Temp mail কি? টেলিগ্রামে temp mail ব্যাবহারের উপায়
টেম্প-মেইল হল একটি অস্থায়ী ইমেল ঠিকানা যা একটি নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করা হয়। এটি গোপনীয়তা রক্ষা এবং স্প্যাম এড়ানোর জন্য ব্যবহৃত হয়। যখন একটি টেম্প-মেইল জন্য সাইন আপ করা হয় তখন কোন ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয়না, যেমন আপনার নাম বা ঠিকানা ।
এখন এই মেইল টি যেকোন কাজে ব্যবহার করতে পারবেন তবে মনে রাখতে হবে এটা দিয়ে তেমন কোন গুরুত্বপূর্ণ একাউন্ট করা যাবেনা কারণ এটা আপনি কিছু সময়ের জন্য পেয়েছেন।
টেম্প-মেইল ব্যবহারের কিছু সুবিধা হল:
- গোপনীয়তা রক্ষা : যখন একটি টেম্প-মেইল ঠিকানা ব্যবহার করা হয়, তখন কোন ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে না, যেমন নাম বা ঠিকানা। এটি আপনার গোপনীয়তা লঙ্ঘিত হওয়া থেকে রক্ষা করতে পারে।
- স্প্যাম এড়িয়ে চলুন: টেম্প-মেইল ঠিকানাগুলি স্প্যাম মেইল পাঠায় এমন সব পরিচিত ওয়েবসাইট এবং পরিষেবাগুলিতে সাইন আপ করতে ব্যবহৃত হয়। এতে আপনার প্রকৃত ইমেইলে স্প্যাম মেইল আশা বন্ধ করা যেতে পারে।
- নিরাপদ : টেম্প-মেইল ঠিকানাগুলিও ফিশিং স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করতে ব্যবহার করা হয়। ফিশিং স্ক্যাম হল এমন ইমেলগুলি যা আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে প্রতারিত করার জন্য পাঠানো হয়।
আপনি যদি গোপনীয়তা রক্ষা এবং স্প্যাম এড়াতে একটি উপায় খুজে থাকেন, তাহলে টেম্প-মেইল এর বিকল্প নেই।
নোটঃ প্রথমেই বলে রাখি টেলিগ্রাম থেকে আপনি সম্পূর্ণ মেইল দেখতে পারবেন না, এজন্য আপনাকে ওয়েবসাইটে যেতেই হবে সুতরাং যারা প্রফেশনাল কাজে আসছেন তারা এটি স্কিপ করে শেষের ইমেজটা দেখতে পারেন।
টেলিগ্রামে টেম্পমেইল ব্যবহারের নিয়মঃ
প্রথমেই টেলিগ্রামে search করুন @tempmail লিখে এবং নিচের দেখানো লিংকটিতে ক্লিক করুন।
তারপর Get Started এ ক্লিক করুন-
উপরের মেইল এড্রেসটি কপি করুন-
আমরা টেস্টিং এর জন্য অন্য একাউন্ট থেকে মেইল করে দেখি-
মেইল টি সেন্ড করার পর Successfully টেলিগ্রাম ইনবক্সে চলে এসেছে।
কিন্তু সমস্যা হচ্ছে এখানে সুধু সাব্জেক্টটাই দেখতে পাবেন সম্পূর্ণ মেসেজে দেখতে হলে " Open in browser" এ ক্লিল করুন।
তারপর যেকোন একটি ব্রাওজার সিলেক্ট করে মেইলটি দেখে নিতে পারবেন।
উল্লেখ্য এটি মূলত ঝামেলার কাজ তাই আপনারা সরাসরি এই ওয়েবসাইট থেকে মেইল এড্রেস কপি করে নিয়ে কাজ করতে পারেন।
এই ছিল মূলত আজকের ভিডিও, কোন কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন।
Also Read:
- অনলাইনে জিডি করার নিয়ম - Online GD
- Remove Photo background by telegram bot - New!
- Unofficial Phone Registration BTRC - আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়াল করুন অনলাইনেই।
- অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম
- আয়কর রিটার্ন কি? অনলাইনে জিরো রিটার্ন দাখিলের নিয়ম
- করোনা ভাইরাস টেস্ট এর রেজাল্ট কিভাবে বের করতে হয় ? ( Covid-19 Test Result)
- টিন সার্টিফিকেট কি এবং কিভাবে তৈরী করবো?
- নিজের নামে রিংটোন তৈরি করার নিয়ম