ডিগ্রি প্রথম বর্ষ ভূগোল প্রথম পত্র ইমরান,রেনেসাঁ এবং ফাইনাল সাজেশন
ডিগ্রি প্রথম বর্ষ ভূগোল প্রথম পত্র ক - বিভাগের সাজেশনঃ
১. ভূগোলের আধুনিক সংজ্ঞা দাও?
উত্তর:-অষ্টাদশ শতব্দীতে নির্মিত ভূগোল শাস্ত্রকে আধুনিক ভূগোল বলে ।
২. শক্তির প্রধান উৎস কী?
উত্তর:- শক্তির প্রধান উৎস হলো কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস।
৩. কার্বন চক্র কী?
উত্তর:- প্রকৃতির কার্বন যে প্রক্রিয়ায় CO2 গ্যাসরূপে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশ আবর্তিত হয়ে প্রকৃতির কার্বনের সমতা বজায় রাখে তাকে কার্বন চক্র বলে।
৪. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
উত্তর:- ইতালির নেপলস উপসাগরীয় অঞ্চলে।
৫. শিলা কী?
উত্তর:- দু ইবা ততোধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হলে তাকে শিলা বলে।
৬. রিক্টার স্কেল কী?
উত্তর:- রিকটার স্কেল হলো ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের একটি স্কেল।
৭. নদীর কাজ কী ?
উত্তর:- ক্ষয়, বহন, সঞ্চয় ৷
৯. জলবায়ুর দুইটি নিয়ামকের নাম লিখ ।
উত্তর:- ১. অক্ষাংশ ও ২. উচ্চতা।
১০. লবণাক্ততা পরিমাপের একক কী?
উত্তর:- PSU-ইউনিটে g/kg.
১১. সমুদ্র স্রোতের দুইটি কারণ লিখ ।
উত্তর:- পৃথিবীর পরিবর্তন, বায়ুপ্রবাহ ।
১২. শৈবাল সাগর কোথায় অবস্থিত?
উত্তর:- প্রশান্ত মহাসাগরে।
১৩. জোয়ার ভাটার কারণ কী?
উত্তর:- কেন্দ্রাতিগ শক্তি ও আহ্নিক গতি।
১৪. প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম লিখ?
উত্তর:- ১. বস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান ও ২. অবস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান।
১৫. কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলো কি কি?
উত্তর:-কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলো হলো লিকেল, নিকেল,কোবাল্ট প্রভৃতি ।
১৬. পৃথিবীর পরিবেশের যেকোনো দুটি ভূমণ্ডলীয় চক্রের নাম লিখ ।
উত্তর:- পানি চক্র ও নাইট্রোজেন চক্র।
১৮. প্রেইরী তৃণভূমি কোথায় ?
উত্তর:- উত্তর আমেরিকায় প্রেইরী তৃণভূমি অবস্থিত।
১৯. ওজোনস্তরের কাজ কী?
উত্তর:- ওজোন স্তরের মূল কাজ হলো ভূ-পৃষ্ঠের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রাণিকূলের জন্য সর্বদা সহনীয় পর্যায় রাখা।
২০. দুটি স্থানীয় বায়ুর নাম লিখ।
উত্তর:- সাইমুন ও চিনুক
২১. ঘনীভবন কী?
উত্তর:- যে প্রক্রিয়ার বাষ্প থেকে তরল অথবা কঠিন অবস্থায় বস্তুর ভৌতরূপে পরিবর্তন ঘটে, সে প্রক্রিয়াকে ঘনীভবন।
২২. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
উত্তর:- প্রশান্ত মহাসাগর।
২৩. সুপ্তা খাত কোথায়?
উত্তর:- ভারত মহাসাগরে ।
২৪. ভরা জোয়ার কখন হয়?
উত্তর:- আমাবস্যা ও পুর্ণিমার ভরা জোয়ার হয় ।
২৫. প্রাকৃতিক পরিবেশ কী?
উত্তর:- মানুষের আবির্ভাবের পূর্বে যা কিছু বিদ্যমান ছিল সবই প্রাকৃতিক পরিবেশ।
২৬. একটি প্রচলিত শক্তির উৎসের নাম লেখ। উত্তর:- কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস।
২৭. বাস্তুতন্ত্র কী?
উত্তর:- কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসরত জীবসম্প্রদায়ের বিভিন্ন সদস্যের সাথে ঐ স্থানের জড় উপাদানসমূহের মিথষ্ক্রিয়ার মাধ্যমে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে বাস্তুতন্ত্র বলে।
২৮. মকরক্রান্তি রেখার মান কত?
