১৮ তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য

১৮ তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য


১৮ তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিনঃ

☞ সার্কুলার প্রকাশিত হবে ডিসেম্বর মাসে( সম্ভাব্য)  তথ্যসূত্রঃ সময় টিভি  


১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ

☞ অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি ।  


শিক্ষকতা যোগ্যতাঃ

☞ পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে ।   

☞ যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন ।   

☞ আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে ।   

☞ এ ক্ষেত্রে উক্ত প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ এর সমমনা জিপিএ একবারের বেশি হলে উক্ত প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে। 

☞ আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮- ৩৫ বছরের মধ্যে হতে হবে ।  



বেসরকারি( NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি   

☞ NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২টি পর্যায়ে হয়ে থাকে । একটি স্কুল পর্যায়ে অন্যটি কলেজ পর্যায়ে ।  

☞ এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে । প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয় ।   

☞ প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয় । প্রিলিতে ৪০ নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয় । পরবর্তীতে, পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয় ।   

☞ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয় । পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে । প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে ।  



 ☑ শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টন   নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টনঃ   

☞ বাংলা ২৫  

☞ ইংরেজি ২৫ 

☞ গণিত ২৫  

☞ সাধারণ জ্ঞান ২৫ 

☞ মোট ১০০   

বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয় । সময় থাকে ১ঘণ ্টা । প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১ । তবে প্রতিটি ভুল উত্তরের জন্য০.৫ করে কাটা হবে ।   প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।



আরো পড়ুনঃ 

  1. What is Parts of speech,Definition & Example
  2. জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি শুরু ২৮ জুলাই থেকে ১৪ আগষ্ট।
  3. History Of United States of America - USA
  4. Sentence কাকে বলে ? Sentence কত প্রকার ও কি কি ?
  5. ইংরেজি গ্রামারের অসাধারণ নোট - Rules of English Grammar. - New!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url