Summary Writing এর কৌশলসমূহ
Summary কী?
Summary হচ্ছে সারমর্ম। সহজভাবে বলতে গেলে, অনেক কথাকে অল্প/কম কথায় প্রকাশ করার জন্যে যা লেখা হয় সেটাই হলো summary.
সারমর্ম/সারাংশ অথবা summary কে একটা লিখিত প্রবন্ধ/গল্প/কবিতা/উপন্যাস/ইত্যাদির নির্যাস বলা যেতে পারে। আমাদের সবাইকেই ছাত্রজীবনে এবং অনেকেরই চাকুরীক্ষেত্রেও summary লিখতে হয়েছে এবং হয়। বাংলাদেশের বেশিরিভাগ শিক্ষার্থীরাই ৬ষ্ঠ শ্রেণী থেকেই English summary writing এ পরীক্ষার খাতায় লিখার জন্যে মুখস্থ করে নয়ত মুল passage এর কিছু অংশ তুলে দিয়ে আসে কিন্তু, summary writing এর মুল বিষয় হচ্ছে একটি প্রদত্ত passage পড়ে সেই passage টির মুলকথাগুলোকে নিজের ভাষায় গুছিয়ে লেখা। এখানে নিজের ভাষায় লেখার ব্যাপারটাই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থাকে। কিন্তু summary writing এর কৌশল না জানার কারণে অনেকেই এটি মুখস্থ করে আর পরীক্ষায় কমন না পড়লে মুল passage এর কয়েকটি লাইন হুবুহু লিখে দেয়। অথচ সহজ কিছু কৌশল জানলেই এবং কিছুটা চর্চা করলেই যেকোন unseen passage এর summary খুব সহজেই লেখা যায়।
Also Read:
- Sentence কাকে বলে ? Sentence কত প্রকার ও কি কি ?
- Writing Skills বাড়ানোর উপায় - New!
- আন্তর্জাতিক দিবস সমূহের তালিকা
Summary Writing এর কৌশলসমূহঃ
একটি ভালো summary লেখতে হলে, যে passage এর উপর ভিত্তি করে summary লিখতে হবে সেই passage টি বুঝে পড়া অনেক জরুরী। আমরা জানি,বুঝে পড়তে সময় বেশি লাগে কিন্তু পরীক্ষার হলে ততটা সময় পাওয়া যায় না। তবে কিছু কৌশল অনুসরণ করে সহজেই অল্প সময়ের মধ্যে যেকোন passage বুঝে পড়ে summary লেখা সম্ভব।
এখানে summary writing এর কিছু সহজ ধাপ এবং কৌশল আলোচনা করা হলঃ
Skim the Passage:
প্রথমেই text/passage টি skim করে নিতে হবে অর্থাৎ একটি সাধারণ ধারণা পাওয়ার জন্যে পুরো passage টির উপরে চোখ বুলিয়ে নিতে হবে। এক্ষেত্রে, অনেক শিক্ষার্থীরাই পরীক্ষার মধ্যে সম্পূর্ণ passage টি পড়তে চান না সময়ের অভাবে। তাই skimming এর কৌশল গুলো জানা থাকলে summary writing অনেক সহজ হয়ে যাবে এবং তাদেরকে সম্পূর্ণ passage টি পড়তে হবে না। তবে, passage টির গুরত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই পড়তে হবে। Skimming এর সময় খুব দ্রুতই passage টির subheadings গুলো দেখে নেয়া যায়। যদি passage টিতে কোন sub-heading না থাকে তবে passage টির প্রতিটি paragraph এর প্রথম লাইনটি পড়ে নিলেও passage টি সম্পর্কে একটা তড়িৎ ধারণা পাওয়া যাবে।
Write the First Line:
Passage সম্বন্ধে প্রাথমিক ধারণা পাওয়ার পর শুরু হবে দ্বিতীয় ধাপ। Summary র প্রথমেই লিখতে হবে যে passage টি মুলত কোন বিষয় নিয়ে লেখা হয়েছে এবং কে লিখেছে (যদি উল্লেখ করা থাকে)। এই লাইনটা নিজের ভাষায় লিখতেই হবে কারণ এটা মুল passage এ দেয়া থাকবে না। এতে করে পরীক্ষক প্রথম লাইন পড়েই বুঝতে পারবেন যে আপনি summary টি নিজে লিখেছেন।
Mark the Important Sentences:
এরপরের ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার English Writing এর উপর নূন্যতম দক্ষতা থাকে, তাহলে আপনি খুব সহজেই এই আলোচ্য কৌশলটি ব্যবহার করে মানসম্মত একটি summary লিখতে পারবেন। Summary লেখার উদ্দ্যেশ্যই যেহেতু কোন একটা লেখাকে সংক্ষেপিত করা, সেহেতু আপনার প্রথম লক্ষ্যই হবে passage টির অপ্রয়োজনীয় বা অধিকতর কম গুরুত্বপূর্ণ অংশ summary র বাইরে রাখা। এক্ষেত্রে, সবচেয়ে ভাল হয় যদি আপনি passage টির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য/বাক্যাংশগুলো গুলো চিহ্নিত করতে পারেন। চিহ্নিত বাক্য/বাক্যাংশ গুলোকে নিজের মত গুছিয়ে Rewrite অর্থাৎ নতুনভাবে লিখতে পারলেই আপনি ভাল একটি summary লিখতে পারবেন।
Rewrite the Sentences:
Rewrite করার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে বাক্যের গঠন পরিবর্তন করা এবং কিছু কিছু শব্দের synonym (সমার্থক শব্দ) ব্যবহার করা। বাক্যের গঠন পরিবর্তনের জন্যে আপনি transformation এবং narration (direct speech থেকে indirect speech এ রুপান্তর) এর সাহায্য নিতে পারেন। দুইটি clause যুক্ত (compound/complex) sentence কে একটি clause যুক্ত sentence অর্থাৎ simple sentence এ নিয়ে যেতে পারেন। এতে আপনার sentence structure পরিবর্তিত হলেও অর্থ একই থাকবে। এছাড়াও, বাক্যগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্যে transitional connectors যেমন however, moreover, therefore, thus, despite, in addition, ইত্যাদি ব্যবহার করলে summary টি আরো মানসম্মত হবে। তবে, যদি আপনি connectors এর ব্যবহার সঠিক ভাবে না জানে থাকেন্ন, তাহলে সেগুলো ব্যবহার না করাই উত্তম।
Use Synonyms:
চিহ্নিত বাক্য/বাক্যাংশ গুলোর মধ্যে যেসব শব্দের synonym আপনি জানেন, সেগুলো চিহ্নিত করুন এবং rewrite করার সময় ব্যবহার করুন।
শেষ কথাঃ উপরে উল্লেখিত কৌশল এবং ধাপগুলো সমূহ অনুসরণ করে চর্চা করতে থাকলে একসময় আপনি summary writing এ খুবি দক্ষ হয়ে উঠবেন এবং আপনার English writing skill ও বাড়বে অনেক গুন।
Also Read: