১৮ তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য Tunes71.com

১৮ তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য

১৮ তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য


১৮ তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিনঃ

☞ সার্কুলার প্রকাশিত হবে ডিসেম্বর মাসে( সম্ভাব্য)  তথ্যসূত্রঃ সময় টিভি  


১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ

☞ অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি ।  


শিক্ষকতা যোগ্যতাঃ

☞ পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে ।   

☞ যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন ।   

☞ আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে ।   

☞ এ ক্ষেত্রে উক্ত প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ এর সমমনা জিপিএ একবারের বেশি হলে উক্ত প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে। 

☞ আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮- ৩৫ বছরের মধ্যে হতে হবে ।  



বেসরকারি( NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি   

☞ NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২টি পর্যায়ে হয়ে থাকে । একটি স্কুল পর্যায়ে অন্যটি কলেজ পর্যায়ে ।  

☞ এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে । প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয় ।   

☞ প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয় । প্রিলিতে ৪০ নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয় । পরবর্তীতে, পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয় ।   

☞ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয় । পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে । প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে ।  



 ☑ শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টন   নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টনঃ   

☞ বাংলা ২৫  

☞ ইংরেজি ২৫ 

☞ গণিত ২৫  

☞ সাধারণ জ্ঞান ২৫ 

☞ মোট ১০০   

বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয় । সময় থাকে ১ঘণ ্টা । প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১ । তবে প্রতিটি ভুল উত্তরের জন্য০.৫ করে কাটা হবে ।   প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।



আরো পড়ুনঃ 

  1. What is Parts of speech,Definition & Example
  2. জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি শুরু ২৮ জুলাই থেকে ১৪ আগষ্ট।
  3. History Of United States of America - USA
  4. Sentence কাকে বলে ? Sentence কত প্রকার ও কি কি ?
  5. ইংরেজি গ্রামারের অসাধারণ নোট - Rules of English Grammar. - New!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url