উত্তর:- ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা বা ৯০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা ।
২৯. ভূপাত কী?
উত্তর:- পাহাড় বা উচ্চস্থান হতে শিলারাশি নিবে ধসে পড়লে তাকে ভূপাত বলে ৷
৩০. ব-দ্বীপ কী?
উত্তর:- নদী মোহনায় সঞ্চয়কার্যের ফলে নতুন নতুন ভূ-খণ্ড সৃষ্টির প্রক্রিয় অনবরত চলতে থাকে । নবগঠিত ভূখণ্ডের দুই পাশ দিয়ে নদী স্রোত প্রবাহিত হওয়ার নবগতি ভূ-খণ্ডটি মাত্রাহীন 'ব' আকৃতি লাভ করে । এটাই ব-দ্বীপ নামে পরিচিত।
৩১. আর্দ্রতা বলতে কী বুঝ?
উত্তর:-বায়ুমণ্ডলের জলীয়বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে ।
৩২. মৌসুমী বায়ু কি?
উত্তর:- ঋতু পরিবর্তনের সাতে সাথে যে বায়ুর দিক পরিবর্তিত হয় তাকে মৌসুমী বায় বলো ।
৩৩. টর্নেডো কী?
উত্তর:- টর্নেডো বা হাতি শুঁড়ো হলো অতি স্বল্প সময়ে পরিসর স্তরে সৃষ্ট অতি শক্তিশালী ও ধ্বংসাত্মক ঘূর্ণাবর্ত।
৩৪. ভূ-মধ্যসাগরীয় জলবায়ুর অন্তগর্ত দুটি দেশের নাম লিখ উত্তর:- তুরস্ক ও লেবানন।
৩৫. জোয়ারের বান কী?
উত্তর:- সাধারণত বর্ষকালে আমাবস্য ও পূর্ণিমার ভার কাটালোর সময় চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে জোয়ারের জল নদীর খাড়িপথ ও মোহনা দিয়ে নদী প্রবাহের বিপরীত দিকে অগ্রসর হয়। ডেট, জলোচ্ছ্বাসসহ এই সগর্জন বিপরীত প্রবাহকে জোয়ারের বান বলা হয় ।
৩৬.অশ্ব অক্ষাংশ কী?
উত্তর:- ক্রান্তীয় অঞ্চল এর শীতল ও ভারী নিম্নমুখী হওয়ার বায়ুর কোনো পাশ্বপ্রবাহ থাকে না, তাই এ অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলে।
৩৭. . প্রাকৃতিক ভূগোলের দুইটি শাখার নাম লিখ? উত্তর:- ভূমিরূপবিদ্যা ও জলবায়ুবিদ্যা।
৩৬.বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর:- ৫ জুন।
৩৯. ক্লোরো ফ্লোরো কার্বন কী?
উত্তর:- রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশন, প্লাস্টিক ও পেইন্ট তৈরির কারখানা হতে নির্গত এক ধরনের গ্যাস যাকে ক্লোরো ফ্লোরো কার্বন বলে।
৪০. বাস্তু সংস্থানিক দৃষ্টিভঙ্গি কী?
উত্তর:- একটি জীব গোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে অন্তক্রিয়ার মাধ্যমে গড়ে উঠা একটি অখণ্ড একক।
৪১. নাইট্রোজেন চক্র কী?
উত্তর:- যে চক্রাকার পদ্ধতিতে বায়ু থেকে নাইট্রোজেন প্ৰথমে মাটিতে এবং সেখান থেকে জীবদেহে আবার জীবদেহ থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে ফিরে যায়, তাকে নাইট্রোজেন চক্র বলে ৷
৪২. সৌরশক্তি কী?
উত্তর : সূর্য থেকে বিকিরিত ক্ষুদ্র আলোক তরঙ্গ ও শক্তি যা পৃথিবীতে এসে পৌঁছায় তাকে সৌরশক্তি বলে।
৪৩. পৃথিবীর পরিবেশের প্রধান শক্তি প্রণালিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর:- দুই ভাগে ।
৪৪. পানি চক্র কী?
উত্তর:- পানি চক্র হলো পানিরাশির বিভিন্ন অবয়বের চক্রাকার
আবর্তন।
৪৫. পানি স্তর কী?
