২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের নোটিশ Tunes71.com

২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের নোটিশ

আসসালামু আলাইকুম, গত ২২ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে ,  ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন নোটিশ টি দেখে নিন।


২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের নোটিশ



সম্ভাব্য পরিক্ষার্থীর তালিকা,বিষয় সংকেত বিবরণী,প্রশ্নপত্রের চাহিদা ফরম ও ডাটা এন্ট্রি সফ্টওয়ার সংগ্রহঃ

সম্ভাব্য পরিক্ষার্থীর তালিকা,বিষয় সংকেত বিবরণী,প্রশ্নপত্রের চাহিদা ফরম,  ডাটা এন্ট্রি সফ্টওয়ার সংগ্রহ ও পরিক্ষায় অংশগ্রহনের শর্তাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। উক্ত ওয়েবসাইট যথা সময়ে চালু করা হবে এবং তা নির্ধারিত সময়ের পর বন্ধ হয়ে যাবে বিধায়  যথাসময়ে শিক্ষার্থী এবং কলেজকে ডাটা এট্রির কাজ সম্পর্ন করার জন্য বলা হয়েছে।

২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের লিংকঃ NU Degree formfillup

Apply for students/button


College Login (College authority)/button


Sonali seba pay slip download/button


যেকোন তথ্যর জন্য ইমেইল ঠিকানাঃ formfillup.nu@gmail.com


আরো পড়ুনঃ 

  1. কিভাবে ইংরেজিতে দক্ষ হবেন তার ৪ টি কৌশল - New!
  2. গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের গাইডলাইন - New!
  3. ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২
  4. ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত রুটিন ডাউনলোড ২০২১-২০২২ - New!



NU Online Formfillup Link:

Degree formfillup/button 

Professionals formfillup/button

Honours formfillup/button

Masters formfillup/button




ডাটা এট্রি,নিশ্চায়ন,ফরম পূরন ও জমা দানের তারিখঃ

  • ফরম ডাওনলোড ( শিক্ষার্থী) সময়সীমাঃ ২৭/০২/২৪ - ২১/০৩/২৪
  • শিক্ষার্থীদের ডাটা নিশ্চায়ন(কলেজ কতৃক) সময়সীমাঃ ২৫/০৩/২৪ - ২৮/০৩/২৪
  • সোনালী সেবার মাধ্যমে টাকা জমা( কলেজ কতৃক) সময়সীমাঃ ০২/০৪/২৪ - ০৪/০৪/২৪


যারা ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ ফরম ফিলাপ যারা করতে পারবেঃ

২০২০-২০২১ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০২১ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীগন  পরীক্ষায় অংশগ্রহণ বা ফরম পূরণ করতে পারবে। 

২০১৯-২০২০ , ২০১৮-২০১৯ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০২০ , ২০১৯ , ২০১৮ সালে রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২০ , ২০১৯ , ২০১৮ , ২০১৭ সালের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু ২০২০ , ২০১৯ , ২০১৮ সালের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা দেয় নি অথবা দিয়ে ফেল করেছে ( Not Promoted ) হয়েছে তারা এ পরীক্ষায় অনিয়মিত হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।


২০১৮-২০১৯ , ২০১৭-২০১৮ , ২০১৬-২০১৭ , ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী এবং ২০১৯ , ২০১৮ , ২০১৭ , ২০১৬ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২০ , ২০১৯ , ২০১৮ , ২০১৭ সালের ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে F গ্রেড পেয়ে ২য় বর্ষে উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী ২০২০ সালের ডিগ্রি ২য় বর্ষের অংশগ্রহণ করে কোন পত্রে বা কোর্সে C গ্রেড বা D গ্রেড পেয়েছে তারা সর্বোচ্চ দুটি কোর্সে / পত্রে মানউন্নয়ন ( improvement ) পরীক্ষা দিতে পারবে।



ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপ এর ফি কত টাকা?

  • নিয়মিত প্রতি শিক্ষার্থী - ১৩০০ টাকা 
  • প্রাইভেট প্রতি শিক্ষার্থী - ১৩০০ টাকা
  • সার্টিফিকেট কোর্স প্রতি শিক্ষার্থী - ৭৫০ টাকা
  • মানউন্নয়ন প্রতি ১ বিষয় - ৮৫০ টাকা
  • অনিয়মিত প্রতি ১ বিষয় - ৮৫০ টাকা



ফরম জমা দিতে যেসব কাগজপত্র লাগবেঃ

  •  অনলাইনে পুরণকৃত ফরম - ১ কপি। 
  • পাসপোর্ট সাইজের ছবি ( অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত ) - ১ কপি।

পরিক্ষার সময়সূচী ও কেদ্রের তালিকাঃ
পরিক্ষার সময়সূচী ও কেদ্রের তালিকা যথা সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন নোটিশে জানানো হবে।

ফলাফলঃ
এ পরিক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে।


২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিঃ



শেষকথাঃ জাতীয় বিশ্ববিদ্যালয় সক্রান্ত কোন বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। লেখাগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে সেয়ার করবেন। 


আরো পড়ুনঃ 

  1. Summary Writing এর কৌশলসমূহ - New!
  2. Writing Skills বাড়ানোর উপায় New!
  3. আন্তর্জাতিক দিবস সমূহের তালিকা
  4. ইংরেজি গ্রামারের অসাধারণ নোট - Rules of English Grammar
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url