Freelancing বা আউটসোর্সিং কী Tunes71.com

Freelancing বা আউটসোর্সিং কী

আউটসোর্সিং কী


Freelancing বা আউটসোর্সিং কী? ঘরে বসে মোবাইল,কম্পিউটার,ল্যাপটপ দিয়ে কাজ শিখে অনলাইন আয় বা Income করাটা হলো Freelancing বা আউটসোর্সিং।


আপনি কী কাজ শিখেবেন?
আপনি যে বিষয়ে কাজ করতে চান অনলাইনে (যেমন: গ্রাফিক্স ডিজাইন,ভিডিও এডিট, ডিজিটাল মাকেটিং,ওয়েব ডিজাইন ইত্যাদি আর অসংখ্য ক্যাটাগরিতে কাজ আছে)সেটি নিজে নিবাচর্ন করতে হবে এবং আপনি যদি ওই বিষয়ে না  জানে ইউটুব সার্চ করে জেনে নিতে পারেন।পরবর্তীতে সে বিষয়ে কোর্স করতে পারেন।

 কোর্স করব বা কোথায় করব?
বাংলাদেশের অনেক একাডেমি আছে তারা কোর্স করে থাকে তাদের কাছ থেকে কিনে কাজ শিখে ইনকাম করতে পারেন।

কোর্স করতে তো টাকা লাগে যা আমার সামথ্য নাই কিনার কীভাবে করব?
আমাদের টেলিগ্রাম চ্যানেলে t.me/tunes71 এ বাংলাদেশের প্রায় অনেক একাডেমির পেইড কোর্স গুলো ফ্রিতে দেওয়া আছে। আপনি সেখান ডাউনলোড করে কোর্স শুরু করতে পারেন। আপনার যে বিষয়ে কোর্স করতে ইচ্চুক সে বিষয় সুধু নাম টাহ লিখে সার্চ করুন পেয়ে যাবেন।


🔎 কীভাবে সার্চ করে খুজে নিবেন কোর্স?
চ্যানেলে প্রবেশ করার পর উপরে ডানে 3 ডট (…) অপশনে ক্লিক করুন। তারপর সার্চ অপশনে গিয়ে সুধু কোর্স নাম (বাংলা বা ইংরেজিতে)লিখুন।



আরো পড়ুনঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url