ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র রেনেসা ,Courstika এবং ফাইনাল সাজেশন
আসসালামু আলাইকুম, বন্ধুরা তুমরা সবাই কেমন আছো? তুমরা যারা ইতিহাস এর শিক্ষার্থী আছো তাদের জন্য নিয়ে এলাম ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র রেনেসা ,Courstika এবং ফাইনাল সাজেশন। (একের ভেতর সব)
মানে হচ্ছে তুমরা এই পোস্টেই ইতিহাসের সব রকম সাজেশন পাবা। নিচে থেকে সাজেশন গুলো দেখে নাও।
ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র সাজেশনঃ
১) সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর:- ঐতরের আরণ্যক গ্রন্থে।
২) ঐতরেয় আরণ্যক গ্রন্থ বিখ্যাত কেন?
উত্তর:- সর্বপ্রথম বঙ্গ নামের সন্ধান পাওয়া যায় বিখ্যাত ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
৩) প্রাচীন বাংলার প্রথম রাজবংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- প্রাচীন বাংলার প্রথম রাজবংশ মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য।
৪. ধর্মপালের সময় পাহাড়পুর কি নামে পরিচিত ছিল?
উত্তর:- সোমপুর বিহার ।
৫) কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী?
উত্তর:- পদ্মা নদী।
৬) পান্ডু রাজার ঢিবি কোন জেলায় অবস্থিত?
উত্তর:- পশ্চিম বাংলার বর্ধমান জেলায় অবস্তিত।
৭) প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি?
উত্তর:- তাম্রলিপ্তি ।
৮) পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
উত্তর:- নওগা জেলায় ।
৯) শশাংক কে ছিলেন?
উত্তর:- বাংলার প্রথম স্বাধীন নরপতি ।
১০) সপ্তম শতকে গৌড়ের রাজধানী কোথায় ছিল?
উত্তর:- কর্ণসুবর্ণ ছিল।
১১) সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর:- পাহাড়পুরে অবস্থিত।
১২) লামা তারানাথ কে ছিলেন?
উত্তর:- তিব্বতীয় ঐতিহাসিক ছিলেন।
১৩) ঐতরেয় আরণ্যক গ্রন্থ বিখ্যাত কেন?
উত্তর:- ঐতরেয় আরণ্যক বিখ্যাত হওয়ার কারণ সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় বলে ৷
১৪) কর্নসুবর্ণ নগরী কোন রাজার রাজধানী ছিল?
উত্তর:- রাজা শশাংকের।
১৫) হিউয়েন সাংকে ছিলেন?
উত্তর:-চৈনিক পরিব্রাজক ।
১৬) খালিমপুর তাম্রলিপি কোন রাজার সময়ে উৎকীর্ণ? উত্তর:- রাজা ধর্মপালের।
১৭) চন্দ্রবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উত্তর:- শ্রীচন্দ্র।
১৮) সেনদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর:- দাক্ষিণাত্যের কর্নাট প্রদেশে।
১৯) বাংলার প্রথম স্বাধীন নৃপতি কে ছিলেন?
উত্তর:- রাজা শশাংক।
২০) শশাংকের রাজধানীর নাম কী?
উত্তর:- কর্ণসুবর্ণ।
২১) পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- গোপাল।
.২২) রামচরিত গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- সন্ধাকর নন্দী।
২৩) পাল বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর:- মদন পাল।
২৪) দেওপাড়া শিলালিপি কে রচনা করেন?
উত্তর:- উমাপতিধর
২৫) চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- পূর্ণচন্দ্র।
২৬) কোন মুসলিম বিজেতা নদীয়া আক্রমণ করেন?
উত্তর:- ইখতিয়ার উদ্দিন বিন মুহাম্মদ বখতিয়ার খলজি।
২৭) রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- কলহন ।
২৮) কাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? উত্তর:- প্রথম মহিপালকে
২৯. বল্লালচরিত কে প্রথম রচনা করেন?
উত্তর:- আনন্দভট্ট।
৩০) ভূক্তি কী?
উত্তর:- গুপ্তযুগের প্রদেশকে ভুক্তি বলা হতো।
31) Dynastic History of Bangle লেখক কে? উত্তর:- ড. আব্দুল মমিন চৌধুরী।
৩২) প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কী কী? উত্তর:-প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, মুদ্রা, শিলালিপি, লিখিত বিবরণসমূহ।
৩৩) ইতিহাসের লিখিত উপাদান কী কী?
