন্য New user Request এ ক্লিক করুন- 

প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায়

পরের ধাপে নিচের মত তথ্যগুলো দিয়ে Submit করুন।

Registration with:কিসের আন্ডারে এই একাউন্ট টি ওপেন করতে চান ( একাউন্ট বা ক্রেডিট কার্ড) সেটি বেছে নিন,
Account Number:  আমি যেহেতু একাউন্ট এর আন্ডারে এই internet banking বা Pmoney একাউন্ট রেজিষ্ট্রেশন করবো তাই এখানে আমার প্রিমিয়ার ব্যাংক একাউন্টটি দিতে হবে,

Mobile Number: যে নাম্বারে একাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি দিন,
OTP channel : আপনি কোন মাধ্যমে OTP ( One time password) টি পেতে চান সেটি বেছে নিন।


বিদ্রঃ কার্ডের আন্ডারে রেজিষ্ট্রেশন করতে গেলে এগুলো বাদেও Card Number & Card expiry প্রয়োজন হবে।


সর্বশেষে Submit এ ক্লিক করুন।

প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায়

OTP এর জন্য পপআপ মেসেজ আসলে Ok চাপুন



প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায়

নিচের ধাপে  OTP বসিয়ে Submit করুন।

প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায়

 এখন আবারো একটি পপআপ নটিফিকেশন দেখাবে "Thank you for your interest. Your account at pmoney smart banking has been created successfully " এখন Ok চাপুন।


প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায়
 
দেখুন আপনার একাউন্টটি সফলভাবে তৈরী হয়েছে,সাথে আপনার User ID দিয়ে দিয়েছে কিন্তু একাউন্ট টি এখনো ব্যাবহাররের জন্য উপযুক্ত নয় কারন এখনো Active করা হয়নি। একাউন্ট টি Active করার জন্য নিচের দেওয়া নাম্বারে16411(Mobile) or 09612016411(Overseas & Land Phone)]
 কল করে বলতে হবে। তাহলে তারা একাউন্ট active করে দিবে।


প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং Pmoney একাউন্ট খোলার উপায়



আপনি pmoney-এ নিবন্ধন করলে অ্যাকাউন্ট নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপটিতে লগ ইন করতে পারেন। তারপর আপনি অ্যাপটি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস , অর্থ প্রদান এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন করতে পারবেন।

Pmoney সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি প্রিমিয়ার ব্যাংকের ওয়েবসাইট বা গ্রাহক সেবা কেন্দ্রে 16411 নম্বরে কল করতে পারেন।

Primer bank Contact Details

IQBAL CENTRE,42 Kemal Ataturk Avenue, Banani, Dhaka-1213

Tel: 16411(Mobile) or 09612016411(Overseas & Land Phone)

Fax: 880-2-9820808 ; 880-2-9820849

SWIFT Code: PRMRBDDH

E-mailcustomer.service@premierbankltd.com

Webwww.premierbankltd.com

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url