উত্তর:- ঘূর্ণিঝড় সমুদ্রে ও মরুভূমির উপর দিয়ে সংঘটিত হলে পানি রাশিও বালুকারাশিকে স্তম্ভাকারে উত্থিত করে । উত্থিত পানিরাশিকে স্তন্ড বলে ।
৪৬. প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও ।
উত্তর:-ভূ- পৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব, বিশেষত এর বর্তমান রূপ, ভূ-গঠন, জলবায়ু স্রোতসমূহ এবং উদ্ভিদ ও প্রাণিকূলের বণ্টনকে অন্তর্ভূক্ত করে বিজ্ঞান সম্মত পর্যালোচনা হচ্ছে প্রাকৃতিক ভূগোল ।
৪৭. পৃথিবীর আকার কিরূপ ?
উত্তর:- পৃথিবীর আকার সম্পূর্ণ বৃত্তাকার বা উপবৃত্তাকার নয়, দু'মেরুর মধ্যে দূরত্ব বা ভূ-গোলকের ব্যাস তার নিরক্ষীয় ব্যাসের চেয়ে ৪৩ কি.মি কম । এজন্য পৃথিবীর আকৃতিকে বলা হয় অভিগত গোলক ।
৪৮. পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তর:- ৬,৪৩৬ কি মি ।
৪৯. ভূ-ত্বক কি?
উত্তর:- পৃথিবীর বাইরের পাতলা আবরণকে ভূ-ত্বক বলে ৷
৫০. ম্যাগমা কী?
উত্তর:-ভূ-অভ্যন্তরীণ উত্তপ্ত ও গলিত পদার্থকে ম্যাগমা বলে৷
খ নং এবং গ নং সাজেশন পেতে জয়েন করুন ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন
৫১. অশ্বমণ্ডলের গড় গভীরতা কত?
উত্তর:- ১৭ কি.মি ।
৫২. জ্বালামুখ কি?
উত্তর:- আগ্নেয়গিরি থেকে যে ছিদ্র পথের মাধ্যমে অগ্ন্যুৎপাত হয়ে থাকে তাকে জ্বালা মুখ বলে ।
৫৩.চ্যুতি কী?
উত্তর:- :- ভঙ্গুর শিলার অসমান পীড়নের ফলে ফাটল ও ধারণের সৃষ্টি হয়ে শিলার এক অংশ বিচ্যুত হলে তাকে চ্যুতি বলে ৷
৫৪. অধঃভাজ কী?
উত্তর:-ভাজের যে অংশ উপরের দিকে অবতল হয়ে অবস্থান করে তাকে নিম্নভাজ বা অধঃভাজ বলে।
৫৫. মোহোরোভিসিক বিযুক্তি কী?
উত্তর:- মোহোরোভিসিক বিযুক্তি হলো ভূত্বক ও গুরুমগুেলের মধ্যে একটি পাতলা স্তর ।
৫৬. ভূমি কম্পের কেন্দ্র ভূ-অভ্যস্তরের কত কিলোমিটারের মধ্যে অবস্থিত থাকে?
উত্তর:- ১৬-২০ কিলোমিটার। (৯৯%)
৫৭. আগ্নেয়াগার কাকে বলে?
উত্তর:- ভূ-অভ্যন্তরস্থ লাভা, গ্যাস, ছাই, ধোয়া, জলীয় বাষ্প, কঠিন পদার্থ ইত্যাদি ভূ-পৃষ্ঠের ফাটল, ছিদ্র বা দুর্বল অংশ দিয়ে সশব্দে বা নিঃশব্দে বের হয়ে এসে ছিদ্র পথের চারপাশে স্তূপীকৃত হয়ে যে ভূমির সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।
৫৮. লাভা কী?
উত্তর:-আগ্নেয়গিরি থেকে যে ছিদ্রপথের মাদ্যমে অগ্নুৎপাত হয়ে থাকে তাকে জ্বালামুখ বলে । আর এ জ্বালামুখ হতে নিগর্ত পদার্থকে লাভা বলে।
You may like:
- অর্থনীতি প্রথম পত্র ইমরান সাজেশন - New!
- ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র রেনেসা ,Courstika এবং ফাইনাল সাজেশন - New!
- ডিগ্রি প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ইমরান সাজেশন
ডিগ্রি প্রথম বর্ষ ভূগোল প্রথম পত্র খ বিভাগের সাজেশনঃ
০১:- ভূগোলের সংজ্ঞা দাও। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো বর্ণনা কর!
💥 অথবা 💥
প্রাকৃতিক ভূগোল কাকে বলে? প্রাকৃতিক ভূগোলের প্রয়োজনীয়তা লিখ!
💥অথবা 💥
প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর বর্ণনা দাও!
০২:- ভূমিকম্প কী? ভূমিকম্পের কারণগুলা কি কি?
