Remove Photo background by telegram bot
ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক টুলস,অ্যাপ,ওয়েবসাইট এবং বট রয়েছে যার মাধ্যমে ২ মিনিটেই ছবির ব্রাকগ্রাউন্ড রিমুভ করা যায়।
এখন দেখবো কিভাবে টেলিগ্রাম বটের মাধ্যোমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।
তারজন্য প্রথমেই টেলিগ্রামে search করুন @AI_Background_Remover_Bot এবং নিচে দেখাবো বটে ক্লিক করুন।
Start এ ক্লিক করুন-
এখন মিডিয়া এইকনে ক্লিক করে ডিভাইস থেকে ছবি সেন্ড করুন-
ছবি সেন্ড করার ২-৩ সেকেন্ডের মধ্যোই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটি আপনাকে পাঠিয়ে দিবে।
এখানে ২ টি ফরমেটে ছবিটি পাবেন JPG & PNG এখন থেকে যেটা দরকার ডাওনলোড করে নিন।
নিচের ছবিটি দেখুন,সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।
Also Read:
- অনলাইনে জিডি করার নিয়ম - Online GD
- Unofficial Phone Registration BTRC - আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়াল করুন অনলাইনেই।
- অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম
- আয়কর রিটার্ন কি? অনলাইনে জিরো রিটার্ন দাখিলের নিয়ম
- করোনা ভাইরাস টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)
- টিন সার্টিফিকেট কি এবং কিভাবে তৈরী করবো?
- নিজের নামে রিংটোন তৈরি করার নিয়ম