কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়? Tunes71.com

কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?

 

PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন

আসসালামু আলাইকুম, আজকে আমরা জানবো কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল এডিট করতে হয়? এটি খুবি সহজ কাজ। এই কাজটি করতে পারলে আপনারা যেকোন পিএলপি ফাইল নিজের মত করে ডিজাইন করে নিতে পারবেন হোক সেটা পোস্টার, ব্যানার,র‍্যালি,শুভেচ্ছা পত্র,কার্ড ইত্যাদি।


পিএলপি ফাইল কি?

পিএলপি ফাইল হলোঃ পিক্সেল অ্যাপ এর মাধ্যমে আমরা যেসব ডিজাইন করি সেটি একটি পিএলপি ফাইল আকারে সংরক্ষিত থাকে যা পরবর্তীতে ব্যাবহার বা পুনরায় ডিজাইন করা যায়।


Related post:

  1. অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়ম
  2. আয়কর রিটার্ন কি? অনলাইনে জিরো রিটার্ন দাখিলের নিয়ম
  3. ইফতার ও দোয়া মাহফিল পোস্টার ডিজাইন পিএলপি ফাইল - New!
  4. ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন পিএলপি ফাইল - New!
  5. বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র PLP ফাইল ফ্রি ডাউনলোড


পিএলপি ফাইল কীভাবে যুক্ত করবেন? 

ধাপ-১: আপনি যদি কোন পিএলপি ফাইল নিয়ে কাজ করতে বা ডিজাইন করতে চান তবে প্রথমেই Pixellab মোবাইল অ্যাপটি ডাউনলোড নিয়ে নিতে হবে।

বিদ্র: Pixellab অ্যাপ এর সব ভার্সনে পিএলপি ফাইল সাপোর্ট করেনা তাই পিএলপি সাপোর্ট করে এমন ভার্সন ডাওনলোড করতে হবে। 

ধাপ-২: Pixellab অ্যাপ ওপেন করে ডান কোনায় অনেকগুলো মেনু বা উইন্ডো আসবে,এখান থেকে ডান পাসের থ্রি ডট মেনুতে যান।


কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?

আর একটু নিচে গেলে Open .PLP File নামে একটা অপশন পাবেন সেই অপশনে ক্লিক করুন।

কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?

ধাপ-৩: ক্লিক করার পর একটি উইন্ডো খুলবে। উইন্ডোর উপরে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এর থেকে ডানে (.PLP) এ ক্লিক করার পর আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়া হবে।

কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?


ধাপ-৪: ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনি যে ফোল্ডারে পিএলপি রেখেছেন সেখানে প্রবেশ করুন।

কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?

 যদি ডিফল্টরূপে একটি ডাউনলোড ফোল্ডার থাকে, আপনি ডাউনলোড ফোল্ডারে সমস্ত PixelLab PLP ফাইল পাবেন। অথবা উপরের তীর আইকনে ক্লিক করুন এবং ডাউনলোড ফোল্ডার বা PLP ফাইল রয়েছে এমন ফোল্ডার খুঁজে পেতে সমস্ত ফোল্ডার চেক করুন।

ধাপ-5: আপনি যখন PLP ফাইলটি খুঁজে পাবেন, তখন এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে 2টি অপশন আসবে: 

কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?

1.Open Only 

2.Open and Add।

প্রথমটিতে ক্লিক করলে ফাইলটি একবার খুলবে কিন্তু সংরক্ষণ হবে না আর আপনি যদি ২য় অপশন সিলেক্ট করেন তাহলে ফাইলটি ওপেন হয়ে সাথে সাথে সেভ হয়ে যাবে এবং আপনি পরে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।


Related post:

  1. Facebook Cover Photo Design PLP File
  2. JSC Registration Card PLP File Download
  3. PRESS ID Card PLP file download
  4. Remove Photo background by telegram bot
  5. SSC Certificate PLP File Download
  6. Smart NID Card Design PLP File - New!




পিএলপি ফাইল কীভাবে ব্যবহার করবেন?

উপরের নিয়ম অনুযায়ী পিএলপি ফাইল যুক্ত করার পর সেটি আমাদের চাহিদা অনুযায়ী ডিজাইন বা পরিবর্তন করার জন্য নিচের দেখানো বাটনে ক্লিক করুন।

কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?

 এখানে প্রতিটি লেখা এবং ছবি আলাদা আলাদা দেখতে পাবেন। যেটি পরবর্তন করতে চান সেটি আগে নিচের মত তালা চিহ্নিত বাটন চেপে আনলক করে নিতে হবে।এডিট করার জন্য তার ডান পাসের পেন্সিলের মত বাটন চেপে লেখা পরিবর্তন করে নিতে পারবেন। চোখের মত যে বাটন আছে সেটা দিয়ে কোন অংশকে ডিলিট না করেও হাইড বা অদৃশ্য করে রাখা যাবে এবং ডিলিট বাটনে ক্লিক করে ওই লেখাটা ডিলিট করা যাবে।

কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?


এখন ডিজাইনকৃত পোস্টার সংরক্ষন করার জন্য উপরে প্লাস( + ) আইকনের পাসে যে সেইভ বাটন আছে সেটা চাপলে ২/৩ টা অপশন পবেন।

১.  Save change ( যতটুকু পরিবর্তন করা হয়েছে সেটাকে সংরক্ষন করার জন্য)
২. Save as project ( কোন ডিজাইন  নতুন ভাবে পিএলপি আকারে সংরক্ষন করার জন্য)
৩. Save as Img ( কোন ডিজাইন ছবি আকারে সংরক্ষনের জন্য)


কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?


পূর্বে সংরক্ষনকৃত পিএলপি সেয়ার করার জন্য "My project " এ ক্লিক করুন।


কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?


যেটি সেয়ার করতে চান সেটির পাসে সেয়ার বাটনে ক্লিক করুন।

কিভাবে PixelLab Mobile app দিয়ে PLP ফাইল ডিজাইন করতে হয়?

এখন আপনার ফোনের PixelLab ফোল্ডার থেকে উক্ত ফাইলটি খুজে বের করে সেয়ার করুন।
Next Post Previous Post
2 Comments
  • غير معرف
    غير معرف 26 مارس 2024 في 8:48 م

    Driving licences er photo change korbo kivabe?

    • Admin
      Admin 28 مارس 2024 في 1:15 ص

      ফটো ডিলিট করে নতুন ফটো যোগ করুন।

Add Comment
comment url