💥 অথবা 💥
শিলা কি? শিলা ও খনিজের মধ্যে পার্থক্য লিখ!
০৩:- বিশ্ব চক্র কি? এর পদ্ধতিসমূহের বিবরণ দাও!
💥 অথবা 💥
সামুদ্রিক তলানি কি? সামুদ্রিক তলানির বর্ণনা দাও!
০৪:- সৌরতাপ কী? সৌরতাপের তারতম্যের কারণসমূহ লিখ!
💥 অথবা 💥
বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লিখ!
০৫:- মহীসোপান ও মহীঢালের পার্থক্য কর!
💥 অথবা 💥
পলল কোণ ও পলল পাখা কি? পানির বিশ্ববিন্যাস দেখাও!
০৬:- বৈশ্বিক চক্র কি? নাইট্রোজেন চক্রের ধারণা দাও!
💥 অথবা 💥
বৈশ্বিক চক্র ও কার্বন চক্র কী? কার্বন চক্র বর্ণনা কর!
০৭:- আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণ কী কী?
💥অথবা 💥
বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডলের উপাদানসমূহ উল্লেখ কর!
💥অথবা💥 পৃথিবীর পরিবেশের শক্তির উৎসসমূহ কি কি?
ডিগ্রি প্রথম বর্ষ ভূগোল প্রথম গ-বিভাগের সাজেশনঃ
০১:- আটলান্টিক মহাসাগরীয় স্রোতের বর্ণনা কর!
🔥 অথবা 🔥
হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপগুলোর বিবরণ দাও!
০২:- বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডলের উপাদানগুলোর বিবরণ দাও!
🔥 অথবা 🔥
বিচূর্ণীভবন কি? বিভিন্ন ধরনের বিচূর্ণী ভবনের বর্ণনা দাও!
০৩:- প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি আলোচনা কর/ সংজ্ঞা দাও!
🔥 অথবা 🔥
আগ্নেয়শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন? এর উৎপত্তি আলোচনা কর!
০৪:- সমুদ্রের পানির লবণাক্ততার তারতম্যের কারণসমূহ ব্যাখ্যা কর!
🔥 অথবা 🔥
পানিচক্র কি? পানিচক্রের উপাদানসমূহ ব্যাখ্যা কর!
০৫:- ভূ-ত্বকের গঠন ও উপাদান আলোচনা কর!
🔥 অথবা 🔥
ভঙ্গিল পর্বত কী? ভঙ্গিল পর্বতের গঠন প্রক্রিয়া সংক্ষেপে লিখ!
০৬:- মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর!
০৭:- উপসাগরীয় স্রোতের বর্ণনা কর!
🔥অথবা 🔥
জোয়ার ভাটার শ্রেণিবিভাগ আলোচনা কর!
You may like:
- ডিগ্রি প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ইমরান সাজেশন
- ডিগ্রি প্রথম বর্ষ প্রানীবিজ্ঞান রেনেসাঁ সাজেশন - New!
- ডিগ্রি প্রথম বর্ষ রসায়ন রেনেসাঁ সাজেশন - New!
ডিগ্রি প্রথম বর্ষ ভূগোল প্রথম পত্র ইমরান সাজেশনঃ
ডিগ্রি প্রথম বর্ষ ভূগোল প্রথম পত্র ইমরান সাজেশন পিডিএফঃ ডাওনলোড
You may like:
- ডিগ্রি ১ম বর্ষ উদ্ভিদবিজ্ঞান রেনেসাঁ সাজেশন
- ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত রুটিন ডাউনলোড ২০২১-২০২২
- ডিগ্রী প্রথম বর্ষ দর্শন প্রথম পত্র গ বিভাগের শর্ট সাজেশন
- ডিগ্রী প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন
- ডিগ্রী প্রথম বর্ষ সমাজকর্ম প্রথম এবং দ্বিতীয় পত্র ইমরান সাজেশন - New
ডিগ্রি প্রথম বর্ষ ভূগোল প্রথম পত্র রেনেসাঁ সাজেশনঃ
রেনেসাঁস সাজেশন অনেকগুলো পেজ বিধায় কিছু নমুনা দেওয়া হলো। সম্পূর্ণ সাজেশন দেখার জন্য পিডিএফ ডাওনলোড করে নিতে হবে।
ডিগ্রি প্রথম বর্ষ ভূগোল প্রথম পত্র রেনেসাঁ সাজেশন পিডিএফঃ ডাওনলোড
সাজেশনটি ভালো লাগলে তুমাদের বন্ধুদের সাথে সেয়ার করার অনুরোধ থাকলো।