উত্তর:- সাহিত্য, নথিপত্র, ও জীবনী
৩৬) ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর:- নরসিংদী
৩৭) বাণভট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থ কী?
উত্তর:- হর্ষচরিত।
৩৬) হিউয়েন সাং কখন বাংলায় আগমন করেন ?
উত্তর:- ৬৩৮ সালে।
৩৯) ফাহিয়েন কে ছিলেন?
উত্তর:-চৈনিক পরিব্রাজক ।
৪০) মাৎসন্যায় শব্দের অর্থ কী?
উত্তর:-অরাজকতা
৪১) প্রাচীন বাংলার প্রথম রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? উত্তর:- গোপাল
৪২) পাল শাসকেরা কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তর:- বৌদ্ধ ধর্মের।
৪৩) বরেন্দ্র বিদ্রোহ সম্পর্কে জানার প্রধান উৎস কী?
উত্তর:- সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত কাব্য
৪৪) বিক্রমশীলা বিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়? উত্তর:- বিক্রমশীলা বিহার রাজা ধর্মপালের ন্যায় অনুসারে প্রতিষ্ঠিত হয়৷
৪৫) পাল বংশের শেষ মুকুট কে?
উত্তর:- মুকুট মণি রামপাল ।
৪৬) কৈবর্ত অর্থ কী?
উত্তর:-কৈবর্ত অর্থ হচ্ছে জেলে বা মৎস্যজীবী।
৪৭) দেব পর্বত কোথায়?
উত্তর:- কুমিল্লায় ।
৪৮) বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- হেমন্তসেন।
খ – বিভাগ
১. প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের উপাদানগুলোর নাম লিখ।
২. পাণ্ডুরাজার ঢিবির গুরুত্ব লিখ।
৩. ধর্মপালের পরিচয় দাও ।
৪. পুণ্ড্র জনপদের বিবরণ দাও ।
৫. বিজয় সেনের পরিচয় দাও ।
৬. শ্রীচন্দ্রের মূল্যায়ন কর।
৭. বরেন্দ্র বিদ্রোহের গুরুত্ব লিখ ।
৮. প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লিখ।
৯. প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ।
১০. পাণ্ডুরাজার ঢিবি'র উপর টীকা লিখ ।
১১. মাৎস্যনায় কী? ব্যাখ্যা কর ।
১২. রামপালের পরিচয় দাও । এবং | রামপাল কিভাবে বরেন্দ্র পুনরুদ্ধার করেন?
১৩. কৈবর্ত বিদ্রোহের উপর টীকা লিখ ।
১৪. চন্দ্র বংশ সম্পর্কে সংক্ষেপে লিখ ।
১৫. প্রাচীন বাংলার সামাজিক অবস্থার বিবরণ দাও ।
১৬. প্রাচীন বাংলার ইতিহাস প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা কর ।
১৭. বাংলার অধিবাসীদের উপর নদ-নদীর প্রভাব আলোচনা কর।
১৮. গোপাল কিভাবে বাংলার রাজক্ষমতা দখল করেছিলেন?
১৯. ত্রিপক্ষীয় সংঘর্ষের বিশেষ উল্লেখপূর্বক ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন কর।
২০. বাংলার নামের উৎপত্তি হয় কিভাবে? |
২১. ত্রিপক্ষীয় সংঘর্ষ কী?
২২. হেমন্ত সেনের পরিচয় দাও ।
২৩. লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হয় ?
২৪. প্রাচীন বাংলার প্রধান প্রত্নতাত্ত্বিক উৎসসমূহ কী কী ?
২৫. প্রাচীন বাংলার ইতিহাস পুনগঠনের প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা কর ।
২৬. ওয়ারী বটেশ্বরের প্রাচীনত্ব সম্পর্কে লিখ (২য় অ:) (৯৯%)
২৭. হর্ষবর্ধন কে ছিলেন?
২৮. গোপাল কি নির্বাচিত রাজা ছিলেন?
২৯. দ্বিতীয় মহীপালের পরিচয় দাও ।
গ – বিভাগ
১. প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও ।
২. বাংলার প্রথম স্বাধীন নৃপতি হিসেবে শশাংকের কৃতিত্ব বিশ্লেষণ কর।
৩. রামপালের কৃতিত্ব আলোচনা কর ।
৪. পালবংশের পতনের কারণগুলো লিখ ।
৫. সেনরা কারা? কিভাবে তারা বাংলায় এসেছিলেন? ।
৬. সেনবংশের পতনের কারণগুলো আলোচনা কর ।
৭. দক্ষিণ-পূর্ব বাংলার দেববংশের প্রতিষ্ঠা পর্যালোচনা কর।
৮. চন্দ্রবংশ প্রতিষ্ঠায় শ্রীচন্দের কৃতিত্ব মূল্যায়ন কর ।
৯. প্রাচীন বাংলার আর্থ-সামাজিক জীবনে ভৌগোলিক প্রভাব আলোচনা কর।
১০. প্রাচীন বাংলার জনপদসমূহের বর্ণনা দাও।
১১. বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নৃপতি হিসেবে শশাঙ্কের অবদান নিরূপণ কর।
১২. ত্রিপক্ষীয় সংঘর্ষের বিশেষ উল্লেখযোপূর্বক ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন কর ।
১৩. বাংলায় সেন শাসন প্রতিষ্ঠায় বিজয় সেনের কৃতিত্ব নিরূপণ কর।
১৪. পাল যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও ।
১৫. দক্ষিণ পূর্ব বাংলায় দেব বংশের উদ্ভবের ইতিহাস পর্যালোচনা কর ।
১৬. শাসক হিসেবে শ্রীচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৭. গোপাল কিভাবে বাংলার রাজক্ষমতা দখল করেছিলেন?
১৮. দেবপালের কৃতিত্ব আলোচনা কর ।
১৯. প্রথম মহীপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
২০. বল্লাল সেনের রাজত্বকালের ইতিহাস বর্ণনা কর।
২১. শাসক হিসেবে লক্ষণ সেনের মূল্যায়ন কর ।
২২. দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্র বংশের ইতিহাস বর্ণনা কর।
২৩. পাল শাসনামলে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার বিবরণ দাও ।
২৪. প্রাচীন বাংলার গুরুত্ব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বিবরণ দাও ।
২৫. প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহের বর্ণনা কর।
২৬. প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তাম্রলিপির ভূমিকা মূল্যায়ন করা।
২৭. প্রাচীন বাংলার ইতিহাস রচনার উৎস হিসেবে পর্যটকদের বর্ণনা কর ।
২৮. লিখিত উৎস হিসেবে হিউয়েন সাংয়ের বিবরণের তাৎপর্য আলোচনা কর ।
২৯. শশাঙ্কের বিস্তার সম্পর্কে আলোচনা কর।
৩০. বাংলার ইতিহাসে শশাঙ্কের স্থান নির্ণয় কর।
৩১. রামপালকে পাল বংশের শেষ মুকুটমণি বলা হয় কেন?
৩২. বরেন্দ্র বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা কর।
৩৩. শাসক হিসেবে লক্ষণ সেনের অবদান আলোচনা কর।
৩৪. সেন আমলের সাহিত্যের উন্নতির বিবরণ দাও ।
নিচের পোস্টগুলো পড়তে পারোঃ
- ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত রুটিন ডাউনলোড ২০২১-২০২২
- ডিগ্রী প্রথম বর্ষ দর্শন প্রথম পত্র গ বিভাগের শর্ট সাজেশন - New!
- ডিগ্রী প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন - New!
ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র রেনেসা সাজেশনঃ
ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র রেনেসা সাজেশন পিডিএফঃ Download/download/button
নিচের সাজেশনগুলো পড়তে পারোঃ
- ডিগ্রি প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ইমরান সাজেশন - New!
- ডিগ্রি ভর্তির আবেদন করার নিয়ম ২০২২
- ডিগ্রি ১ম বর্ষ উদ্ভিদবিজ্ঞান রেনেসাঁ সাজেশন - New!
ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র Courstika সাজেশনঃ
ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র Courstika সাজেশন পিডিএফঃ Download/download/button
ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র ফাইনাল সাজেশনঃ
ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস প্রথম পত্র ফাইনাল সাজেশন পিডিএফঃ Download/download/button
আজ এখানেই সমাপ্ত,সাজেশনগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে সেয়ার করার অনুরোধ রইলো।