প্রচলিত ভুল কনসেপ্ট "সব বোরকার ভেতর পর্দা থাকে না" Tunes71.com

প্রচলিত ভুল কনসেপ্ট "সব বোরকার ভেতর পর্দা থাকে না"

 

প্রচলিত ভুল কনসেপ্ট "সব বোরকার ভেতর পর্দা থাকে না"

একটা প্রচলিত ভুল কনসেপ্ট "সব বোরকার ভেতর পর্দা থাকে না"।


আপনাকে আগে পর্দার সংজ্ঞা বুঝতে হবে। পর্দা মানে কাপড় না। পর্দা অর্থ লুকিয়ে রাখা,ঢেকে রাখা,গোপন করা।

শরয়ী অর্থে পর্দার সীমানা হলো গৃহের ভেতর লুকিয়ে রাখা। চার দেয়ালে গোপন করা। কালো কাপড় দিয়ে ঢেকে রাখার পরেও মানুষ বুঝে এটা নারী। এটা হাকীকী অর্থে লুকানো হয়নি।।
গৃহের ভেতর এমন ভাবে লুকানো যে,এই বাড়িতে নারী আছে এটাও কেউ জানে না। এটাই লুকিয়ে রাখার মৌলিক অর্থ।

 ইসলাম জরুরত হলে ঘর থেকে বের হওয়ার অনুমোদন দেয়। তবে এমন ভাবে বের হতে হবে তার অবয়ব যেনো না দেখা যায়।

এখন বাইরে বের হওয়ার জন্য যে অবয়ব ঢাকার সাময়িক পোশাক পড়ি এটাকেই আমরা পর্দার সংজ্ঞা নির্ধারণ করেছি।
যারফলে একটা মেয়ে, ৭৮ কিলো মাহরাম ছাড়া অতিক্রম করেও, সে নিজেকে বেপর্দা ভাবে না৷
সে বেপর্দা ভাবে, ভাইভা বোর্ডে জোরপূর্বক মুখ খোলা কে৷

আরো পড়ুনঃ 


শরীর ঢাকাই পর্দার সংজ্ঞা নির্ধারণ হয়ে গেছে। তাই বোরকা পড়ে ড্যান্স দেওয়াটাও আর্ট। কারণ সে তো আর বেপর্দা হয়নি। বোরকা পড়ে ক্লাস পার্টি,ট্যুরে,র‍্যাগ ডে,কনসার্টে যাচ্ছে। তাতেও কি হয়েছে সে তো পর্দায় আছে।

আপনি যখন একটা মৌলিক দাবী কে হাইড করবেন৷ তখন হাজারো ফি'তনার উত্থান ঘটবে৷
ঢাকা শহরে মেয়েকে পাঠিয়ে দিয়েছে। সমস্যা কী সে তো হিজাব পরেও যাচ্ছে।।।

এভাবে তিলে তিলে ধ্বংস হয়ে গেলো মুসলিম মেয়েরা। ঢাকা বেইলি রোডের রেস্টুরেন্টে এক মেয়ের লাশ হস্তান্তর নিয়ে ঝামেলা হয়েছে।
হি'ন্দুরা দাবী করছে সে স'নাতন ধর্মের। আর গ্রামের অসহায় বাবা দাবী করছে সে মুসলিম।

আমার বিন্দুমাত্র করুণা হয়নি ঐ বাবার জন্য। ঐ বাবা সর্ব নিকৃষ্ট দাইয়ুস৷ সে পদে পদে শ'রীয়ত লঙ্ঘন করে মেয়েকে জা'হা'ন্নামী বানিয়েছে৷

আমার লড়াই টা ক্যানো সেলিব্রেটিদের বিরুদ্ধে। কারণ এখানে অবুঝ অনেক পিতার সর্বনাশ করছে সেলেবরা৷ এসব সেলেবদের মোটিভেশনাল বই পড়ে, গ্রামের সহজ সরল মেয়েটাও ভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখে।

দ্বীনের ব্যাপারে শক্ত,  এসব মেয়েদের অর্ধনগ্ন ফেমিরা কখনো ইমপ্রেস করতে পারবে না। এদের ইমপ্রেস করতে পারবে ইসলামের লেবাস ধরে লিখালিখি করা সেলেবরা।

ঢাবির পর্দা আন্দোলন নীরবেই লাখ লাখ মেয়ে কে ইমপ্রেস করেছে৷ কারণ সে ফেস্টুন আর ব্যানার নিয়ে৷ হাত মোজা পড়ে মাইক ধরে৷ পর্দা আবৃত হয়ে আন্দোলন করছে। দ্বীনের কী বিজয় না তারা করে ফেললো।

কিন্তু অজান্তেই যে তারা এসব আন্দোলন করে৷ সহ-শিক্ষা ও ৭৮ কিলো অতিক্রম করাকে বৈধ বানিয়ে ফেললো। নরমালাইজেশন করে ফেললো। এটা কিন্তু লাইক কমেন্ট ব্যবসায়ী সেলিব্রেটিরা ভুলে গেলো।


লেখকঃ তাসাউফ

আরো পড়ুনঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url